ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরুর সময় যত এগিয়ে আসছে, শাহিন শাহ আফ্রিদিকে নিয়েও চলছে আলাপ-আলোচনা। ঘরের মাঠে টেস্ট সিরিজে শাহিনের খেলা নিয়ে বেশ অনিশ্চয়তা রয়েছে। তবে পাকিস্তানের বাঁহাতি পেসারের মনে তা নিয়ে যেন কোনো ভাবনা নেই।
শাহিনের আচরণে কোচ ও পিসিবি বোর্ড কর্মকর্তারা অসন্তুষ্ট—এমন সারমর্মে এ মাসের প্রথম দিকে ‘ক্রিকেট পাকিস্তান’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি তাঁর বিরুদ্ধে পিসিবি কঠোর পদক্ষেপ নিতে পারে বলে শোনা গেছে। প্রায় এক মাস ধরে চলমান গুঞ্জন নিয়ে গতকাল প্রশ্ন করা হয় শাহিনকে। করাচিতে সংবাদমাধ্যমকে পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘আমি জানি না বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়ব কি না। আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা। সেটা সম্মানের সঙ্গে করতে চাই।’
এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেন শাহিন। এক সিরিজ পরই আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব হাতছাড়া হয়ে যায় বাবর আজমের কারণে। এ বছরের মার্চে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ফিরে পান বাবর। বাবরের নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হলে তুমুল সমালোচনা শুরু হয়। সেক্ষেত্রে আবার অধিনায়কত্ব ফিরে পাবেন কি না, এমন কিছু জিজ্ঞেস করা হলে তা কৌশলে এড়িয়েছেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘নেতৃত্ব নিয়ে কখনোই ভাবি না আমি। দেশকে প্রতিনিধিত্ব করাই আমার মূল লক্ষ্য। দলে কোনোরকম নেতিবাচক কিছু ছড়াতে চাই না। সতীর্থরা সবাই আমার বন্ধুর মতো। সব সময় দেশের জন্য লড়াই করতে চাই।’
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মে মাসের শেষে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় ইংল্যান্ড সফরে। হেডিংলিতে এক অনুশীলন সেশনে শাহিন একাধিক নো বল করছিলেন। ব্যাপারটি দেখার পর মোহাম্মদ ইউসুফ যখন কিছু বলেছিলেন, শাহিনের উত্তর ছিল, ‘আমাকে এখন অনুশীলন করতে দিন। কাজের মধ্যে কথা বলবেন না।’ ইউসুফের সঙ্গে ঝগড়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তৎক্ষণাৎ তিরস্কার করেছিল শাহিনকে। পাকিস্তানের বাঁহাতি পেসার পরে ইউসুফের কাছে ক্ষমা চাইলে ব্যাপারটি আপাতত শেষ হলেও আলোচনা থেমে থাকেনি।
বাংলাদেশ সিরিজে শাহিন বাদ পড়তে পারেন—এই ব্যাপারে পাকিস্তানের লাল বলের কোচ গিলেস্পির কণ্ঠে ছিল ভিন্ন সুর। গিলেস্পি বলেছিলেন, ‘বাংলাদেশ টেস্ট সিরিজ শাহিন মিস করতে পারে। কারণ সে বাবা হতে যাচ্ছে। আমরা তাকে আরও বিশ্রাম দিতে পারব, যদি সে তার স্ত্রীর পাশে সেই পর্যন্ত (বাংলাদেশ সিরিজ) থাকতে চায়।’
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ৩৬.৬৬ শতাংশ সফলতার হার নিয়ে পাঁচে রয়েছে পাকিস্তান। আট নম্বরে থাকা বাংলাদেশের সাফল্যের হার ২৫ শতাংশ।
আরও পড়ুন–
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ শুরুর সময় যত এগিয়ে আসছে, শাহিন শাহ আফ্রিদিকে নিয়েও চলছে আলাপ-আলোচনা। ঘরের মাঠে টেস্ট সিরিজে শাহিনের খেলা নিয়ে বেশ অনিশ্চয়তা রয়েছে। তবে পাকিস্তানের বাঁহাতি পেসারের মনে তা নিয়ে যেন কোনো ভাবনা নেই।
শাহিনের আচরণে কোচ ও পিসিবি বোর্ড কর্মকর্তারা অসন্তুষ্ট—এমন সারমর্মে এ মাসের প্রথম দিকে ‘ক্রিকেট পাকিস্তান’ একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এমনকি তাঁর বিরুদ্ধে পিসিবি কঠোর পদক্ষেপ নিতে পারে বলে শোনা গেছে। প্রায় এক মাস ধরে চলমান গুঞ্জন নিয়ে গতকাল প্রশ্ন করা হয় শাহিনকে। করাচিতে সংবাদমাধ্যমকে পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘আমি জানি না বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বাদ পড়ব কি না। আমার কাজ হচ্ছে ক্রিকেট খেলা। সেটা সম্মানের সঙ্গে করতে চাই।’
এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেন শাহিন। এক সিরিজ পরই আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব হাতছাড়া হয়ে যায় বাবর আজমের কারণে। এ বছরের মার্চে সাদা বলের ক্রিকেটে নেতৃত্ব ফিরে পান বাবর। বাবরের নেতৃত্বে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবি হলে তুমুল সমালোচনা শুরু হয়। সেক্ষেত্রে আবার অধিনায়কত্ব ফিরে পাবেন কি না, এমন কিছু জিজ্ঞেস করা হলে তা কৌশলে এড়িয়েছেন শাহিন। পাকিস্তানের বাঁহাতি পেসার বলেন, ‘নেতৃত্ব নিয়ে কখনোই ভাবি না আমি। দেশকে প্রতিনিধিত্ব করাই আমার মূল লক্ষ্য। দলে কোনোরকম নেতিবাচক কিছু ছড়াতে চাই না। সতীর্থরা সবাই আমার বন্ধুর মতো। সব সময় দেশের জন্য লড়াই করতে চাই।’
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মে মাসের শেষে পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলতে যায় ইংল্যান্ড সফরে। হেডিংলিতে এক অনুশীলন সেশনে শাহিন একাধিক নো বল করছিলেন। ব্যাপারটি দেখার পর মোহাম্মদ ইউসুফ যখন কিছু বলেছিলেন, শাহিনের উত্তর ছিল, ‘আমাকে এখন অনুশীলন করতে দিন। কাজের মধ্যে কথা বলবেন না।’ ইউসুফের সঙ্গে ঝগড়ার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট তৎক্ষণাৎ তিরস্কার করেছিল শাহিনকে। পাকিস্তানের বাঁহাতি পেসার পরে ইউসুফের কাছে ক্ষমা চাইলে ব্যাপারটি আপাতত শেষ হলেও আলোচনা থেমে থাকেনি।
বাংলাদেশ সিরিজে শাহিন বাদ পড়তে পারেন—এই ব্যাপারে পাকিস্তানের লাল বলের কোচ গিলেস্পির কণ্ঠে ছিল ভিন্ন সুর। গিলেস্পি বলেছিলেন, ‘বাংলাদেশ টেস্ট সিরিজ শাহিন মিস করতে পারে। কারণ সে বাবা হতে যাচ্ছে। আমরা তাকে আরও বিশ্রাম দিতে পারব, যদি সে তার স্ত্রীর পাশে সেই পর্যন্ত (বাংলাদেশ সিরিজ) থাকতে চায়।’
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের প্রথম টেস্ট। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে ৩০ আগস্ট শুরু হচ্ছে দুই দলের দ্বিতীয় টেস্ট। দুই ম্যাচের টেস্ট সিরিজটি আইসিসি ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ৩৬.৬৬ শতাংশ সফলতার হার নিয়ে পাঁচে রয়েছে পাকিস্তান। আট নম্বরে থাকা বাংলাদেশের সাফল্যের হার ২৫ শতাংশ।
আরও পড়ুন–
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১৩ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১৩ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৫ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৬ ঘণ্টা আগে