ক্রীড়া ডেস্ক
মাত্র ১০০ বলের ক্রিকেট, তাতেই সেঞ্চুরি করে দেখালেন উইল স্মিড। সেই সঙ্গে রেকর্ড বইয়ে ঢুকে গেলেন ২০ বছর বয়সী ইংলিশ ব্যাটার। সীমিত ওভারের ক্রিকেটের এই সংস্করণের প্রথম সেঞ্চুরিয়ান স্মিড।
‘দ্য হান্ড্রেড’ নামে ইংল্যান্ডের ১০০ বলের নতুন ফরম্যাটের ক্রিকেট শুরু হয় গত বছর। দ্বিতীয় আসরেই মিলল এই ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ানের দেখা। গত আসরের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভের বিপক্ষে ইনিংসের ৯৯তম বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন বার্মিংহাম ফিনিক্সের ওপেনার স্মিড। এর জন্য তাঁকে খেলতে হয়েছে ৪৯ বল।
স্মিড ৫০ বলে ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৬টি ছয়ে। স্ট্রাইক রেট ২০২.০০। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। দ্য হান্ড্রেডে আগের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরটি ছিল লিয়াম লিভিংস্টোনের। উদ্বোধনী আসরে লিডসে বার্মিংহাম ফিনিক্সের হয়ে নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে ৪০ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। সতীর্থের রেকর্ডটি ভাঙলেন স্মিড।
গতকাল বুধবার এজবাস্টনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন স্মিড। তাঁর সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৭৬ রান করে ফিনিক্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৮৫ বলে ১২৩ রান করে থামে সাউদার্ন ব্রেভ। ইংলিশ পেসার হেনরি ব্রুকস একাই নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন কেন রিচার্ডসন। এই জয়ে পয়েন্টের খাতা খুলল ফিনিক্স। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে মঈন আলীর দল। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রেভ।
মাত্র ১০০ বলের ক্রিকেট, তাতেই সেঞ্চুরি করে দেখালেন উইল স্মিড। সেই সঙ্গে রেকর্ড বইয়ে ঢুকে গেলেন ২০ বছর বয়সী ইংলিশ ব্যাটার। সীমিত ওভারের ক্রিকেটের এই সংস্করণের প্রথম সেঞ্চুরিয়ান স্মিড।
‘দ্য হান্ড্রেড’ নামে ইংল্যান্ডের ১০০ বলের নতুন ফরম্যাটের ক্রিকেট শুরু হয় গত বছর। দ্বিতীয় আসরেই মিলল এই ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ানের দেখা। গত আসরের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভের বিপক্ষে ইনিংসের ৯৯তম বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন বার্মিংহাম ফিনিক্সের ওপেনার স্মিড। এর জন্য তাঁকে খেলতে হয়েছে ৪৯ বল।
স্মিড ৫০ বলে ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৬টি ছয়ে। স্ট্রাইক রেট ২০২.০০। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। দ্য হান্ড্রেডে আগের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরটি ছিল লিয়াম লিভিংস্টোনের। উদ্বোধনী আসরে লিডসে বার্মিংহাম ফিনিক্সের হয়ে নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে ৪০ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। সতীর্থের রেকর্ডটি ভাঙলেন স্মিড।
গতকাল বুধবার এজবাস্টনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন স্মিড। তাঁর সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৭৬ রান করে ফিনিক্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৮৫ বলে ১২৩ রান করে থামে সাউদার্ন ব্রেভ। ইংলিশ পেসার হেনরি ব্রুকস একাই নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন কেন রিচার্ডসন। এই জয়ে পয়েন্টের খাতা খুলল ফিনিক্স। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে মঈন আলীর দল। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রেভ।
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ কে জিতবে তা সময়ই বলবে, তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম তো পারলে বলেই ফেলেন—‘গত মাসেই তো ওদের লাহোরে হারালাম।’
২৯ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১২ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১৩ ঘণ্টা আগে