আবারও মিরপুরে হট্টগোল, এবার বিপিএলের টিকিট বুথে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৫: ৫৫
Thumbnail image
মিরপুরে আজ টিকিট বুথে আগুন দেওয়া হয়েছে। ছবি: আজকের পত্রিকা

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হামলার ঘটনা এবারের বিপিএলে খুবই পরিচিত। ৩০ ডিসেম্বর ম্যাচ শুরুর দিনই বিসিবিতে আগুন দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও উত্তপ্ত হয়েছে মিরপুরের পরিস্থিতি।

টিকিট না পেয়ে বিক্ষুব্ধ জনতা আজ দুপুর ১২টায় সুইমিংপুলের ২ নম্বর গেটে একটি টিকিট বুথে আগুন দিয়েছে দর্শক। অনলাইনে যাঁরা টিকিট কাটতে পারছেন না, তাঁদের জন্যই মূলত টিকিট বিক্রি করা হচ্ছিল এই বুথ থেকে। শুধু তাই নয়, সুইমিংপুল কমপ্লেক্সে ভাঙচুরও চালিয়েছেন ভক্ত-সমর্থকেরা। দর্শকদের ক্ষোভ, টিকিটের দাম বেশি কেন? পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী, পুলিশ আসে ঘটনাস্থলে। এরপর বিক্ষুব্ধ জনতা চলে যায় স্টেডিয়ামের ৫ নম্বর গেটে। হট্টগোলের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

মিরপুরে হামলার দিনও আজ নির্ধারিত ১টা ৩০ মিনিটে শুরু হয়েছে দুর্বার রাজশাহী-ঢাকা ক্যাপিটালস ম্যাচ। টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেসারা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮ ওভারে ২ উইকেটে ৬৯ রান করেছে দলটি।

অনলাইন থেকেই এবারের বিপিএলের টিকিট কেনা যাচ্ছে। পাশাপাশি মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও পাওয়া যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট কেনার ব্যবস্থা করে বিসিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত