ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরুর সময় যত এগিয়ে আসছে, শাহিন শাহ আফ্রিদিকে নিয়েও চলছে আলাপ-আলোচনা। ঘরের মাঠে টেস্ট সিরিজে শাহিনের খেলা নিয়ে বেশ অনিশ্চয়তা রয়েছে। তবে পাকিস্তানের বাঁহাতি পেসারের মনে তা নিয়ে যেন কোনো ভাবনা নেই।
শাহিনের আচরণে কোচ ও পিসিবি বোর্ড কর্মকর্তারা অসন্তুষ্ট—এমন সারমর্মে এ মাসের প্রথম দিকে ‘ক্রিকেট পাকিস্তান’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি তাঁর বিরুদ্ধে পিসিবি কঠোর পদক্ষেপ নিতে পারে বলে শোনা গেছে। প্রায় এক মাস ধরে চলমান গুঞ্জন নিয়ে গতকাল প্রশ্ন করা হয় শাহিনকে। করাচিতে সংবাদমাধ্যমকে পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘আমি জানি না বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়ব কি না। আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা। সেটা সম্মানের সঙ্গে করতে চাই।’
এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেন শাহিন। এক সিরিজ পরই আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব হাতছাড়া হয়ে যায় বাবর আজমের কারণে। এ বছরের মার্চে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ফিরে পান বাবর। বাবরের নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হলে তুমুল সমালোচনা শুরু হয়। সেক্ষেত্রে আবার অধিনায়কত্ব ফিরে পাবেন কি না, এমন কিছু জিজ্ঞেস করা হলে তা কৌশলে এড়িয়েছেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘নেতৃত্ব নিয়ে কখনোই ভাবি না আমি। দেশকে প্রতিনিধিত্ব করাই আমার মূল লক্ষ্য। দলে কোনোরকম নেতিবাচক কিছু ছড়াতে চাই না। সতীর্থরা সবাই আমার বন্ধুর মতো। সব সময় দেশের জন্য লড়াই করতে চাই।’
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মে মাসের শেষে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় ইংল্যান্ড সফরে। হেডিংলিতে এক অনুশীলন সেশনে শাহিন একাধিক নো বল করছিলেন। ব্যাপারটি দেখার পর মোহাম্মদ ইউসুফ যখন কিছু বলেছিলেন, শাহিনের উত্তর ছিল, ‘আমাকে এখন অনুশীলন করতে দিন। কাজের মধ্যে কথা বলবেন না।’ ইউসুফের সঙ্গে ঝগড়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তৎক্ষণাৎ তিরস্কার করেছিল শাহিনকে। পাকিস্তানের বাঁহাতি পেসার পরে ইউসুফের কাছে ক্ষমা চাইলে ব্যাপারটি আপাতত শেষ হলেও আলোচনা থেমে থাকেনি।
বাংলাদেশ সিরিজে শাহিন বাদ পড়তে পারেন—এই ব্যাপারে পাকিস্তানের লাল বলের কোচ গিলেস্পির কণ্ঠে ছিল ভিন্ন সুর। গিলেস্পি বলেছিলেন, ‘বাংলাদেশ টেস্ট সিরিজ শাহিন মিস করতে পারে। কারণ সে বাবা হতে যাচ্ছে। আমরা তাকে আরও বিশ্রাম দিতে পারব, যদি সে তার স্ত্রীর পাশে সেই পর্যন্ত (বাংলাদেশ সিরিজ) থাকতে চায়।’
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ৩৬.৬৬ শতাংশ সফলতার হার নিয়ে পাঁচে রয়েছে পাকিস্তান। আট নম্বরে থাকা বাংলাদেশের সাফল্যের হার ২৫ শতাংশ।
আরও পড়ুন–
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরুর সময় যত এগিয়ে আসছে, শাহিন শাহ আফ্রিদিকে নিয়েও চলছে আলাপ-আলোচনা। ঘরের মাঠে টেস্ট সিরিজে শাহিনের খেলা নিয়ে বেশ অনিশ্চয়তা রয়েছে। তবে পাকিস্তানের বাঁহাতি পেসারের মনে তা নিয়ে যেন কোনো ভাবনা নেই।
শাহিনের আচরণে কোচ ও পিসিবি বোর্ড কর্মকর্তারা অসন্তুষ্ট—এমন সারমর্মে এ মাসের প্রথম দিকে ‘ক্রিকেট পাকিস্তান’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি তাঁর বিরুদ্ধে পিসিবি কঠোর পদক্ষেপ নিতে পারে বলে শোনা গেছে। প্রায় এক মাস ধরে চলমান গুঞ্জন নিয়ে গতকাল প্রশ্ন করা হয় শাহিনকে। করাচিতে সংবাদমাধ্যমকে পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘আমি জানি না বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়ব কি না। আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা। সেটা সম্মানের সঙ্গে করতে চাই।’
এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেন শাহিন। এক সিরিজ পরই আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব হাতছাড়া হয়ে যায় বাবর আজমের কারণে। এ বছরের মার্চে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ফিরে পান বাবর। বাবরের নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হলে তুমুল সমালোচনা শুরু হয়। সেক্ষেত্রে আবার অধিনায়কত্ব ফিরে পাবেন কি না, এমন কিছু জিজ্ঞেস করা হলে তা কৌশলে এড়িয়েছেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘নেতৃত্ব নিয়ে কখনোই ভাবি না আমি। দেশকে প্রতিনিধিত্ব করাই আমার মূল লক্ষ্য। দলে কোনোরকম নেতিবাচক কিছু ছড়াতে চাই না। সতীর্থরা সবাই আমার বন্ধুর মতো। সব সময় দেশের জন্য লড়াই করতে চাই।’
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মে মাসের শেষে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় ইংল্যান্ড সফরে। হেডিংলিতে এক অনুশীলন সেশনে শাহিন একাধিক নো বল করছিলেন। ব্যাপারটি দেখার পর মোহাম্মদ ইউসুফ যখন কিছু বলেছিলেন, শাহিনের উত্তর ছিল, ‘আমাকে এখন অনুশীলন করতে দিন। কাজের মধ্যে কথা বলবেন না।’ ইউসুফের সঙ্গে ঝগড়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তৎক্ষণাৎ তিরস্কার করেছিল শাহিনকে। পাকিস্তানের বাঁহাতি পেসার পরে ইউসুফের কাছে ক্ষমা চাইলে ব্যাপারটি আপাতত শেষ হলেও আলোচনা থেমে থাকেনি।
বাংলাদেশ সিরিজে শাহিন বাদ পড়তে পারেন—এই ব্যাপারে পাকিস্তানের লাল বলের কোচ গিলেস্পির কণ্ঠে ছিল ভিন্ন সুর। গিলেস্পি বলেছিলেন, ‘বাংলাদেশ টেস্ট সিরিজ শাহিন মিস করতে পারে। কারণ সে বাবা হতে যাচ্ছে। আমরা তাকে আরও বিশ্রাম দিতে পারব, যদি সে তার স্ত্রীর পাশে সেই পর্যন্ত (বাংলাদেশ সিরিজ) থাকতে চায়।’
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ৩৬.৬৬ শতাংশ সফলতার হার নিয়ে পাঁচে রয়েছে পাকিস্তান। আট নম্বরে থাকা বাংলাদেশের সাফল্যের হার ২৫ শতাংশ।
আরও পড়ুন–
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
২ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
২ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩ ঘণ্টা আগে