ক্রীড়া ডেস্ক
এ বিশ্বকাপই অনেক ক্রিকেটের ক্যারিয়ারের শেষ মঞ্চ। অনেকে হয়তো আরও কিছুদিন খেলে যাবেন, তবে এটিই হয়ে থাকবে শেষ বিশ্বকাপ। সাকিব আল হাসান ও কুইন্টন ডি ককের মতো তারকারা আরও হয়তো কিছুদিন খেলে যাবেন। তবে ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না।
আবার হয়তো অনেকে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানাবেন। তাদের একজন ডেভিড উইলি। ইংলিশ পেসার জানিয়েছেন, বিশ্বকাপ শেষে জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ইংল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণার এক সপ্তাহ পর এই সিদ্ধান্ত ৩৩ বছর বয়সী তারকার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন চুক্তিতে যে নেই উইলি।
সেটিতে বেশ কষ্ট পেয়েছেন তিনি। এক প্রকার অভিমানের সুরেই বললেন, ‘আমি কখনো চাইনি এমন দিন আসুক। ছোটবেলা থেকে শুধু একটি স্বপ্নই দেখেছি, ইংল্যান্ডের হয়ে খেলার। সুতরাং, বেশ সতর্ক চিন্তাভাবনা এবং বিবেচনায়, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে অনুভব করলাম, বিশ্বকাপ শেষে আমার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এসেছে।’
চ্যাম্পিয়ন হিসেবে ভারতে এসে এ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। রাউন্ড রবিনের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে তারা। সেমিফাইনালে খেলার স্বপ্নও কার্যত শেষ। আর বিশ্বকাপে উইলি ৩ ম্যাচে খেলে নিয়েছেন ৫ উইকেট। ব্যাট হাতে নিয়েছেন ৩২ রান। ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর এই বাঁহাতি পেসার ৭০টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন।
এ বিশ্বকাপই অনেক ক্রিকেটের ক্যারিয়ারের শেষ মঞ্চ। অনেকে হয়তো আরও কিছুদিন খেলে যাবেন, তবে এটিই হয়ে থাকবে শেষ বিশ্বকাপ। সাকিব আল হাসান ও কুইন্টন ডি ককের মতো তারকারা আরও হয়তো কিছুদিন খেলে যাবেন। তবে ওয়ানডে বিশ্বকাপে দেখা যাবে না।
আবার হয়তো অনেকে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানাবেন। তাদের একজন ডেভিড উইলি। ইংলিশ পেসার জানিয়েছেন, বিশ্বকাপ শেষে জাতীয় দলের হয়ে আর খেলবেন না। ইংল্যান্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি ঘোষণার এক সপ্তাহ পর এই সিদ্ধান্ত ৩৩ বছর বয়সী তারকার। ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) নতুন চুক্তিতে যে নেই উইলি।
সেটিতে বেশ কষ্ট পেয়েছেন তিনি। এক প্রকার অভিমানের সুরেই বললেন, ‘আমি কখনো চাইনি এমন দিন আসুক। ছোটবেলা থেকে শুধু একটি স্বপ্নই দেখেছি, ইংল্যান্ডের হয়ে খেলার। সুতরাং, বেশ সতর্ক চিন্তাভাবনা এবং বিবেচনায়, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে অনুভব করলাম, বিশ্বকাপ শেষে আমার সমস্ত ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সময় এসেছে।’
চ্যাম্পিয়ন হিসেবে ভারতে এসে এ বিশ্বকাপে ভরাডুবি হয়েছে ইংল্যান্ডের। রাউন্ড রবিনের পয়েন্ট তালিকার একেবারে তলানিতে তারা। সেমিফাইনালে খেলার স্বপ্নও কার্যত শেষ। আর বিশ্বকাপে উইলি ৩ ম্যাচে খেলে নিয়েছেন ৫ উইকেট। ব্যাট হাতে নিয়েছেন ৩২ রান। ২০১৫ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর এই বাঁহাতি পেসার ৭০টি ওয়ানডে ও ৪৩টি টি-টোয়েন্টি খেলেছেন।
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
২ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৪ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৪ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৪ ঘণ্টা আগে