ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি সংস্করণে ইংল্যান্ড কতটা ভয়ংকর, তার প্রমাণ এবারের বিশ্বকাপে পেল ওমান। জস বাটলারদের বিপক্ষে আগে ব্যাটিং করে মাত্র ৪৭ রানে অলআউট হয়েছে তারা। আরেকটু হলে বিব্রতকর রেকর্ডটা নিজেদের নামের পাশেই দেখতে পারত ওমান।
সেই অস্বস্তি থেকে বাঁচলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন দলীয় স্কোরে ঠিকই ৩ নম্বরে জায়গা পেয়েছে ওমান। নেদারল্যান্ডসের সঙ্গে ৩৯ রানে যৌথভাবে শীর্ষে আছে উগান্ডা। এবারের বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই বিব্রতকর রেকর্ডে নাম তুলেছে প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া উগান্ডা।
বিব্রতকর তালিকায় ওমানকে নাম তুলতে বাধ্য করায় বোলিংয়ে ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আদিল রশিদ। ১১ রানে ৪ উইকেট নিয়ে ওমানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন এই লেগ স্পিনার। তাঁর আগে অবশ্য প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার নাড়িয়ে দিয়েছেন দুই পেসার জফরা আর্চার ও মার্ক উড। বাকি ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন দুজনে।
বোলারদের পর ইংল্যান্ডের জয়ের বাকি কাজটুকু সেরেছেন ব্যাটাররা। সেটিও মাত্র ৩ ওভার ১ বলে। ৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। ১০১ বল হাতে রেখে পাওয়া জয়টি সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়। বলের হিসাবে এর আগে সর্বোচ্চ ব্যবধানের জয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯০ বল হাতে রেখে জয় পেয়েছিল লঙ্কানরা।
এ জয়ে নিজেদের আকাশ থেকে কিছুটা কালো মেঘ সরিয়ে ফেলেছে ইংল্যান্ড। নিজেদের প্রথম দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া ইংলিশরা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল। এখন ৩ পয়েন্ট হওয়ায় সেই শঙ্কা যে দূর হয়েছে, তেমনটা অবশ্য নয়। অস্ট্রেলিয়াকে যদি স্কটল্যান্ড হারিয়ে দেয়, তাহলে বাড়ির টিকিটই কাটতে হবে বাটলার-মঈন আলিদের। আর যদি স্কটল্যান্ড হারে, তবে ইংল্যান্ডের সুযোগ থাকবে নেট রানরেট বাড়িয়ে নিয়ে সুপার এইটে যাওয়ার।
ইংল্যান্ড রেকর্ড জয়ে এমন সুযোগ এনে দেওয়ার পরও কিছুটা আক্ষেপ রয়ে গেছে আদিল রশিদের। সেই আক্ষেপ অবশ্য দলীয় নয়, তাঁর ব্যক্তিগত। আর সেটা হচ্ছে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেট না পাওয়ার। ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে বলেছেন, ‘তাদের ৪৭ রানে অলআউট করে আমরা অবিশ্বাস্য বোলিং করেছি। অবদান রাখতে পেরে আমি খুশি। ম্যাচে ৫ উইকেট পেতে উন্মুখ ছিলাম। পাইলে দারুণ হতো। যেহেতু পাইনি, তবু ভালো হয়েছে।’
টি-টোয়েন্টি সংস্করণে ইংল্যান্ড কতটা ভয়ংকর, তার প্রমাণ এবারের বিশ্বকাপে পেল ওমান। জস বাটলারদের বিপক্ষে আগে ব্যাটিং করে মাত্র ৪৭ রানে অলআউট হয়েছে তারা। আরেকটু হলে বিব্রতকর রেকর্ডটা নিজেদের নামের পাশেই দেখতে পারত ওমান।
সেই অস্বস্তি থেকে বাঁচলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন দলীয় স্কোরে ঠিকই ৩ নম্বরে জায়গা পেয়েছে ওমান। নেদারল্যান্ডসের সঙ্গে ৩৯ রানে যৌথভাবে শীর্ষে আছে উগান্ডা। এবারের বিশ্বকাপেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই বিব্রতকর রেকর্ডে নাম তুলেছে প্রথমবার বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া উগান্ডা।
বিব্রতকর তালিকায় ওমানকে নাম তুলতে বাধ্য করায় বোলিংয়ে ইংল্যান্ডের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আদিল রশিদ। ১১ রানে ৪ উইকেট নিয়ে ওমানের ব্যাটিং অর্ডার ধসিয়ে দিয়েছেন এই লেগ স্পিনার। তাঁর আগে অবশ্য প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার নাড়িয়ে দিয়েছেন দুই পেসার জফরা আর্চার ও মার্ক উড। বাকি ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন দুজনে।
বোলারদের পর ইংল্যান্ডের জয়ের বাকি কাজটুকু সেরেছেন ব্যাটাররা। সেটিও মাত্র ৩ ওভার ১ বলে। ৪৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড। ১০১ বল হাতে রেখে পাওয়া জয়টি সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানের জয়। বলের হিসাবে এর আগে সর্বোচ্চ ব্যবধানের জয়ের রেকর্ড ছিল শ্রীলঙ্কার। ২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নেদারল্যান্ডসের বিপক্ষে ৯০ বল হাতে রেখে জয় পেয়েছিল লঙ্কানরা।
এ জয়ে নিজেদের আকাশ থেকে কিছুটা কালো মেঘ সরিয়ে ফেলেছে ইংল্যান্ড। নিজেদের প্রথম দুই ম্যাচে ১ পয়েন্ট পাওয়া ইংলিশরা টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল। এখন ৩ পয়েন্ট হওয়ায় সেই শঙ্কা যে দূর হয়েছে, তেমনটা অবশ্য নয়। অস্ট্রেলিয়াকে যদি স্কটল্যান্ড হারিয়ে দেয়, তাহলে বাড়ির টিকিটই কাটতে হবে বাটলার-মঈন আলিদের। আর যদি স্কটল্যান্ড হারে, তবে ইংল্যান্ডের সুযোগ থাকবে নেট রানরেট বাড়িয়ে নিয়ে সুপার এইটে যাওয়ার।
ইংল্যান্ড রেকর্ড জয়ে এমন সুযোগ এনে দেওয়ার পরও কিছুটা আক্ষেপ রয়ে গেছে আদিল রশিদের। সেই আক্ষেপ অবশ্য দলীয় নয়, তাঁর ব্যক্তিগত। আর সেটা হচ্ছে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫ উইকেট না পাওয়ার। ম্যাচ-সেরার পুরস্কার নিতে এসে বলেছেন, ‘তাদের ৪৭ রানে অলআউট করে আমরা অবিশ্বাস্য বোলিং করেছি। অবদান রাখতে পেরে আমি খুশি। ম্যাচে ৫ উইকেট পেতে উন্মুখ ছিলাম। পাইলে দারুণ হতো। যেহেতু পাইনি, তবু ভালো হয়েছে।’
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
৪ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
৪ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
৬ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
৭ ঘণ্টা আগে