নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্বাসরুদ্ধকর ম্যাচে গতকাল বাংলাদেশের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। ক্রিকেটপ্রেমীদের কাছে অবশ্য এই ম্যাচে হারেনি কোনো দলই!রোমাঞ্চভরা ম্যাচ উপভোগ করেছেন সবাই। যে ম্যাচে আলাদাভাবে নজর কেড়েছেন বাংলাদেশের অভিষিক্ত তরুণ ক্রিকেটার জাকের আলী অনিক।
শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারালেও জাকের ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটির কল্যাণে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। ৩৪ বলে ২০০ স্ট্রাইকরেটে অভিষেক ম্যাচে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন জাকের। আজ সিলেটে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সাবেক শ্রীলঙ্কান গ্রেট সনাৎ জয়াসুরিয়াও।
জয়াসুরিয়ার নতুন ভূমিকা শ্রীলঙ্কা ক্রিকেটের পরামর্শক। জাকেরের ব্যাটিং নিয়ে সিলেটে সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘আমি অল্প সময় দেখেছি (জাকেরের ব্যাটিং), বাংলাদেশ ভালোভাবে লড়াইয়ে ফিরেছিল। তাদের ব্যাটাররাও ভালো ব্যাটিং করেছে। কিন্তু চাপের মুহূর্তে ভালো বোলিং করেছে দাসুন শানাকা।’
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। কিন্তু ৮ রানের বেশি দেননি শানাকা। জয়াসুরিয়ার মতে, সিরিজ জয়ের পথে এখন শ্রীলঙ্কাই এগিয়ে আছে। তিনি বললেন, ‘এটা ভালো একটা ম্যাচ ছিল। ভালো খেলেছে, ভালো ব্যাটিং করেছে ব্যাটাররা। হ্যাঁ, আমি মনে করি (সিরিজ জিতবে)। তারা (শ্রীলঙ্কা) ভালো করছে। ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করে ভালো স্কোর গড়ে বাংলাদেশকে চাপে ফেলেছে।’
শেষ দিকে চরিত আসালাঙ্কার ২১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে ২০৬ রানের বড় স্কোর পায় শ্রীলঙ্কা। জয়াসুরিয়া কৃতিত্ব দিয়েছেন সব ব্যাটারকেই, ‘হ্যাঁ সে ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি, আমাদের ব্যাটাররা সবাই ভালো করেছে।’
জয়াসুরিয়া অবশ্য এটাও জানিয়ে রেখেছেন, নিজেদের কন্ডিশনে বাংলাদেশও পরের ম্যাচে কামব্যাক করতে পারে। সেই সুযোগ আছে তাদেরও। শ্রীলঙ্কা ক্রিকেটের এই পরামর্শক বলেন, ‘তারা (বাংলাদেশ) নিজেদের কন্ডিশনে খেলছে। যেকোনো সময় তারা ভালো করতে পারে।’
শ্বাসরুদ্ধকর ম্যাচে গতকাল বাংলাদেশের বিপক্ষে ৩ রানের জয় পেয়েছে শ্রীলঙ্কা। ক্রিকেটপ্রেমীদের কাছে অবশ্য এই ম্যাচে হারেনি কোনো দলই!রোমাঞ্চভরা ম্যাচ উপভোগ করেছেন সবাই। যে ম্যাচে আলাদাভাবে নজর কেড়েছেন বাংলাদেশের অভিষিক্ত তরুণ ক্রিকেটার জাকের আলী অনিক।
শুরুতে দ্রুত কয়েকটি উইকেট হারালেও জাকের ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটির কল্যাণে ম্যাচ জমিয়ে তোলে বাংলাদেশ। ৩৪ বলে ২০০ স্ট্রাইকরেটে অভিষেক ম্যাচে ৬৮ রানের অসাধারণ এক ইনিংস খেলেছেন জাকের। আজ সিলেটে নেমে বাংলাদেশের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন সাবেক শ্রীলঙ্কান গ্রেট সনাৎ জয়াসুরিয়াও।
জয়াসুরিয়ার নতুন ভূমিকা শ্রীলঙ্কা ক্রিকেটের পরামর্শক। জাকেরের ব্যাটিং নিয়ে সিলেটে সংবাদমাধ্যমকে তিনি বললেন, ‘আমি অল্প সময় দেখেছি (জাকেরের ব্যাটিং), বাংলাদেশ ভালোভাবে লড়াইয়ে ফিরেছিল। তাদের ব্যাটাররাও ভালো ব্যাটিং করেছে। কিন্তু চাপের মুহূর্তে ভালো বোলিং করেছে দাসুন শানাকা।’
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ১২ রান। কিন্তু ৮ রানের বেশি দেননি শানাকা। জয়াসুরিয়ার মতে, সিরিজ জয়ের পথে এখন শ্রীলঙ্কাই এগিয়ে আছে। তিনি বললেন, ‘এটা ভালো একটা ম্যাচ ছিল। ভালো খেলেছে, ভালো ব্যাটিং করেছে ব্যাটাররা। হ্যাঁ, আমি মনে করি (সিরিজ জিতবে)। তারা (শ্রীলঙ্কা) ভালো করছে। ব্যাটাররা দায়িত্বশীল ব্যাটিং করে ভালো স্কোর গড়ে বাংলাদেশকে চাপে ফেলেছে।’
শেষ দিকে চরিত আসালাঙ্কার ২১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংসে ২০৬ রানের বড় স্কোর পায় শ্রীলঙ্কা। জয়াসুরিয়া কৃতিত্ব দিয়েছেন সব ব্যাটারকেই, ‘হ্যাঁ সে ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি, আমাদের ব্যাটাররা সবাই ভালো করেছে।’
জয়াসুরিয়া অবশ্য এটাও জানিয়ে রেখেছেন, নিজেদের কন্ডিশনে বাংলাদেশও পরের ম্যাচে কামব্যাক করতে পারে। সেই সুযোগ আছে তাদেরও। শ্রীলঙ্কা ক্রিকেটের এই পরামর্শক বলেন, ‘তারা (বাংলাদেশ) নিজেদের কন্ডিশনে খেলছে। যেকোনো সময় তারা ভালো করতে পারে।’
২০২৫, ২০২৬, ২০২৭-তিন আইপিএলের সূচি জানা গেছে গত রাতেই। সূচি ঘোষণার কয়েক ঘণ্টা পর জানা গেল আইপিএলের সঙ্গে ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ঐতিহাসিক টেস্টের সূচি। কারণ, ২০২৭ আইপিএল চলার সময়ই মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হবে ১৫০ বছর পূর্তির এই টেস্ট ম্যাচ।
১ ঘণ্টা আগেমেঘনা ব্যাংক ঢাকা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে সহিংসতার জেরে কঠোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঢাকা মেট্রোপলিস ক্রিকেট কমিটি (সিসিডিএম) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৮ খেলোয়াড় ও ১ দল কর্মকর্তাকে এক বছর নিষিদ্ধ এবং আর্থিক জরিমানা প্রদান করেছে।
২ ঘণ্টা আগেভারতীয় ক্রিকেট দল উল্লাস করতে ব্যস্ত। কিন্তু বিরাট কোহলির কারণে মুহূর্তেই তা হরিষে বিষাদে পরিণত হয়। কারণ, তিনি সংকেত দিয়েছেন যে ক্যাচটা তিনি মিস করেছেন। এমন লোপ্পা ক্যাচ কোহলির হাতছাড়া করাটা বিশ্বাসই করতে পারেননি জসপ্রীত বুমরা-লোকেশ রাহুলরা।
২ ঘণ্টা আগেচোটে পড়ায় মুশফিকুর রহিম নেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে। সাকিব আল হাসানের ঘটনা আবার ভিন্ন। নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও পাওয়া যাবে না টেস্ট সিরিজে। একগাদা তারকা খেলোয়াড় না থাকার পরও দুশ্চিন্তা নেই বাংলাদেশের নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের।
৩ ঘণ্টা আগে