সাকিবকে বিশেষ উপহার দিলেন কোহলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৭: ০৪
Thumbnail image

দুই কিংবদন্তি এক ফ্রেমে—বিরাট কোহলি আর সাকিব আল হাসান। কানপুরেই কি সাকিব শেষ টেস্ট খেলে ফেললেন, সেই প্রশ্নের উত্তর জানতে আরও কদিনের অপেক্ষা। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে কানপুর টেস্ট শেষে ‘বিশেষ উপহার’ দিয়েছেন বিরাট কোহলি। এই উপহারকে চাইলে বিদায়ী উপহারও বলা যায়। 

গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ আজ ধবলধোলাই হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন দুই দলের ক্রিকেটাররা। সেখানে সাকিবকে জড়িয়ে ধরেন কোহলি। দুজনের মুখেই চওড়া হাসি। এ সময় সাকিবকে নিজের ব্যাট উপহার দেন কোহলি। ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোকচিত্রী রতন গোমেজ দুর্দান্ত এই দৃশ্য দ্রুতই ক্যামেরাবন্দী করে রাখলেন। রতন বললেন, ‘কোহলি প্যাকেটে করে একটা ব্যাট এনে দিল সাকিবকে। এটা উপহারও বলতে পারেন।’ দলীয় সূত্রে জানা গেল, ঋষভ পন্তও ব্যাট উপহার দিয়েছেন সাকিবকে। 

মিরপুরে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ইচ্ছা সাকিব জানালেও সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেননি। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথাতেও বোঝা গিয়েছিল, সাকিবের দেশের মাঠের বিদায়ের নিশ্চয়তা তাঁরা দিতে পারছেন না। 

গতকাল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ করা হয়। ২১ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা। 

ভারতের বিপক্ষে আজ শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব ব্যাটিং, বোলিং কোনো বিভাগেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। ৪ ইনিংসে ১৬.৫০ গড়ে করেন ৬৬ রান। যেখানে কানপুরে দ্বিতীয় ইনিংসে তিনি ২ বলে ০ রান করে আউট হয়েছেন। যেটাকে আলতো ছোঁয়ায় ক্যাচ রবীন্দ্র জাদেজাকে রিটার্ন ক্যাচ দিয়েছেন সাকিব।

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত