এবার ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব, কাঁপালেন শরীফুল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১২: ৫৩
Thumbnail image

অলরাউন্ডার সাকিব আল হাসান আবার কোথায় যেন মিলিয়ে গেলেন। বোলিংটা ভালো হলেও ব্যাটিংয়ে ছন্দে নেই সাকিব। বাংলাদেশের তারকা অলরাউন্ডার এবার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।

ব্রাম্পটনের সিএএ সেন্টারে গত রাতে বাংলা টাইগার্স মিসিসাউগার প্রতিপক্ষ ছিল সারে জাগুয়ার্স। এই ম্যাচে দুই বাংলাদেশি সাকিব ও শরীফুল ইসলাম দুর্দান্ত বোলিং করেছেন। শরীফুল ৪ ওভারে ১১ রানে নেন ৩ উইকেট। সাকিব ২ উইকেট নিতে খরচ করেছেন ২১ রান। তিনিও ৪ ওভার বোলিং করেছেন। ব্যাটিংয়ে ৭ বলে ১ রান করে আউট হয়েছেন।

সাকিবের মিশ্র পারফরম্যান্সের দিনে বাংলা টাইগার্স জিতেছে ‘লো স্কোরিং থ্রিলার'। সারে জাগুয়ার্স ১০২ রানের লক্ষ্য দিলেও সেটা তাড়া করে জিততে ঘাম ছুটে গেছে বাংলা টাইগার্সের। ১৯ ওভার পর্যন্ত খেলে সাকিবের নেতৃত্বাধীন বাংলা টাইগার্স খুইয়েছে ৬ উইকেট। আবারও ম্যাচ-সেরা হয়েছেন ডেভিড ভিসে। এবার তিনি ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগেই অবদান রেখেছেন। ১৯ বলে ১ চার ও ২ ছক্কায় ২৭ রান করে অপরাজিত থাকেন। ৪ ওভার বোলিংয়ে ১৭ রানে নিয়েছেন ২ উইকেট। দুটি ক্যাচও ধরেছেন নামিবিয়ার এই অলরাউন্ডার।
  
৪ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বাংলা টাইগার্স। চার ম্যাচে তিন জয়ে এখন তাদের ৬ পয়েন্ট, নেট রানরেট ‍-০.০০৯। নিজেদের প্রথম ম্যাচ হারের পর হ্যাটট্রিক ম্যাচ জিতলেন সাকিব-শরীফুলরা। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মন্ট্রিয়ল টাইগার্সেরও পয়েন্ট ৬। তাদের নেট রানরেট ‍+১.৪১৭। তিন ম্যাচের তিনটিই তারা জিতেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত