Ajker Patrika

এক পেসার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক দিপুর

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১০: ১৪
এক পেসার নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক দিপুর

সিলেট টেস্টে নিজের প্রত্যাশামতো টস জিতলেন নাজমুল হোসেন শান্ত। গতকাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক জানিয়েছিলেন, এই টেস্টে টসটা খুব গুরুত্বপূর্ণ। স্পিন-সহায়ক উইকেটের আভাস মিলেছে গতকালই। তাই উইকেট ভালো থাকা অবস্থায় প্রথম দিনের কয়েকটা সেশন ব্যাটিংয়ে কাজে লাগাতে চান শান্তরা। 

তাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। একাদশে একজন বোলার কমিয়ে, ব্যাটার বেশি নিয়ে খেলছে স্বাগতিকেরা। তিন স্পিনার ও এক পেসার নিয়ে মাঠে নামছে তারা। তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ আছেন স্পিন আক্রমণে। পেস বোলার একমাত্র শরীফুল ইসলাম আছেন একাদশে। 

বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেক হচ্ছে ব্যাটার শাহাদাত হোসেন দিপুর। সর্বশেষ আফগানিস্তান সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ হয়নি তাঁর। নুরুল হোসেন সোহান আছেন একাদশে। টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দলের প্রথম সিরিজ এটি। 

নিউজিল্যান্ড অবশ্য দুই পেসার নিয়েই খেলছে। পাশাপাশি লেগ স্পিনার ইশ সোদি, স্পিনার এজাজ প্যাটেল, স্পিন অলরাউন্ডার হেনরি নিকোলস ও গ্লেন ফিলিপসকে নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে সফরকারীরা।

বাংলাদেশের একাদশ: 
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাহাদাত হোসেন দিপু, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, শরীফুল ইসলাম। 

নিউজিল্যান্ডের একাদশ:  
টিম সাউদি (অধিনায়ক), কেন উইলিয়ামসন, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), হেনরি নিকোলস, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, ইশ সোধি, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, এজাজ প্যাটেল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত