ক্রীড়া ডেস্ক
নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয়ে সেমিফাইনালে যাওয়ার একটা শেষ সুযোগ তৈরী হয়েছিল বাংলাদেশের। অ্যাডিলেডে পাকিস্তানকে হারালেই শেষ চারের টিকিট কাটত সাকিব আল হাসানরা। তবে বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ করে দেয় পাকিস্তান। তাতে আক্ষেপ ঝরেছে মাশরাফি বিন মর্তুজার কণ্ঠে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলেছে বাংলাদেশ। যেখানে প্রথম রাউন্ড পেরিয়ে আসা জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস খেলে বাংলাদেশের গ্রুপে। নেদারল্যান্ডস, জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। তবে বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ একটা ম্যাচও জেতেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হেরেছে, ভারতের বিপক্ষে আশা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ। আর আজ পাকিস্তানের বিপক্ষে ব্যাটার, ফিল্ডারদের ব্যর্থতায় হারতে হয়েছে সাকিবদের।
এই বড় দলগুলোর বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ পুড়াচ্ছে মাশরাফিকে। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে এতটা ভালো খেলবে দল সেটা ক্রিকেটের খুব কাছে থাকা মানুষরাও হয়তো আশা করি নাই। গ্রুপটাও আমাদের ফেভারেই ছিল অনেকটা,জাস্ট একটা বড় ম্যাচ জিততে হতো।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে। সেই বিশ্বকাপে সুপার টুয়েলভের পাঁচটিতেই হারে বাংলাদেশ। এই সংস্করণে লাগাতার বাজে খেলায় রিয়াদের অধিনায়কত্ব চলে যায়। এমনকি রিয়াদকে এবারের বিশ্বকাপের দলেও রাখা হয়নি। আর রাসেল ডমিঙ্গোর পরিবর্তে এই সংস্করণের দায়িত্ব দেওয়া হয় শ্রীধরন শ্রীরামকে।
টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত মাশরাফির কাছে খুবই সাহসী মনে হয়েছে। বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে,বিশেষ করে টিমটা গড়ে উঠছে।একটু সময় প্রয়োজন এ দলটার।কারণ অনেক বড় এবং কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে দল নির্বাচনে,যা ভবিষ্যতে আরও সাহসী করে তুলবে ম্যানেজমেন্টকে।যেহেতু বাংলাদেশ এই ফরমেটে কখনো ভালো করছিল না,তাই এরকম কিছু করার দরকার ছিল।’
১৩ নভেম্বর শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।এরপর ২০ নভেম্বর কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। মাশরাফি যেন সবাইকে কাতার বিশ্বকাপের কথাই মনে করিয়ে দিয়েছেন, ‘গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে গেলাম লিখতে, আসল বিশ্বকাপইতো শুরু হতে যাচ্ছে ভাইলোক। চোখ রাখুন ভেমাসে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার পরাজয়ে সেমিফাইনালে যাওয়ার একটা শেষ সুযোগ তৈরী হয়েছিল বাংলাদেশের। অ্যাডিলেডে পাকিস্তানকে হারালেই শেষ চারের টিকিট কাটত সাকিব আল হাসানরা। তবে বাংলাদেশের স্বপ্ন ধূলিসাৎ করে দেয় পাকিস্তান। তাতে আক্ষেপ ঝরেছে মাশরাফি বিন মর্তুজার কণ্ঠে।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলেছে বাংলাদেশ। যেখানে প্রথম রাউন্ড পেরিয়ে আসা জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস খেলে বাংলাদেশের গ্রুপে। নেদারল্যান্ডস, জিম্বাবুয়েকে হারিয়েছে বাংলাদেশ। তবে বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশ একটা ম্যাচও জেতেনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজেভাবে হেরেছে, ভারতের বিপক্ষে আশা জাগিয়েও জিততে পারেনি বাংলাদেশ। আর আজ পাকিস্তানের বিপক্ষে ব্যাটার, ফিল্ডারদের ব্যর্থতায় হারতে হয়েছে সাকিবদের।
এই বড় দলগুলোর বিপক্ষে জয় না পাওয়ার আক্ষেপ পুড়াচ্ছে মাশরাফিকে। বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘অস্ট্রেলিয়ায় বিশ্বকাপে এতটা ভালো খেলবে দল সেটা ক্রিকেটের খুব কাছে থাকা মানুষরাও হয়তো আশা করি নাই। গ্রুপটাও আমাদের ফেভারেই ছিল অনেকটা,জাস্ট একটা বড় ম্যাচ জিততে হতো।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বে। সেই বিশ্বকাপে সুপার টুয়েলভের পাঁচটিতেই হারে বাংলাদেশ। এই সংস্করণে লাগাতার বাজে খেলায় রিয়াদের অধিনায়কত্ব চলে যায়। এমনকি রিয়াদকে এবারের বিশ্বকাপের দলেও রাখা হয়নি। আর রাসেল ডমিঙ্গোর পরিবর্তে এই সংস্করণের দায়িত্ব দেওয়া হয় শ্রীধরন শ্রীরামকে।
টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত মাশরাফির কাছে খুবই সাহসী মনে হয়েছে। বাংলাদেশের অন্যতম সফল অধিনায়ক বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে,বিশেষ করে টিমটা গড়ে উঠছে।একটু সময় প্রয়োজন এ দলটার।কারণ অনেক বড় এবং কিছু সাহসী সিদ্ধান্ত নিয়েছে দল নির্বাচনে,যা ভবিষ্যতে আরও সাহসী করে তুলবে ম্যানেজমেন্টকে।যেহেতু বাংলাদেশ এই ফরমেটে কখনো ভালো করছিল না,তাই এরকম কিছু করার দরকার ছিল।’
১৩ নভেম্বর শেষ হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ।এরপর ২০ নভেম্বর কাতারে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। মাশরাফি যেন সবাইকে কাতার বিশ্বকাপের কথাই মনে করিয়ে দিয়েছেন, ‘গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে গেলাম লিখতে, আসল বিশ্বকাপইতো শুরু হতে যাচ্ছে ভাইলোক। চোখ রাখুন ভেমাসে।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৮ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১০ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
১১ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
১১ ঘণ্টা আগে