ক্রীড়া ডেস্ক
পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর হওয়ায় ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট এমনিতেই খেলার কথা ছিল না কুইন্টন ডি ককের। তবে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট হারের পর আচমকা এই সংস্করণকে বিদায় বলে দেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক-ব্যাটার। অথচ মাত্র ২৯ বছর বয়সেই টেস্ট থেকে অবসর নেবেন—এমন কোনো আভাস ছিল না।
অবসরের কারণ জানাতে গিয়ে ডি কক পরিবারকে বেশি সময় দেওয়ার কথা বলেছেন। প্রোটিয়া ক্রিকেটারের এমন ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান বাট। পাকিস্তানের সাবেক অধিনায়ক ডি ককের অবসরকে নাটক হিসেবে দেখছেন।
নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেছেন, ‘দেড় বছর ধরে লক্ষ্য করছি ডি কক অদ্ভুত ক্রিকেট খেলছে। সে পাকিস্তান সফরে অধিনায়ক হিসেবে এল। এরপরেই নেতৃত্ব ছেড়ে দিল। এবার (ভারতের বিপক্ষে) একটা টেস্ট খেলেই অবসর নিল। এতে দলের ভারসাম্য ও বাছাই নীতি নষ্ট হতে পারে। অধিনায়কের মানসিকতায় প্রভাব পড়তে পারে।’
সালমান আরও বলেছেন, ‘আচমকা অবসরকে খেলোয়াড়েরা নাটক বানিয়ে ফেলেছে। দুই মাসের জন্য অন্য দেশে টি-২০ লিগ খেলতে গেলে পরিবারের কথা মনে পড়ে না? শুধু মাত্র টেস্ট ক্রিকেটের সময়ই এমন হয় কেন? তুমি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় খেলছ। তবু টেস্টের প্রতি এমন অনীহা বাইরের দেশে লিগ খেলার জন্যই।’
ডি কক টেস্ট ক্যারিয়ার থামিয়েছেন ৫৪ ম্যাচে। ৬ সেঞ্চুরি ও ৩৮.৮২ গড়ে করেছেন ৩৩০০ রান। উইকেটের পেছনে ডিসমিসাল ২৩২ টি।
পিতৃত্বকালীন ছুটি মঞ্জুর হওয়ায় ভারতের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট এমনিতেই খেলার কথা ছিল না কুইন্টন ডি ককের। তবে সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট হারের পর আচমকা এই সংস্করণকে বিদায় বলে দেন দক্ষিণ আফ্রিকার তারকা উইকেটরক্ষক-ব্যাটার। অথচ মাত্র ২৯ বছর বয়সেই টেস্ট থেকে অবসর নেবেন—এমন কোনো আভাস ছিল না।
অবসরের কারণ জানাতে গিয়ে ডি কক পরিবারকে বেশি সময় দেওয়ার কথা বলেছেন। প্রোটিয়া ক্রিকেটারের এমন ব্যাখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন সালমান বাট। পাকিস্তানের সাবেক অধিনায়ক ডি ককের অবসরকে নাটক হিসেবে দেখছেন।
নিজের ইউটিউব চ্যানেলে বাট বলেছেন, ‘দেড় বছর ধরে লক্ষ্য করছি ডি কক অদ্ভুত ক্রিকেট খেলছে। সে পাকিস্তান সফরে অধিনায়ক হিসেবে এল। এরপরেই নেতৃত্ব ছেড়ে দিল। এবার (ভারতের বিপক্ষে) একটা টেস্ট খেলেই অবসর নিল। এতে দলের ভারসাম্য ও বাছাই নীতি নষ্ট হতে পারে। অধিনায়কের মানসিকতায় প্রভাব পড়তে পারে।’
সালমান আরও বলেছেন, ‘আচমকা অবসরকে খেলোয়াড়েরা নাটক বানিয়ে ফেলেছে। দুই মাসের জন্য অন্য দেশে টি-২০ লিগ খেলতে গেলে পরিবারের কথা মনে পড়ে না? শুধু মাত্র টেস্ট ক্রিকেটের সময়ই এমন হয় কেন? তুমি নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় খেলছ। তবু টেস্টের প্রতি এমন অনীহা বাইরের দেশে লিগ খেলার জন্যই।’
ডি কক টেস্ট ক্যারিয়ার থামিয়েছেন ৫৪ ম্যাচে। ৬ সেঞ্চুরি ও ৩৮.৮২ গড়ে করেছেন ৩৩০০ রান। উইকেটের পেছনে ডিসমিসাল ২৩২ টি।
শেষ বলে সিঙ্গেল নিলেন এনামুল হক বিজয়। তাতেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় সেঞ্চুরিটা হয়ে গেল দুর্বার রাজশাহী অধিনায়কের। ২০ ওভারের ক্রিকেটে তিন অঙ্ক ছুঁয়েও মুখে হাসি নেই বিজয়ের। তাঁর মলিন মুখ দেখে কে বলবে কী লড়াইটা না করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে নিজের দলকে জেতাতে। বিজয়ের সেঞ্চুরি রাজশাহীকে জেতাতে
৩ ঘণ্টা আগেচেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার সিএমএম আদালত আজ রোববার এ আদেশ দেন। সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে। তিনি রাতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট
৪ ঘণ্টা আগেউইম্বলডনের টানা দুই আসরে কার্লোস আলকারাজের কাছে হেরে গ্র্যান্ড স্ল্যাম হাত ছাড়া করেন নোভাক জোকোভিচ। এবার বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে সেই আলকারাজকেই পেলেন জোকো।
৫ ঘণ্টা আগেউড়তে থাকা চিটাগং কিংসকে মনে হচ্ছে দিশেহারা, উদভ্রান্ত পথিকের মতো। টানা চার ম্যাচ জয়ের পর দলটি এখন হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ চিটাগংকে হেসেখেলে তামিম ইকবালের ফরচুন বরিশাল।
৮ ঘণ্টা আগে