নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই কিংবদন্তি এক ফ্রেমে—বিরাট কোহলি আর সাকিব আল হাসান। কানপুরেই কি সাকিব শেষ টেস্ট খেলে ফেললেন, সেই প্রশ্নের উত্তর জানতে আরও কদিনের অপেক্ষা। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে কানপুর টেস্ট শেষে ‘বিশেষ উপহার’ দিয়েছেন বিরাট কোহলি। এই উপহারকে চাইলে বিদায়ী উপহারও বলা যায়।
গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ আজ ধবলধোলাই হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন দুই দলের ক্রিকেটাররা। সেখানে সাকিবকে জড়িয়ে ধরেন কোহলি। দুজনের মুখেই চওড়া হাসি। এ সময় সাকিবকে নিজের ব্যাট উপহার দেন কোহলি। ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোকচিত্রী রতন গোমেজ দুর্দান্ত এই দৃশ্য দ্রুতই ক্যামেরাবন্দী করে রাখলেন। রতন বললেন, ‘কোহলি প্যাকেটে করে একটা ব্যাট এনে দিল সাকিবকে। এটা উপহারও বলতে পারেন।’ দলীয় সূত্রে জানা গেল, ঋষভ পন্তও ব্যাট উপহার দিয়েছেন সাকিবকে।
মিরপুরে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ইচ্ছা সাকিব জানালেও সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেননি। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথাতেও বোঝা গিয়েছিল, সাকিবের দেশের মাঠের বিদায়ের নিশ্চয়তা তাঁরা দিতে পারছেন না।
গতকাল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ করা হয়। ২১ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।
ভারতের বিপক্ষে আজ শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব ব্যাটিং, বোলিং কোনো বিভাগেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। ৪ ইনিংসে ১৬.৫০ গড়ে করেন ৬৬ রান। যেখানে কানপুরে দ্বিতীয় ইনিংসে তিনি ২ বলে ০ রান করে আউট হয়েছেন। যেটাকে আলতো ছোঁয়ায় ক্যাচ রবীন্দ্র জাদেজাকে রিটার্ন ক্যাচ দিয়েছেন সাকিব।
আরও পড়ুন:
দুই কিংবদন্তি এক ফ্রেমে—বিরাট কোহলি আর সাকিব আল হাসান। কানপুরেই কি সাকিব শেষ টেস্ট খেলে ফেললেন, সেই প্রশ্নের উত্তর জানতে আরও কদিনের অপেক্ষা। তবে বাংলাদেশের তারকা অলরাউন্ডারকে কানপুর টেস্ট শেষে ‘বিশেষ উপহার’ দিয়েছেন বিরাট কোহলি। এই উপহারকে চাইলে বিদায়ী উপহারও বলা যায়।
গ্রিন পার্কে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটে। দুই ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ আজ ধবলধোলাই হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেন দুই দলের ক্রিকেটাররা। সেখানে সাকিবকে জড়িয়ে ধরেন কোহলি। দুজনের মুখেই চওড়া হাসি। এ সময় সাকিবকে নিজের ব্যাট উপহার দেন কোহলি। ঘটনাস্থলে উপস্থিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আলোকচিত্রী রতন গোমেজ দুর্দান্ত এই দৃশ্য দ্রুতই ক্যামেরাবন্দী করে রাখলেন। রতন বললেন, ‘কোহলি প্যাকেটে করে একটা ব্যাট এনে দিল সাকিবকে। এটা উপহারও বলতে পারেন।’ দলীয় সূত্রে জানা গেল, ঋষভ পন্তও ব্যাট উপহার দিয়েছেন সাকিবকে।
মিরপুরে টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলার ইচ্ছা সাকিব জানালেও সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাকিবের নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারেননি। যুব ও ক্রীড়া উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কথাতেও বোঝা গিয়েছিল, সাকিবের দেশের মাঠের বিদায়ের নিশ্চয়তা তাঁরা দিতে পারছেন না।
গতকাল বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের সূচি প্রকাশ করা হয়। ২১ অক্টোবর মিরপুরে শুরু হচ্ছে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৯ অক্টোবর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা।
ভারতের বিপক্ষে আজ শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে সাকিব ব্যাটিং, বোলিং কোনো বিভাগেই আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। ৪ ইনিংসে ১৬.৫০ গড়ে করেন ৬৬ রান। যেখানে কানপুরে দ্বিতীয় ইনিংসে তিনি ২ বলে ০ রান করে আউট হয়েছেন। যেটাকে আলতো ছোঁয়ায় ক্যাচ রবীন্দ্র জাদেজাকে রিটার্ন ক্যাচ দিয়েছেন সাকিব।
আরও পড়ুন:
অবসর ভেঙে মাঠে ফেরার আগে ৯ মাস মাঠের বাইরে ছিলেন সুনীল ছেত্রী। তবে লম্বা এই বিরতিও তাঁর ফুটবল দক্ষতায় জং ধরাতে পারেনি। গতকাল মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল করলেন। বুঝিয়ে দিলেন ফুটবলকে তাঁর দেওয়ার এখনো ঢের বাকি তাঁর।
৪ ঘণ্টা আগে২৫ মার্চ শিলংয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ফুটবল খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশ ফুটবল দল আগামীকাল রওনা দেবে শিলংয়ের উদ্দেশ্যে। তার আগে আজ হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলন করল বাফুফে। বাংলাদেশের হয়ে ৮ নম্বর জার্সিতে ছবিও তুলেছেন হামজা।
৯ ঘণ্টা আগেভারত ম্যাচের আগে আলোচনা জন্ম দিয়েছে ফাহামিদুল ইসলামের বাদ পড়া। ইতালিপ্রবাসী এই ফুটবলার সৌদি আরবে জাতীয় দলের সঙ্গে অনুশীলন করলেও তাঁকে চূড়ান্ত দলে রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা। সিন্ডিকেটের কারণে ফাহামিদুল বাদ পড়েছেন, এমন দাবি তোলেন সমর্থকেরা। বাফুফেতে সিন্ডিকেটের প্রমাণ পেলে ব্যবস্থা নেবে অন্তর্বর্তী
৯ ঘণ্টা আগেফাহামিদুল ইসলামের ভিডিও ফুটেজ দেখে বেশ মুগ্ধই হয়েছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। ফাহামিদুলকে তাই রাখা হয়েছিল ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলেও। কিন্তু সৌদি আরবে ক্যাম্পের পর দেখা গেল ভিন্ন চিত্র। দলের সঙ্গে ঢাকায় আসেননি ফাহামিদুল।
১০ ঘণ্টা আগে