Ajker Patrika

ইংল্যান্ডের কোচ হওয়ার সময় এখনো আসেনি মরগানের

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের কোচ হওয়ার সময় এখনো আসেনি মরগানের

কোচদের চাকরি যে বড়ই অনিশ্চয়তার। বিশেষ করে দল যদি মেজর টুর্নামেন্টে খারাপ করে, তাহলে তো তাদের চাকরি হারানোর গুঞ্জন চলছে নিয়মিত। ইংল্যান্ডের সীমিত ওভারের ক্রিকেটে ম্যাথু মটের পরিবর্তে এউইন মরগানের কোচ হওয়ার ব্যাপারে চলছে আলাপ-আলোচনা।

২৯ জুন বার্বাডোজের ফাইনাল দিয়ে শেষ হয় ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ। শিরোপা রক্ষার লড়াইয়ে খেলতে নামা ইংল্যান্ড বিদায় নেয় সেমিফাইনালে ভারতের কাছে ৬৮ রানে হেরে। ইংল্যান্ডের সাদা বলের কোচ মটের চাকরি আরও বেশি শঙ্কার মধ্যে পড়ে যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমসের’ এক প্রতিবেদনে জানা যায়, মট সম্ভবত চাকরি ছেড়ে দিচ্ছেন। সেক্ষেত্রে কোচ হতে পারেন মরগান। ইংল্যান্ডের সীমিত ওভারের কোচ হবেন কি না, এমন কথা উড়িয়ে দিয়েছেন মরগান। ‘দ্য হান্ড্রেডে’ ধারাভাষ্য দেওয়ার সময় স্কাই স্পোর্টসকে গতকাল ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘এই খবরটা শুধু একটা খবর আমার কাছে। কোনো কোচের চাকরি যখন হুমকির মুখে পড়ে যায়, সেটা অবশ্যই ভালো কিছু না। অনেক গুঞ্জন চলছে তার ভবিষ্যতের ব্যাপারে। তবে শুধু সময়ই বলে দেবে যে কী হবে।’

ইংল্যান্ড তাদের একমাত্র ওয়ানডে বিশ্বকাপের শিরোপা পায় ২০১৯ সালে মরগানের নেতৃত্বে। বিশ্বকাপজয়ী অধিনায়ক ইংল্যান্ডের কোচের দায়িত্ব নেবেন কি না, এমন প্রশ্ন তিনি শুনছেন গত কয়েক বছর ধরে। তবে মরগান জানিয়েছেন, আপাতত ধারাভাষ্যকারের কাজটা তিনি উপভোগ করছেন। ভবিষ্যতে কোচিং করাবেন কি না সেটাও ভেবে দেখছেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক। মরগান বলেন, ‘গণমাধ্যমে গত দুই মাস ধরে আমাকে দায়িত্ব নেওয়ার ব্যাপারে (কোচ) জিজ্ঞেস করেছিল বারবার যে নেব কি না। আমার সোজাসাপ্টা উত্তর যে এখনো সঠিক সময় আসেনি। হ্যাঁ, আমি কোচিং করাতে চাই। তবে আমার পরিবার আছে এবং বাড়িতে আরও বেশি সময় দিতে চাই। ক্রিকেট দেখার পাশাপাশি এখানে (ধারাভাষ্যকার) সময় দিতে চাই। যেটা করছি, সেটা পছন্দ করি।’ 

সীমিত ওভারের ক্রিকেটে সবশেষ দুই আইসিসি ইভেন্টে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে খেলতে গিয়েছিল ইংল্যান্ড। তবে শিরোপা জয় তো দূরে থাক, ফাইনাল পর্যন্তও যেতে পারেনি ইংলিশরা। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে জস বাটলারের নেতৃত্বে ইংল্যান্ডের বিদায়ঘণ্টা বেজে যায় লিগ পর্বে। বাটলার-মট জুটির ওপর চাপ আসতে শুরু করে তখন থেকেই। এই জুটির অধীনে ইংল্যান্ডের এ বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি হলে নড়েচড়ে বসে দেশটির ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ম্যানেজিং ডিরেক্টর রব কি জানিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের পারফরম্যান্স নিয়ে পর্যালোচনা চলছে। এটি এখনো প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত