নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটের এখনো খেলা হয়নি জাকের আলী অনিকের। তাঁর সেই অপেক্ষার ইতি হতে পারে ভারত সফরে। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য জাকেরকে নিয়ে গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার বাংলাদেশ টেস্ট দলে জায়গা পাওয়া ২৬ বছর বয়সী অলরাউন্ডারকে কী এই সিরিজ দিয়ে অভিষিক্ত হতে দেখা যাবে?
হবিগঞ্জের উইকেটরক্ষক-ব্যাটার জাকের পাকিস্তানে ‘এ’ দলের সফর শেষে মিরপুরে ভারত সফরের জন্য প্রস্তুতি সারছেন। কয়েক দিন থেকেই সাদা বলের মাঝে লাল বলে দুই বেলার অনুশীলনে যুক্ত হয়েছেন তিনি। গতকাল টেস্ট দলে ডাক পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে প্রথম সাক্ষাতে জাকের জানালেন, সুযোগ এলে নিজের সেরাটা দেওয়ার।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচ খেলা জাকের এই ফরম্যাটে খেলা যে কত কঠিন সে প্রসঙ্গে বলেন, ‘আমার খুব কষ্ট লাগে, যখন আমরা প্রথম শ্রেণির ক্রিকেটে পিকনিক করি। আমরা জানি, আমরা কতটা কষ্ট করি। দয়া করে এই কথাগুলো আর বইলেন না (সাংবাদিকদের উদ্দেশে)। আমার খুব দুঃখ হয়। ২০১৭ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। আমি জানি, কতটা কষ্ট হয় একেকটা রান করতে এই ফরম্যাটে।’
ভারত সফরের জন্য নিজেদের দলের শক্তির জায়গা নিয়ে জাকের বলেন, ‘শক্তির বিচারে ভারত ভালো দল। তবে আমরা শেষ দুই ম্যাচে দারুণ ক্রিকেট খেলেছি। আমাদের ব্যাটিংটা ভালো হয়েছে। আমাদের যখন ব্যাটিং খারাপ হয়, তখনই আমরা হারি। বোলাররা বেশির ভাগ সময় সমর্থন দেয়। ব্যাটিংটা যদি আমরা ভালো করি আমাদের জন্য ভালো হবে।’
আজ মিরপুরে সকাল সাড়ে ৮টা থেকে ভারত সিরিজের অনুশীলন চলছে। জুমার বিরতি দিয়ে বিকেলেও হবে অনুশীলন। দুই ভাগেই জাকের অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন। ভারত সিরিজের জন্য নিজের প্রস্তুতি প্রসঙ্গে এই উইকেটরক্ষক-ব্যাটার তাই বলেন, ‘শুরুতে সাদা বলে প্রস্তুতি নিচ্ছিলাম। এখন ফরম্যাট আলাদা হলো। দুই ফরম্যাটেই প্রস্তুতি নিচ্ছি। এখন শুধু মানসিক প্রস্তুতিটা পরিবর্তন করতে হবে ফরম্যাট অনুযায়ী।’
জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাড়াই মিরপুরে গত প্রায় দুই সপ্তাহ ধরে চলছে ভারত সিরিজের জন্য প্রস্তুতি। বিসিবির স্থানীয় কোচ সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুলসহ দেখা গেছে পেস বোলিং কোচ তারেক আজিজকে প্রস্তুতি ক্যাম্পে সময় দিতে। টেস্ট দলে ডাক পাওয়া জাকের অবশ্য কৃতিত্ব দিলেন তাঁর দেশীয় কোচদের, ‘সোহেল স্যার, বাবুল স্যার, খুব কষ্ট করে আমাদের প্রস্তুত করছেন। তাঁদের এ কাজটা থ্যাংঙ্কলেস। আমাদের প্রস্তুতিতে তাঁদের অবদান অনেক।’
বাংলাদেশের হয়ে সাদা পোশাকের ক্রিকেটের এখনো খেলা হয়নি জাকের আলী অনিকের। তাঁর সেই অপেক্ষার ইতি হতে পারে ভারত সফরে। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য জাকেরকে নিয়ে গতকাল ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবার বাংলাদেশ টেস্ট দলে জায়গা পাওয়া ২৬ বছর বয়সী অলরাউন্ডারকে কী এই সিরিজ দিয়ে অভিষিক্ত হতে দেখা যাবে?
হবিগঞ্জের উইকেটরক্ষক-ব্যাটার জাকের পাকিস্তানে ‘এ’ দলের সফর শেষে মিরপুরে ভারত সফরের জন্য প্রস্তুতি সারছেন। কয়েক দিন থেকেই সাদা বলের মাঝে লাল বলে দুই বেলার অনুশীলনে যুক্ত হয়েছেন তিনি। গতকাল টেস্ট দলে ডাক পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে প্রথম সাক্ষাতে জাকের জানালেন, সুযোগ এলে নিজের সেরাটা দেওয়ার।
প্রথম শ্রেণির ক্রিকেটে ৪৯ ম্যাচ খেলা জাকের এই ফরম্যাটে খেলা যে কত কঠিন সে প্রসঙ্গে বলেন, ‘আমার খুব কষ্ট লাগে, যখন আমরা প্রথম শ্রেণির ক্রিকেটে পিকনিক করি। আমরা জানি, আমরা কতটা কষ্ট করি। দয়া করে এই কথাগুলো আর বইলেন না (সাংবাদিকদের উদ্দেশে)। আমার খুব দুঃখ হয়। ২০১৭ সাল থেকে প্রথম শ্রেণির ক্রিকেট খেলছি। আমি জানি, কতটা কষ্ট হয় একেকটা রান করতে এই ফরম্যাটে।’
ভারত সফরের জন্য নিজেদের দলের শক্তির জায়গা নিয়ে জাকের বলেন, ‘শক্তির বিচারে ভারত ভালো দল। তবে আমরা শেষ দুই ম্যাচে দারুণ ক্রিকেট খেলেছি। আমাদের ব্যাটিংটা ভালো হয়েছে। আমাদের যখন ব্যাটিং খারাপ হয়, তখনই আমরা হারি। বোলাররা বেশির ভাগ সময় সমর্থন দেয়। ব্যাটিংটা যদি আমরা ভালো করি আমাদের জন্য ভালো হবে।’
আজ মিরপুরে সকাল সাড়ে ৮টা থেকে ভারত সিরিজের অনুশীলন চলছে। জুমার বিরতি দিয়ে বিকেলেও হবে অনুশীলন। দুই ভাগেই জাকের অনুশীলনে ঘাম ঝরিয়ে যাচ্ছেন। ভারত সিরিজের জন্য নিজের প্রস্তুতি প্রসঙ্গে এই উইকেটরক্ষক-ব্যাটার তাই বলেন, ‘শুরুতে সাদা বলে প্রস্তুতি নিচ্ছিলাম। এখন ফরম্যাট আলাদা হলো। দুই ফরম্যাটেই প্রস্তুতি নিচ্ছি। এখন শুধু মানসিক প্রস্তুতিটা পরিবর্তন করতে হবে ফরম্যাট অনুযায়ী।’
জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে ছাড়াই মিরপুরে গত প্রায় দুই সপ্তাহ ধরে চলছে ভারত সিরিজের জন্য প্রস্তুতি। বিসিবির স্থানীয় কোচ সোহেল ইসলাম, মিজানুর রহমান বাবুলসহ দেখা গেছে পেস বোলিং কোচ তারেক আজিজকে প্রস্তুতি ক্যাম্পে সময় দিতে। টেস্ট দলে ডাক পাওয়া জাকের অবশ্য কৃতিত্ব দিলেন তাঁর দেশীয় কোচদের, ‘সোহেল স্যার, বাবুল স্যার, খুব কষ্ট করে আমাদের প্রস্তুত করছেন। তাঁদের এ কাজটা থ্যাংঙ্কলেস। আমাদের প্রস্তুতিতে তাঁদের অবদান অনেক।’
আইপিএলের মতো ‘হটকেক’ টুর্নামেন্ট নিয়ে আগ্রহ থাকে বিশ্বের অনেক ক্রিকেটারেরই। এবারেরটা যেহেতু মেগা নিলাম ছিল, তাতে অন্যান্যদের মতো বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আশা ছিল অনেক বেশি। কিন্তু মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের কেউই কোনো দল পাননি ২০২৫ আইপিএলে।
১০ ঘণ্টা আগেবাংলাদেশের পঞ্চপাণ্ডবদের মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে অনেক আগে থেকেই। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই এক বছর ধরে। মাশরাফি বিন মর্তুজা তো নেই ২০২০ সাল থেকে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা কোনো না কোনো সংস্করণ থেকে অবসর নিয়েছেন।
১১ ঘণ্টা আগেবসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাবর লেখা এক চিঠিতে এমনটাই জানিয়েছে দর্শকনন্দিত ক্লাবটি।
১২ ঘণ্টা আগে২০২৩ সাল থেকে দেখা যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে কোনো না কোনোভাবে ধাক্কা লাগছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি)। ২০২৫ সালেও সমান্তরালে চলবে বিপিএল ও আইএল টি-টোয়েন্টি।
১২ ঘণ্টা আগে