সুযোগের সদ্ব্যবহার করতে না পারায় একাদশে নন, ইমপ্যাক্টের তালিকায় লিটন

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ২১: ১৮
Thumbnail image

প্রথমবারে মতো আইপিএলে খেলার সুযোগ পেয়েছেন লিটন দাস। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অভিষেকও হয় বাংলাদেশি ওপেনারের। কিন্তু সুযোগ সদ্ব্যবহার করতে পারেননি তিনি। ফল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আজ একাদশে সুযোগ পাননি। 

অবশ্য দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে দুর্দান্ত এক কাভার ড্রাইভে চার মেরে অভিষেকের শুরুটা করেছিলেন লিটন। কিন্তু পরে অভিষেক ইনিংসটাকে আর রাঙাতে পারলেন না। মুকেশ কুমারের শর্ট বলে অনভিজ্ঞতার পরিচয় দিয়ে ৪ বলে ৪ রান করে ক্যাচ আউট হন তিনি। 

পরে উইকেটের পেছনেও আরও বাজে পারফরম্যান্স করেছেন লিটন। অন্তত দুইবার সহজ স্ট্যাম্পিংয়ের সুযোগ হাতছাড়া করেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। যার ফলে আজ একাদশ থেকে বাদ পড়লেন বাংলাদেশি ওপেনার। 

অন্যদিকে লিটনের সঙ্গেই কলকাতার হয়ে অভিষেক হওয়া জেসন রয় টিকে গেছেন একাদশে। প্রথম ম্যাচে ৩৯ বলে ৪৩ রানের ইনিংস খেলে অবশ্য আজকের ম্যাচে একাদশে সুযোগ পাওয়ার বিষয়টা সেদিনই নিশ্চিত করেছিলেন ইংল্যান্ড ওপেনার। তাঁর সঙ্গে অন্য তিন বিদেশি হচ্ছেন সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও ডেভিড ভিসা। 

নামিবিয়ার অলরাউন্ডার ভিসা একাদশে সুযোগ পেয়েছেন লিটনের পরিবর্তে। আর লিটনের জায়গা হয়েছে ইমপ্যাক্ট খেলোয়াড়ের তালিকাতে। এ তালিকায় থাকলেও চার বিদেশি একাদশে নামানোয় লিটনের সুযোগ নেই মাঠে নামার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত