ক্রীড়া ডেস্ক
স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। মাসকাটে আজ ‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামে সেই স্কটিশরা। ধারাবাহিকতা ধরে রেখে কাইল কোয়েটজারের দল ম্যাচ জেতে ১৭ রানে। স্কটল্যান্ডের এ জয়ে সুপার টুয়েলভে ওঠা একটু কঠিন হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদদের।
এ দিন টস জিতে আগে ব্যাটিং করে পাপুয়া নিউগিনিকে বড় লক্ষ্যেই দেয় স্কটল্যান্ড। তবে তাড়া করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। পাওয়ার পলের ছয় ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারায় আসাদ ভালার দল। তবে সপ্তম উইকেটে দারুণ এক জুটিতে দলকে ম্যাচে রাখেন নরমান ভানুয়া আর কিপলিং ডরিগা। দুজনের ৫৩ রানের জুটি ভাঙে ডরিগার (১৮) বিদায়ে।
ডরিগার বিদায়ের পর দলের স্কোরে আর ৮ রান যোগ করে ফেরেন ভানুয়াও (৪৭)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগে অলাআউট হয়ে পাপুয়া নিউগিনি ম্যাচটা হারে ১৭ রানে। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন জশ ডেভি।
এর আগে রিচার্ড বেরিংটনের ৭০ রানের দারুণ এক ইনিংসে স্কোরবোর্ডে ১৬৫ রান তোলে স্কটল্যান্ড। ৭০ রানের ইনিংসে বলকে মোট নয়বার বাউন্ডারি (ছয় চার ও দুই ছক্কা) ছাড়া করে বেরিংটন। বেরিংটনকে সঙ্গ দিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন ম্যাথু ক্রস। ৩৬ বলে তাঁর ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল দুই চার আর দুই ছক্কায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাবুয়া মোরেয়া।
টানা দুই জয়ে সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত করে রাখল স্কটল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
স্কটল্যান্ড
১৬৫ / ৯,২০ ওভার
পাপুয়া নিউগিনি
১৪৮ অলআউট, ১৯. ৩ ওভার
ফল: স্কটল্যান্ড ১৭ রানে জয়ী
স্কটল্যান্ডের কাছে নিজেদের প্রথম ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ। মাসকাটে আজ ‘বি’ গ্রুপে দিনের প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে মাঠে নামে সেই স্কটিশরা। ধারাবাহিকতা ধরে রেখে কাইল কোয়েটজারের দল ম্যাচ জেতে ১৭ রানে। স্কটল্যান্ডের এ জয়ে সুপার টুয়েলভে ওঠা একটু কঠিন হয়ে গেল মাহমুদউল্লাহ রিয়াদদের।
এ দিন টস জিতে আগে ব্যাটিং করে পাপুয়া নিউগিনিকে বড় লক্ষ্যেই দেয় স্কটল্যান্ড। তবে তাড়া করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি তারা। পাওয়ার পলের ছয় ওভারের মধ্যে ৩৫ রানে ৫ উইকেট হারায় আসাদ ভালার দল। তবে সপ্তম উইকেটে দারুণ এক জুটিতে দলকে ম্যাচে রাখেন নরমান ভানুয়া আর কিপলিং ডরিগা। দুজনের ৫৩ রানের জুটি ভাঙে ডরিগার (১৮) বিদায়ে।
ডরিগার বিদায়ের পর দলের স্কোরে আর ৮ রান যোগ করে ফেরেন ভানুয়াও (৪৭)। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারের ৩ বল আগে অলাআউট হয়ে পাপুয়া নিউগিনি ম্যাচটা হারে ১৭ রানে। স্কটল্যান্ডের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন জশ ডেভি।
এর আগে রিচার্ড বেরিংটনের ৭০ রানের দারুণ এক ইনিংসে স্কোরবোর্ডে ১৬৫ রান তোলে স্কটল্যান্ড। ৭০ রানের ইনিংসে বলকে মোট নয়বার বাউন্ডারি (ছয় চার ও দুই ছক্কা) ছাড়া করে বেরিংটন। বেরিংটনকে সঙ্গ দিয়ে দারুণ এক ইনিংস খেলেছেন ম্যাথু ক্রস। ৩৬ বলে তাঁর ৪৫ রানের ইনিংসটি সাজানো ছিল দুই চার আর দুই ছক্কায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নেন কাবুয়া মোরেয়া।
টানা দুই জয়ে সুপার টুয়েলভ অনেকটাই নিশ্চিত করে রাখল স্কটল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর :
স্কটল্যান্ড
১৬৫ / ৯,২০ ওভার
পাপুয়া নিউগিনি
১৪৮ অলআউট, ১৯. ৩ ওভার
ফল: স্কটল্যান্ড ১৭ রানে জয়ী
আইপিএলের মতো ‘হটকেক’ টুর্নামেন্ট নিয়ে আগ্রহ থাকে বিশ্বের অনেক ক্রিকেটারেরই। এবারেরটা যেহেতু মেগা নিলাম ছিল, তাতে অন্যান্যদের মতো বাংলাদেশের ভক্ত-সমর্থকদের আশা ছিল অনেক বেশি। কিন্তু মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের কেউই কোনো দল পাননি ২০২৫ আইপিএলে।
১৩ মিনিট আগেবাংলাদেশের পঞ্চপাণ্ডবদের মধ্যে বিদায়ের সুর বাজতে শুরু করেছে অনেক আগে থেকেই। তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে নেই এক বছর ধরে। মাশরাফি বিন মর্তুজা তো নেই ২০২০ সাল থেকে। সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা কোনো না কোনো সংস্করণ থেকে অবসর নিয়েছেন।
১ ঘণ্টা আগেবসুন্ধরা কিংসের মাঠ কিংস অ্যারেনায় খেলতে চায় না মোহামেডান স্পোর্টিং ক্লাব। আজ বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের বরাবর লেখা এক চিঠিতে এমনটাই জানিয়েছে দর্শকনন্দিত ক্লাবটি।
২ ঘণ্টা আগে২০২৩ সাল থেকে দেখা যাচ্ছে একই ঘটনার পুনরাবৃত্তি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সূচির সঙ্গে কোনো না কোনোভাবে ধাক্কা লাগছে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টির (আইএল টি-টোয়েন্টি)। ২০২৫ সালেও সমান্তরালে চলবে বিপিএল ও আইএল টি-টোয়েন্টি।
৩ ঘণ্টা আগে