ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পরশু শুরু হচ্ছে বিশ্বকাপ। আর পাকিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচের আগে এই মাঠে আজ শেষ প্রস্তুতি ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বিশ্বকাপ শুরুর তিন দিন আগে আজ প্রস্তুতি ম্যাচে খেলছেন না বাবর। মূল টুর্নামেন্ট শুরুর আগে চোটের ঝুঁকির কথা মাথায় রেখেই হয়তো তাঁকে (বাবর) খেলাচ্ছে না পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বাবরের পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন শাদাব খান। টস করার সময় সতীর্থ বাবরকে নিয়ে মজা করেছেন শাদাব। পাকিস্তানের লেগস্পিনার বলেন, ‘বাবর সুস্থ আছে। সে বিশ্রাম নিচ্ছে। রিজওয়ানও বিশ্রাম নিচ্ছে। আমি বাবরকে দিয়ে ফিল্ডিং করাব ও পানি টানাব (হাসি)। আমি তেমন ধরনের অধিনায়ক।’
হায়দরাবাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান। পাকিস্তানের দেওয়া ৩৪৬ রানের লক্ষ্য ৩৮ বল হাতে রেখে জিতে যায় কিউইরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ জিতে আত্মবিশ্বাস বিশ্বকাপে নিয়ে যেতে চান শাদাব, ‘আমরা দল হিসেবে জিতি বা হারি। জেতা একটা অভ্যাস। আমরা জিততে চাই। এখান থেকে আত্মবিশ্বাস পাওয়াটা জরুরি।’
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ৩২.৪ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করেছে অজিরা। গ্লেন ম্যাক্সওয়েল ২৫ রানে ও ক্যামেরন গ্রিন ১ রানে ব্যাটিং করছেন। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন উসামা মীর।
ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পরশু শুরু হচ্ছে বিশ্বকাপ। আর পাকিস্তানের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে শুক্রবার হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে। সেই ম্যাচের আগে এই মাঠে আজ শেষ প্রস্তুতি ম্যাচ খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
বিশ্বকাপ শুরুর তিন দিন আগে আজ প্রস্তুতি ম্যাচে খেলছেন না বাবর। মূল টুর্নামেন্ট শুরুর আগে চোটের ঝুঁকির কথা মাথায় রেখেই হয়তো তাঁকে (বাবর) খেলাচ্ছে না পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। বাবরের পরিবর্তে নেতৃত্ব দিচ্ছেন শাদাব খান। টস করার সময় সতীর্থ বাবরকে নিয়ে মজা করেছেন শাদাব। পাকিস্তানের লেগস্পিনার বলেন, ‘বাবর সুস্থ আছে। সে বিশ্রাম নিচ্ছে। রিজওয়ানও বিশ্রাম নিচ্ছে। আমি বাবরকে দিয়ে ফিল্ডিং করাব ও পানি টানাব (হাসি)। আমি তেমন ধরনের অধিনায়ক।’
হায়দরাবাদেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলেছে পাকিস্তান। পাকিস্তানের দেওয়া ৩৪৬ রানের লক্ষ্য ৩৮ বল হাতে রেখে জিতে যায় কিউইরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ জিতে আত্মবিশ্বাস বিশ্বকাপে নিয়ে যেতে চান শাদাব, ‘আমরা দল হিসেবে জিতি বা হারি। জেতা একটা অভ্যাস। আমরা জিততে চাই। এখান থেকে আত্মবিশ্বাস পাওয়াটা জরুরি।’
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। এখন পর্যন্ত ৩২.৪ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করেছে অজিরা। গ্লেন ম্যাক্সওয়েল ২৫ রানে ও ক্যামেরন গ্রিন ১ রানে ব্যাটিং করছেন। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন উসামা মীর।
ব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
১ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের প্রথম বলেই জাস্টিন গ্রিভসের বিপক্ষে কট বিহাইন্ডের আবেদন করেছিলেন হাসান মাহমুদ। বাংলাদেশি পেসার সেই আবেদনে হতাশ হলেও উইকেটের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। দিনের পঞ্চম বলেই উইকেটরক্ষক জশুয়া ডি সিলভাকে (১৪) এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন তিনি।
২ ঘণ্টা আগে