Ajker Patrika

২৪ বছর পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১০: ৫৬
২৪ বছর পর পাকিস্তান সফরে যাবে অস্ট্রেলিয়া

রমিজ রাজা পাকিস্তান ক্রিকেটের সর্বোচ্চ আসনে বসার পর বদলে গেছে দেশটির ক্রিকেট। সাবেক এই পাকিস্তান অধিনায়ক পিসিবির চেয়ারম্যান হওয়ার পর থেকে ধারাবাহিকভাবে জিততে শুরু করেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি। সর্বশেষ ১২টি টি-টোয়েন্টি ম্যাচে জিতেছে ১১টিতে। একই সঙ্গে সাফল্য পাচ্ছে টেস্টেও।

মাঠের ক্রিকেটে দল যখন ভালো করছে, মাঠের বাইরেও দারুণ গোছালো পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিরাপত্তার কারণ দেখিয়ে গত বছর সফরের মাঝপথে ফিরে গিয়েছিল নিউজিল্যান্ড। পরে সফর বাতিল করেছিল ইংল্যান্ড। হুমকির মুখে পড়েছিল পাকিস্তান ক্রিকেট। এ রকম একটা জায়গা থেকে এখন পূর্ণ শক্তির দল নিয়ে পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া। এটিই নিশ্চিতভাবেই পিসিবির কূটনৈতিক সাফল্য। প্রায় আড়াই দশক পর আগামী মার্চে পাকিস্তান সফর করবে অস্ট্রেলিয়া।

তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তানে আসবে অস্ট্রেলিয়া। কিন্তু অস্ট্রেলিয়ান মিডিয়া জানিয়েছে, একই স্টেডিয়ামে তিন টেস্টের সিরিজ খেলতে চায় তারা। এদিকে পিসিবি বিষয়টি অস্বীকার করে বলছে, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব দেওয়া হয়নি। এই সিরিজ খেলতে নিজেদের সেরা খেলোয়াড়দের নিয়েই পাকিস্তান সফরে আসবে অস্ট্রেলিয়া দল। 

মাঠ ও মাঠের বাইরে এই মুহূর্তে দুই রকম ছবি ভারত ও পাকিস্তান ক্রিকেট দলের। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো হারানোর পরেই অনেক ক্রিকেট বিশ্লেষক পাকিস্তান ক্রিকেটের উত্থান দেখেছিলেন। এর প্রায় তিন মাসের মধ্যে সেটিরই ইঙ্গিত দিচ্ছেন বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

কনের বাড়িতে প্রবেশের আগমুহূর্তে হৃদ্‌রোগে বরের মৃত্যু

বগুড়ায় মোবাইল ফোনে কথা বলার সময় ছাদ থেকে পড়ে নার্সিং শিক্ষার্থীর মৃত্যু

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত