দেশে ফিরতে বাংলাদেশ নারী দলের জটিল যাত্রা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২১, ২২: ১৩
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২৩: ৫৩

‘জিম্বাবুয়ে ছাড়ছি। তবে নিশ্চিত নই কখন প্রিয় জন্মভূমি বাংলাদেশে ফিরতে পারব।’ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এই বার্তাটা বাংলাদেশের নারী দলের পেসার জাহানারা আলমের। আফ্রিকায় করোনার নতুন ধরনের সংক্রমণ এমনই জটিল পরিস্থিতিতে ফেলেছে, প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার আনন্দটা উপভোগ করারই সুযোগ পাচ্ছেন না সালমা-জাহানারারা। 

সুখবর নিয়ে বাংলাদেশের মেয়েদের দেশে ফেরায় তৈরি হয়েছে জটিলতা। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে বলেছেন, ‘যাত্রাটা মসৃণ হবে না। হারারে থেকে এখন একটা ট্রানজিটে (নামিবিয়া) আছে তারা। সেখানে আইসিসির ভাড়া করা বিমান গেলে তবেই ওমানে আসবে। ওমান থেকে ঢাকায় কীভাবে আসবে, সেটা আইসিসি দেখবে। আশা করি, দুই-তিন দিনের মধ্যে পৌঁছাবে।’ 

আগামী বছর নিউজিল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপের দ্বাদশ আসরে খেলার নিশ্চয়তা পাওয়ায় নিগার-সালমা-শারমিনরা যারপরনাই খুশি। তবে সেটা উপভোগের সুযোগ আর কই পেলেন তাঁরা? করোনা ধাবায় যে দেশে ফেরাই জটিল আকার ধারণ করেছে। জিম্বাবুয়েসহ আফ্রিকার দক্ষিণাঞ্চলে করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাবে এবারের বাছাইপর্ব বাতিল করেছে আইসিসি। এ জন্য ভিসা জটিলতায় জটিল পথে দেশে ফিরতে হচ্ছে জাহানারাদের। 

এতসব জটিলতার ভেতর বাংলাদেশ নারী দল অবশ্য আরও একটি খুশির খবর দিয়েছে। প্রথমবারের মতো নারীদের ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠে এসেছেন জাহানারারা। এবারের বিশ্বকাপ বাছাইপর্বে বাতিল হওয়ার আগে তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানের বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে স্রেফ উড়িয়ে দিয়েছে। তবে নিজেদের তৃতীয় ম্যাচে থাইল্যান্ডের কাছে হেরে ধাক্কা খেতে হয়। এসব বাদ দিয়ে এখন অবশ্য জাহানারাদের দেশে ফেরাটাই বড় হয়ে দেখা দিয়েছে। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত