Ajker Patrika

১০ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে ব্যাটিংয়ে ভারত 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ১৪: ৫২
১০ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে ব্যাটিংয়ে ভারত 

২০১৩ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ের পর আর কোনো বৈশ্বিক শিরোপা জেতা হয়নি ভারতের। বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ১০ বছরের অপেক্ষা ফুরোনোর মিশনে নামছে ভারত। ১ লাখ ৩২ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে ২০২৩ বিশ্বকাপের ফাইনালে টস হেরে ব্যাটিং পেয়েছে ভারত।

সেমিফাইনাল ম্যাচের একাদশ নিয়েই আজ হেক্সা মিশনের লক্ষ্যে নামছে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া। অধিনায়ক কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড—এই তিন পেসার আছেন একাদশে। টপ অর্ডারে আছেন ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ—এই তিন মারকুটে ব্যাটার। মিডল অর্ডার ও লোয়ার মিডল অর্ডারে আছেন স্টিভেন স্মিথ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল ও জস ইংলিশ, যেখানে ইংলিশের হাতে থাকবে উইকেটরক্ষকের গ্লাভস।

ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, টস জিতলে তিনি প্রথমে ব্যাটিংই নিতেন। অপরিবর্তিত একাদশ নিয়েই আজ খেলতে নামছে ভারত। স্পিন আক্রমণে থাকছেন রবীন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব, যার মধ্যে জাদেজা স্পিন বোলিং অলরাউন্ডার। পেস আক্রমণে থাকছেন মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ ও জসপ্রীত বুমরা। রোহিত, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদবের মতো তারকাখচিত ব্যাটাররা তো আছেনই।

ভারতের একাদশ:    
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা।  

অস্ট্রেলিয়ার একাদশ:  
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মিচেল মার্শ, মারনাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ (উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত