শান্তদের সেই কাঁপাকাঁপি, ভাগ্যিস মাহমুদউল্লাহ ছিলেন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৮ জুন ২০২৪, ১৭: ৩৬
Thumbnail image

শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকিয়ে দলের জয়ের কাজটা সহজ করে রেখেছিল বাংলাদেশের বোলাররা। চার-ছক্কার এই যুগে লক্ষ্যটা এখন খুব বড় না। কিন্তু আজ ডালাসে এই রান তাড়া করতেই হাঁসফাঁস উঠে যায় বাংলাদেশের। 

যে ম্যাচ অনেক বড় ব্যবধানে জেতার কথা ছিল সেটাই শেষে ২ উইকেটে জিতল বাংলাদেশ। সেটিও আবার ম্যাচকে টান টান করে। এমনটা হওয়ার কথা ছিল না, যদি বাংলাদেশের টপ অর্ডার শুরুতে ধসে না যেতে। কিন্তু ছন্দে ফেরার সুযোগ পাওয়ার ম্যাচে নিজেদের ‘ধারাবাহিকতাই’ বজায় রাখলেন সৌম্য সরকার-নাজমুল হাসান শান্তরা। বরাবরের মতোই দলকে চাপে ফেলে দ্রুত ড্রেসিংরুমের দিকে ছুটলেন তাঁরা। 

শ্রীলঙ্কার স্লিঙ্গা স্টাইলের পেসার নুয়ান তুষারার বোলিংয়ে কাঁপাকাঁপি করছিলেন সৌম্য–শান্তরা। সবশেষ তিন ইনিংসের মধ্যে দুটিতে শূন্য রানে আউট হলেন সৌম্য। বাঁহাতি ওপেনারের শূন্যের বিপরীতে ৭ রানে আউট হয়েছেন অধিনায়ক শান্ত। যখন দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার কথা তখন তিনি দ্রুত আউট হয়ে দলকে চাপে রেখে যাচ্ছেন। শান্ত-সৌম্যর কাতারেই ছিলেন লিটন দাসও। তবে আজ ডালাসে ব্যতিক্রম ছিলেন উইকেটরক্ষক ব্যাটার।

আজকের আগে ব্যাটিংয়ে নেমেছেন এমন দুই ইনিংসে লিটনের স্কোর ছিল ১২ ও ১৪। তবে ম্যাচ আগের দুই ইনিংসের যোগফলকেও ছাড়িয়ে গেছেন তিনি। ৩৬ রান করে যেন ছন্দে ফেরার ইঙ্গিত দিয়ে রাখলেন উইকেটরক্ষক ব্যাটার। তবে ইঙ্গিত দিয়ে রাখলেও মাঠে থেকে দলকে জয় এনে দিতে পারেননি। 

বাংলাদেশের জয়ের নায়ক মাহমুদউল্লাহর সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ছবি: মাহমুদউল্লাহর ফেসবুক থেকে

আউট হওয়ার আগে অবশ্য তাওহিদ হৃদয়কে নিয়ে দলের জয়ের ভিত গড়ে দিয়েছেন লিটন। ২৮ রানে ৩ উইকেট হারিয়ে দল যখন ধুঁকছিল তখন চতুর্থ উইকেটে দুজনে মিলে ৬৮ রানের জুটি গড়েন। তাতে লিটনের মাত্র ১৮ রানের অবদান থাকলেও ওই সময় পিচে না দাঁড়ালে হয়তো জয়টা পাওয়া হতো না। তবে ২০ বলে ৪০ রান করা হৃদয় ম্যাচের গুরুত্বপূর্ণ ইনিংসটি খেলেছেন।

২০০.০০ স্ট্রাইকরেটের দুর্দান্ত ইনিংসটির পূর্ণতা হৃদয় নিজে দিতে না পারলেও তা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের পুরোনো যোদ্ধা মাহমুদউল্লাহ রিয়াদ। ভাগ্যিস তিনি আজকেও শ্রীলঙ্কার বিপক্ষে ছিলেন। অন্যথা, মাথা নিচু করে ডালাসের মাঠ ছাড়তে হতো পুরো বাংলাদেশকে। অপরাজিত ১৬ রানের ইনিংসটি খুব বড় না হলেও তাঁর এই ইনিংসেই বাংলাদেশের বিজয় এসেছে।

অন্যরা যখন আসা-যাওয়ার মিছিলে তখন ‘বটগাছের’ মতো ডালাসের উইকেটে দাঁড়িয়ে মাহমুদউল্লাহ। যেন বাংলাদেশকে আশ্বাস দিচ্ছেন ব্যাট হাতে এখনো আমি ঠায় দাঁড়িয়ে আছি, ভয় নেই! বাংলাদেশি ব্যাটারের ওপর সমর্থকদের যে বিশ্বাস সেটা পরে তিনি নষ্টও হতে দেননি। অতীতের মতো এবারও ঠিক বীরের কাজটা করেই মাঠ ছাড়লেন। দলকে জিতিয়ে যখন মাঠ ছাড়ছিলেন তখন বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে যেন ম্যাচ জয়ের নায়ককে বললেন, এবার আমার ভারটাও তুমি তোমার কাঁধে নাও।

টি২০ বিশ্বকাপ ক্রিকেট সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত