নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কথা অনুযায়ী, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টি–টোয়েন্টিতে উইকেটের পেছনে থাকার কথা ছিল মুশফিকুর রহিমের। কিন্তু আজ মুশফিক নয়, নুরুল হাসান সোহানই কিপিং করছেন।
২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে মুশফিককে ছাড়তে হয়েছিল লাল বলের কিপিং। এত দিন সাদা বলের কিপিং নিয়ে মুশফিককে কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। এবারই প্রথম সাদা বলের কিপিং নিয়েও কঠিন প্রতিদ্বন্দ্বিতায় দেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। আর সেটি হচ্ছে সোহানের সঙ্গে।
মুশফিককে গতকালকের অনুশীলনে গ্লাভস হাতে দেখা যায়নি। আজ তো ম্যাচের আগে তাঁর কিপিং ‘প্রতিদ্বন্দ্বী’ কিপিং অনুশীলনে সহযোগিতা করলেন মুশিই। টস হতেই নিশ্চিত হয়ে যায়–উইকেটের পেছনে থাকছেন না মুশি।
পারিবারিক কারণ ও অস্ট্রেলিয়ার কড়া কোয়ারেন্টিন শর্তের ফাঁদে পড়ে মুশফিক এবং লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলেননি। মুশফিক মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। মুশফিক ও লিটন না খেলায় জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে উইকেটরক্ষক হিসেবেই খেলেছেন সোহান। অবশ্য জিম্বাবুয়েতে লিটন খেলার পরও যে ম্যাচে সুযোগ পেয়েছেন, কিপিং করেছেন সোহানই।
নিউজিল্যান্ড সিরিজে মুশফিক ফেরায় কিপিং করার প্রতিদ্বন্দ্বিতায় তিনিই ছিলেন এগিয়ে। কিন্তু মুশফিককে যে কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে সে বার্তা গত ২৬ আগস্ট দিয়েছিলেন নাজমুল হাসান পাপন। সেদিন বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে সোহানের কিপিং নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘ওর কিপিং বিশ্বমানের। সে বাংলাদেশের সেরা উইকেটকিপার–এখন পর্যন্ত যেটা দেখেছি।’ পরে সিরিজ শুরুর আগে কে থাকবেন উইকেটের পেছনে এমন প্রশ্নে ডমিঙ্গো বলেন, ‘প্রথম দুই ম্যাচে সোহান কিপিং করবে। এই সিরিজে আমরা উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়ার চিন্তা করেছি। দুজনকেই দুটি করে ম্যাচে দেখা হবে, এরপর পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেওয়া হবে।’
১৬ বছর দেশের হয়ে খেলা মুশফিকের হয়তো টিম ম্যানেজমেন্টের এই বাজিয়ে দেখাটা ভালো লাগেনি। যদিও তিনি এ নিয়ে কিছুই বলেননি। তবে টিম ম্যানেজমেন্টের আগের সিদ্ধান্তের পরও আজ তিনি কিপিং না করায় বোঝাই যাচ্ছে সোহানের সঙ্গে লড়াইয়ে তাঁর আগ্রহ নেই।
ক্যারিয়ারের প্রথম ৫২ টেস্টের ৪৭ টিতেই বাংলাদেশ দলের মূল উইকেটকিপার হিসেবে খেলেছেন ‘মুশি’। ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কা সফরে মুশফিকের বদলে লিটনকে দিয়েই কিপিং করাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তবে সাদা বলের ক্রিকেটে কিপিংয়ে এত দিন মুশফিকেই বেশি আস্থা ছিল টিম ম্যানেজমেন্টের।
কিপিং নিয়ে সমালোচনা থাকলেও পরিসংখ্যানে মুশফিক এ সময়ের অন্যতম সেরা কিপার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানে ডিসমিসালে মুশফিক আছেন পাঁচ নম্বরে। যেটি আবার বর্তমানে খেলছেন এমন উইকেটকিপারের মধ্যে সেরা। তবে নিউজিল্যান্ড সিরিজে সোহানকে নিয়মিত উইকেটকিপিং করতে দেখে টি–টোয়েন্টি বিশ্বকাপ তথা ভবিষ্যতে সাদা বলের ক্রিকেটেও মুশফিকের কিপিং নিয়ে সংশয়টা আরও বাড়ল।
বাংলাদেশ দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কথা অনুযায়ী, নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও চতুর্থ টি–টোয়েন্টিতে উইকেটের পেছনে থাকার কথা ছিল মুশফিকুর রহিমের। কিন্তু আজ মুশফিক নয়, নুরুল হাসান সোহানই কিপিং করছেন।
২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কা সফরের টেস্ট সিরিজে মুশফিককে ছাড়তে হয়েছিল লাল বলের কিপিং। এত দিন সাদা বলের কিপিং নিয়ে মুশফিককে কারও সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হয়নি। এবারই প্রথম সাদা বলের কিপিং নিয়েও কঠিন প্রতিদ্বন্দ্বিতায় দেশের অভিজ্ঞ ব্যাটসম্যান। আর সেটি হচ্ছে সোহানের সঙ্গে।
মুশফিককে গতকালকের অনুশীলনে গ্লাভস হাতে দেখা যায়নি। আজ তো ম্যাচের আগে তাঁর কিপিং ‘প্রতিদ্বন্দ্বী’ কিপিং অনুশীলনে সহযোগিতা করলেন মুশিই। টস হতেই নিশ্চিত হয়ে যায়–উইকেটের পেছনে থাকছেন না মুশি।
পারিবারিক কারণ ও অস্ট্রেলিয়ার কড়া কোয়ারেন্টিন শর্তের ফাঁদে পড়ে মুশফিক এবং লিটন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খেলেননি। মুশফিক মিস করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও। মুশফিক ও লিটন না খেলায় জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়া সিরিজে উইকেটরক্ষক হিসেবেই খেলেছেন সোহান। অবশ্য জিম্বাবুয়েতে লিটন খেলার পরও যে ম্যাচে সুযোগ পেয়েছেন, কিপিং করেছেন সোহানই।
নিউজিল্যান্ড সিরিজে মুশফিক ফেরায় কিপিং করার প্রতিদ্বন্দ্বিতায় তিনিই ছিলেন এগিয়ে। কিন্তু মুশফিককে যে কঠিন পরীক্ষায় পড়তে হচ্ছে সে বার্তা গত ২৬ আগস্ট দিয়েছিলেন নাজমুল হাসান পাপন। সেদিন বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ সম্মেলনে সোহানের কিপিং নিয়ে বিসিবি সভাপতি বলেছিলেন, ‘ওর কিপিং বিশ্বমানের। সে বাংলাদেশের সেরা উইকেটকিপার–এখন পর্যন্ত যেটা দেখেছি।’ পরে সিরিজ শুরুর আগে কে থাকবেন উইকেটের পেছনে এমন প্রশ্নে ডমিঙ্গো বলেন, ‘প্রথম দুই ম্যাচে সোহান কিপিং করবে। এই সিরিজে আমরা উইকেটকিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেওয়ার চিন্তা করেছি। দুজনকেই দুটি করে ম্যাচে দেখা হবে, এরপর পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেওয়া হবে।’
১৬ বছর দেশের হয়ে খেলা মুশফিকের হয়তো টিম ম্যানেজমেন্টের এই বাজিয়ে দেখাটা ভালো লাগেনি। যদিও তিনি এ নিয়ে কিছুই বলেননি। তবে টিম ম্যানেজমেন্টের আগের সিদ্ধান্তের পরও আজ তিনি কিপিং না করায় বোঝাই যাচ্ছে সোহানের সঙ্গে লড়াইয়ে তাঁর আগ্রহ নেই।
ক্যারিয়ারের প্রথম ৫২ টেস্টের ৪৭ টিতেই বাংলাদেশ দলের মূল উইকেটকিপার হিসেবে খেলেছেন ‘মুশি’। ২০১৭ সালের মার্চে শ্রীলঙ্কা সফরে মুশফিকের বদলে লিটনকে দিয়েই কিপিং করাচ্ছে টিম ম্যানেজমেন্ট। তবে সাদা বলের ক্রিকেটে কিপিংয়ে এত দিন মুশফিকেই বেশি আস্থা ছিল টিম ম্যানেজমেন্টের।
কিপিং নিয়ে সমালোচনা থাকলেও পরিসংখ্যানে মুশফিক এ সময়ের অন্যতম সেরা কিপার। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যানে ডিসমিসালে মুশফিক আছেন পাঁচ নম্বরে। যেটি আবার বর্তমানে খেলছেন এমন উইকেটকিপারের মধ্যে সেরা। তবে নিউজিল্যান্ড সিরিজে সোহানকে নিয়মিত উইকেটকিপিং করতে দেখে টি–টোয়েন্টি বিশ্বকাপ তথা ভবিষ্যতে সাদা বলের ক্রিকেটেও মুশফিকের কিপিং নিয়ে সংশয়টা আরও বাড়ল।
চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে উঠতে না পারলেও টুর্নামেন্টে আফগানিস্তানের পারফরম্যান্স বিশ্ব ক্রিকেটের নজর কেড়েছে। প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি খেলতে এসেই আফগানরা চমক দেখিয়েছে ইংল্যান্ডকে হারিয়ে। টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের প্রমাণ মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও।
১ ঘণ্টা আগেপাকিস্তান ক্রিকেট দল এক বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় দলটিকে নিয়ে লাগাতার সমালোচনা চলছে। আর চিরপ্রতিদ্বন্দ্বীদের দুসময়ে মজা করার অভ্যাস তো হরভজন সিংয়ের এখনো যায়নি। ভারতের তারকা স্পিনার এবার পাকিস্তানের কাটা ঘায়ে দিয়েছেন নুনের ছিটা।
২ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে থেকেই ভারতের এক মাঠে সব ম্যাচ খেলা নিয়ে কথা হচ্ছে। সাবেকেরা একেক সময় একেক মন্তব্য করেই চলেছেন। শুধু সাবেকেরা বললে ভুল হবে, টুর্নামেন্টে খেলা ক্রিকেটাররাও কথা বলেছেন বিভিন্ন সময়ে। ভারত দুবাইয়ের কন্ডিশনে গ্রুপপর্ব ও সেমিফাইনালসহ এরই মধ্যে চারটা ম্যাচ খেলে ফেলেছে।
৩ ঘণ্টা আগেএকেকটা আইসিসি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যতটা আগ্রহ থাকে, টুর্নামেন্ট শুরু হলে চলতে থাকে ব্যঙ্গ-বিদ্রুপ। কারণ, আইসিসি ইভেন্টে বাংলাদেশের ভরাডুবি এখন নিয়মিত চিত্র। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আকরাম খানের মতে বাংলাদেশে মানসম্পন্ন ক্রিকেটারের অভাব রয়েছে।
৪ ঘণ্টা আগে