ক্রীড়া ডেস্ক
রোমাঞ্চ, বিতর্ক, উত্তাপ—কী নেই এবারের অ্যাশেজে। বিশেষ করে লন্ডনে এসব ঘটনা বেশিই ঘটছে। আলোচিত ঘটনাগুলো হচ্ছে লন্ডনের ভেন্যুগুলোতে।
লন্ডনের ওভালে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের শেষ দিনের খেলা চলছে। গত পরশু (তৃতীয় দিন) গ্যালারিতে ক্রিকেটার-দর্শকের হালকা কথা কাটাকাটি হয়েছে। দ্বিতীয় ইনিংসের ৯ উইকেটে ৩৮৯ রানের খেলা তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। সেদিন ম্যাচ শেষে গ্যালারিতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মারনাস লাবুশেনকে উদ্দেশ্য করে এক ইংলিশ দর্শককে বলতে শোনা গেছে, ‘আপনি বোরিং (বিরক্তিকর)।’
কথাটা কানে এলে দাঁড়িয়ে যান লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি কিছু বলেছেন?’ লাবুশেনের পেছনে ছিলেন উসমান খাজা। দর্শক ও লাবুশেনের মাঝে হস্তক্ষেপ করেন খাজা এবং অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার দর্শককে শান্ত হতে বলেন। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক পিটার ম্যাককরমিকের ভিডিওতে দেখা গেছে সেদিনের ঘটনা।
এর আগে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট বেশ উত্তাপ ছড়িয়েছিল। লাঞ্চের আগে জনি বেয়ারস্টোর স্টাম্পিং আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটি হয়েছে। এমসিসির তিন সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
রোমাঞ্চ, বিতর্ক, উত্তাপ—কী নেই এবারের অ্যাশেজে। বিশেষ করে লন্ডনে এসব ঘটনা বেশিই ঘটছে। আলোচিত ঘটনাগুলো হচ্ছে লন্ডনের ভেন্যুগুলোতে।
লন্ডনের ওভালে আজ অ্যাশেজের পঞ্চম টেস্টের শেষ দিনের খেলা চলছে। গত পরশু (তৃতীয় দিন) গ্যালারিতে ক্রিকেটার-দর্শকের হালকা কথা কাটাকাটি হয়েছে। দ্বিতীয় ইনিংসের ৯ উইকেটে ৩৮৯ রানের খেলা তৃতীয় দিনের খেলা শেষ করেছিল ইংল্যান্ড। সেদিন ম্যাচ শেষে গ্যালারিতে যাচ্ছিলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। মারনাস লাবুশেনকে উদ্দেশ্য করে এক ইংলিশ দর্শককে বলতে শোনা গেছে, ‘আপনি বোরিং (বিরক্তিকর)।’
কথাটা কানে এলে দাঁড়িয়ে যান লাবুশেন। অস্ট্রেলিয়ার এই ব্যাটার পাল্টা প্রশ্ন করেন, ‘আপনি কি কিছু বলেছেন?’ লাবুশেনের পেছনে ছিলেন উসমান খাজা। দর্শক ও লাবুশেনের মাঝে হস্তক্ষেপ করেন খাজা এবং অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার দর্শককে শান্ত হতে বলেন। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক পিটার ম্যাককরমিকের ভিডিওতে দেখা গেছে সেদিনের ঘটনা।
এর আগে লর্ডসে অ্যাশেজের দ্বিতীয় টেস্ট বেশ উত্তাপ ছড়িয়েছিল। লাঞ্চের আগে জনি বেয়ারস্টোর স্টাম্পিং আউট নিয়ে শুরু হয় বিতর্ক। এরপর লাঞ্চ বিরতিতে যাওয়ার সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উদ্দেশ্য করে লর্ডসের গ্যালারি থেকে এসেছে দুয়োধ্বনি। যার রেশ বজায় থেকেছে লর্ডসের লং রুমেও। টেলিভিশন ফুটেজে দেখা গেছে, এমসিসির সদস্যদের সঙ্গে খাজা ও ডেভিড ওয়ার্নারের কথা কাটাকাটি হয়েছে। এমসিসির তিন সদস্যকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল।
সেন্ট কিটসে আজ রাতে শুরু হচ্ছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ নারী ক্রিকেট দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। নিগার সুলতানা জ্যোতিদের জন্য এই সিরিজটি গুরুত্বপূর্ণ। কারণ, এ বছর হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার শেষ সুযোগ বাংলাদেশের জন্য এটাই। জ্যোতিরাও ভিন্ন কিছু ভাবছে না।
৩৮ মিনিট আগেমাঠের চেয়ে বাইরের ঘটনায় নেইমার আলোচনায় থাকেন বেশি। বিতর্কিত ঘটনায় প্রায়ই খবরের শিরোনাম হয়ে থাকেন ব্রাজিলের এই ফরোয়ার্ড। এবার তিনি আলোচনায় এসেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার রিভালদোকে নিয়ে কথা বলে। দুই ফুটবলারের তর্কযুদ্ধ এখন ‘টক অব দ্য টাউন’।
১ ঘণ্টা আগেমুলতানে পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে উইকেট পড়ছে মুড়ি-মুড়কির মতো। আজ চলছে তৃতীয় দিনের খেলা। এরই মধ্যে পড়েছে ৩১ উইকেট। ২৫১ রানের লক্ষ্যে নেমে ওয়েস্ট ইন্ডিজ হারিয়েছে ১ উইকেট। ক্যারিবীয়দের জিততে এখনো প্রয়োজন ২৩০ রান। এছাড়া বিপিএলের দুটি ম্যাচ রয়েছে। ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগার...
২ ঘণ্টা আগেলিওনেল মেসিদের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কিন্তু মেসি যে ম্যাচে থাকবেন, সেখানে ম্যাজিক না হয়ে কী করে পারে! জাদুটা মেসি দেখাননি। ম্যাচের শেষের দিকে দুর্দান্ত এক গোল করেন ইন্টার মায়ামির টমাস আভিলেস। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে মায়ামি।
২ ঘণ্টা আগে