ক্রীড়া ডেস্ক
নারী খেলোয়াড়েরা ইদানীং প্রায়ই কোচের হাতে যৌন হেনস্তার শিকার হচ্ছেন। এবার পাকিস্তানের জাতীয় পর্যায়ের ক্রিকেটে তেমনি এক অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা মেলায় ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোচকে বরখাস্তও করেছে।
অভিযুক্ত কোচের নাম নাদিম ইকবাল। তিনি দক্ষিণ পাঞ্জাবের দল মুলতানের কোচিংয়ে ছিলেন। খেলোয়াড়ি জীবনে নাদিম পেস বোলার হিসেবে বেশ সুপরিচিত ছিলেন। এমনকি সেরা ছন্দে থাকার সময় তাঁকে কিংবদন্তি ওয়াকার ইউনিসের চেয়েও ভালো বোলার মনে করা হতো।
হেনস্তার শিকার ওই নারী ক্রিকেটার পুলিশের কাছে অভিযোগ করেছেন, তিনি কয়েক বছর আগে মুলতানে পিসিবির নারী ক্রিকেটার বাছাইয়ে অংশ নিয়েছিলেন। সেখানে কয়েকজন কোচের মধ্যে নাদিমও ছিলেন।
এক ভিডিও বার্তায় ওই ক্রিকেটার বলেছেন, ‘দলে সুযোগ করে দেওয়ার প্রতিজ্ঞা করে কোচ আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন। এমনকি বোর্ডে চাকরি দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু তিনি সময়ের সঙ্গে সঙ্গে আমার শ্লীলতাহানি করতে থাকেন ও তাঁর বন্ধুদেরকেও যুক্ত করেন। ভিডিও পাঠিয়ে আমাকে ব্ল্যাকমেলও করতে থাকেন।’
এ ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ফৌজদারি মামলার মতো তদন্ত করতে চাই না, যেমনটা পুলিশ করে। তবে কোচ বোর্ডের শর্তাবলি ভঙ্গ করেছেন কি না, তা তদন্ত করছি।’
এর আগেও পিসিবিতে এমন অভিযোগ অনেক এসেছিল। গত বছর এক তরুণী যৌন হেনস্তা ও হুমকির অভিযোগে মামলা করেছিলেন লেগ স্পিনার ইয়াসির শাহ ও তাঁর বন্ধুর বিরুদ্ধে। পরে অবশ্য ওই তরুণী ইয়াসিরের বিরুদ্ধে অভিযোগ তুলে নেন। তবে বন্ধুর বিরুদ্ধে মামলাটি এখনো আদালতে বিচারাধীন।
২০১৪ সালেও পাঁচজন উদীয়মান নারী ক্রিকেটার পিসিবির কাছে মুলতান ক্রিকেট ক্লাবের কোচের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন।
নারী খেলোয়াড়েরা ইদানীং প্রায়ই কোচের হাতে যৌন হেনস্তার শিকার হচ্ছেন। এবার পাকিস্তানের জাতীয় পর্যায়ের ক্রিকেটে তেমনি এক অভিযোগ উঠেছে। অভিযোগের সত্যতা মেলায় ইতিমধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কোচকে বরখাস্তও করেছে।
অভিযুক্ত কোচের নাম নাদিম ইকবাল। তিনি দক্ষিণ পাঞ্জাবের দল মুলতানের কোচিংয়ে ছিলেন। খেলোয়াড়ি জীবনে নাদিম পেস বোলার হিসেবে বেশ সুপরিচিত ছিলেন। এমনকি সেরা ছন্দে থাকার সময় তাঁকে কিংবদন্তি ওয়াকার ইউনিসের চেয়েও ভালো বোলার মনে করা হতো।
হেনস্তার শিকার ওই নারী ক্রিকেটার পুলিশের কাছে অভিযোগ করেছেন, তিনি কয়েক বছর আগে মুলতানে পিসিবির নারী ক্রিকেটার বাছাইয়ে অংশ নিয়েছিলেন। সেখানে কয়েকজন কোচের মধ্যে নাদিমও ছিলেন।
এক ভিডিও বার্তায় ওই ক্রিকেটার বলেছেন, ‘দলে সুযোগ করে দেওয়ার প্রতিজ্ঞা করে কোচ আমার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছিলেন। এমনকি বোর্ডে চাকরি দেওয়ার কথাও বলেছিলেন। কিন্তু তিনি সময়ের সঙ্গে সঙ্গে আমার শ্লীলতাহানি করতে থাকেন ও তাঁর বন্ধুদেরকেও যুক্ত করেন। ভিডিও পাঠিয়ে আমাকে ব্ল্যাকমেলও করতে থাকেন।’
এ ব্যাপারে পিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘আমরা ফৌজদারি মামলার মতো তদন্ত করতে চাই না, যেমনটা পুলিশ করে। তবে কোচ বোর্ডের শর্তাবলি ভঙ্গ করেছেন কি না, তা তদন্ত করছি।’
এর আগেও পিসিবিতে এমন অভিযোগ অনেক এসেছিল। গত বছর এক তরুণী যৌন হেনস্তা ও হুমকির অভিযোগে মামলা করেছিলেন লেগ স্পিনার ইয়াসির শাহ ও তাঁর বন্ধুর বিরুদ্ধে। পরে অবশ্য ওই তরুণী ইয়াসিরের বিরুদ্ধে অভিযোগ তুলে নেন। তবে বন্ধুর বিরুদ্ধে মামলাটি এখনো আদালতে বিচারাধীন।
২০১৪ সালেও পাঁচজন উদীয়মান নারী ক্রিকেটার পিসিবির কাছে মুলতান ক্রিকেট ক্লাবের কোচের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন।
ধারাভাষ্য কক্ষে আতাহার আলী খান বেশ অবাক কণ্ঠে বললেন, ‘বাংলাদেশকে সকালে ব্যাটিং না করতে দেখে বেশ অবাক হয়েছি।’ তাঁর মতো অবাক হয়েছেন বাংলাদেশের অনেক দর্শকই।
১ ঘণ্টা আগেউয়েফা চ্যাম্পিয়নস লিগে সময়টা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। তার ওপর দুঃসংবাদ পেল ক্লাবটি। বাঁ ঊরুর পেশিতে চোট ধরা পড়েছে ভিনিসিয়ুস জুনিয়রের। লম্বা সময় মাঠের বাইরে থাকতে হতে পারে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে। ভিনিসিয়ুসের চোটের ব্যাপারটি জানিয়েছে রিয়াল মাদ্রিদ।
১ ঘণ্টা আগেআলোচনায় থেকেও শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন না মোস্তাফিজুর রহমান। ২০২৫ আইপিএলের মেগা নিলামে এই বাঁহাতি পেসারের ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। আজ জেদ্দায় নিলামের দ্বিতীয় দিনে উঠে তাঁর নামও
২ ঘণ্টা আগেওয়ানডে খেলেছেন ৮ টি, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকই হয়নি। নাম ডাকও তেমন ছিল না। সবশেষ বাংলাদেশ সিরিজই যেন আশীর্বাদ হলো আল্লাহ মোহাম্মদ গজনফারের। নুর আহমেদ-রহমানউল্লাহ গুরবাজদের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দল পেলেন এই রহস্য স্পিনার।
৩ ঘণ্টা আগে