গোলাপি বলে মুখ থুবড়ে পড়ল ভারত

ক্রীড়া ডেস্ক    
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৪, ১৫: ৫১
হতাশ হয়ে ফিরছেন জসপ্রীত বুমরা। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে আজ ২০০-এর আগেই অলআউট ভারত। ছবি: ক্রিকইনফো

পার্থে প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারিয়ে স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল ভারতের। কিন্তু বলের রং লাল থেকে যখন গোলাপি হলো, তখন ভারতের ভিন্ন রূপ দেখা গেল। অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক বোলিংয়ে অ্যাডিলেডে সফরকারীরা ২০০ রানও করতে পারেনি।

টেস্টে এক ইনিংসে এখন পর্যন্ত ৬ উইকেট স্টার্ক নিয়েছেন পাঁচবার। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা-পাঁচ প্রতিপক্ষের বিপক্ষে করেছেন এমন কীর্তি। সেরা বোলিংটা আজ করেছেন অ্যাডিলেডে ভারতের বিপক্ষে। ৪৮ রানে নিয়েছেন ৬ উইকেট। ভারত গুটিয়ে গেল ১৮০ রানে।

ইনিংসের প্রথম বলে যশস্বী জয়সওয়ালকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন স্টার্ক। ০ রানে ১ উইকেট হারানো ভারতের ইনিংস মেরামতের দায়িত্ব নেন শুবমান গিল ও লোকেশ রাহুল। দ্বিতীয় উইকেটে ১১৩ বলে ৬৯ রানের জুটি গড়তে অবদান রাখেন গিল ও রাহুল। ১৯তম ওভারের চতুর্থ বলে রাহুলকে ফিরিয়ে জুটি ভাঙেন স্টার্ক। ৬৪ বলে ৬ চারে ৩৭ রান করেন রাহুল।

দ্বিতীয় উইকেটে রাহুল-গিলের জুটি ভাঙার পর হঠাৎই খেই হারিয়ে পড়ে ভারত। ৪০ রানে ৫ উইকেট হারিয়ে ৬ উইকেটে ১০৯ রানে পরিণত হয় সফরকারীরা। বিরাট কোহলি করেছেন ৭ রান। অধিনায়ক রোহিত শর্মাও ব্যর্থতার পরিচয় দিয়েছেন। ২৩ বলে ৩ রান করে আউট হয়েছেন তিনি।এক ম্যাচ পর অধিনায়ক হিসেবে ফিরে তিনি ওপেনিং ছেড়ে ব্যাটিং করেছেন ৬ নম্বরে।

বিপদে পড়া ভারতের লোয়ার মিডল অর্ডার চড়াও হয়ে খেলে অস্ট্রেলিয়ার ওপর। সপ্তম উইকেটে ৩৫ বলে ৩২ রানের জুটি গড়েন নীতিশ কুমার রেড্ডি ও রবিচন্দ্রন অশ্বিন। ৩৯তম ওভারের দ্বিতীয় বলে অশ্বিনকে ফিরিয়ে এই জুটি ভাঙেন স্টার্ক। ভারতের ইনিংসও এরপর গুটিয়ে যায় তাড়াতাড়ি। ৩৯ রানে শেষ ৪ উইকেট হারিয়ে ৪৪.১ ওভারে ১৮০ রানে শেষ ভারত। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেন রেড্ডি। ৫৪ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মারেন রেড্ডি।

জয়সওয়ালকে প্রথম বলে ফিরিয়ে রেকর্ড বইয়ে নাম লেখান স্টার্ক। কোনো টেস্টের প্রথম বলে তিনবার উইকেট নিয়ে যৌথভাবে শীর্ষে অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার। স্টার্কের সমান তিন বার ওয়েস্ট ইন্ডিজের পেদ্রো কলিন্স টেস্টের প্রথম বলে উইকেট নিয়েছেন। ক্রিকেটের রাজকীয় সংস্করণে এই কাজ দুইবার করে করেছেন স্যার রিচার্ড হেডলি, জিওফ আর্নল্ড,কপিল দেব ও সুরঙ্গ লাকমাল।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ

এস আলমের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ ‘সুনাম নষ্টের প্রচেষ্টা’, দাবি আইনজীবীদের

সচিবালয়ের আগুন ১১ ঘণ্টা পর পুরোপুরি নিভল

বিচার বিভাগকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ইউনূস সরকার, জয়ের অভিযোগ

আমিরাত থেকে আসা বাংলাদেশ বিমানের সিটে ২০টি স্বর্ণের বার, যাত্রী আটক

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত