Ajker Patrika

১০০ বলের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে দেখালেন স্মিড

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ আগস্ট ২০২২, ১২: ২৭
১০০ বলের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি করে দেখালেন স্মিড

মাত্র ১০০ বলের ক্রিকেট, তাতেই সেঞ্চুরি করে দেখালেন উইল স্মিড। সেই সঙ্গে রেকর্ড বইয়ে ঢুকে গেলেন ২০ বছর বয়সী ইংলিশ ব্যাটার। সীমিত ওভারের ক্রিকেটের এই সংস্করণের প্রথম সেঞ্চুরিয়ান স্মিড। 

‘দ্য হান্ড্রেড’ নামে ইংল্যান্ডের ১০০ বলের নতুন ফরম্যাটের ক্রিকেট শুরু হয় গত বছর। দ্বিতীয় আসরেই মিলল এই ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ানের দেখা। গত আসরের চ্যাম্পিয়ন সাউদার্ন ব্রেভের বিপক্ষে ইনিংসের ৯৯তম বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন বার্মিংহাম ফিনিক্সের ওপেনার স্মিড। এর জন্য তাঁকে খেলতে হয়েছে ৪৯ বল। 

স্মিড ৫০ বলে ১০১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। তাঁর ঝোড়ো ইনিংসটি সাজানো ছিল ৮টি চার ও ৬টি ছয়ে। স্ট্রাইক রেট ২০২.০০। ম্যাচ-সেরাও হয়েছেন তিনি। দ্য হান্ড্রেডে আগের ব্যক্তিগত সর্বোচ্চ স্কোরটি ছিল লিয়াম লিভিংস্টোনের। উদ্বোধনী আসরে লিডসে বার্মিংহাম ফিনিক্সের হয়ে নর্দার্ন সুপারচার্জার্সের বিপক্ষে ৪০ বলে ৯২ রানের ইনিংস খেলেন তিনি। সতীর্থের রেকর্ডটি ভাঙলেন স্মিড। 

গতকাল বুধবার এজবাস্টনে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন স্মিড। তাঁর সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৭৬ রান করে ফিনিক্স। লক্ষ্য তাড়া করতে নেমে ৮৫ বলে ১২৩ রান করে থামে সাউদার্ন ব্রেভ। ইংলিশ পেসার হেনরি ব্রুকস একাই নেন ৫ উইকেট। ৩ উইকেট নেন কেন রিচার্ডসন। এই জয়ে পয়েন্টের খাতা খুলল ফিনিক্স। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তালিকার তিনে মঈন আলীর দল। সমান ম্যাচে ২ পয়েন্ট নিয়ে ছয়ে ব্রেভ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত