এগোলেন মিরাজ, পেছালেন মুশফিক

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৩, ২১: ১৫
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ২১: ৪০

সিলেট টেস্টে ঐতিহাসিক জয় পেলেও নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে হেরেছে বাংলাদেশ। তবে এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। উন্নতি হয়েছে নাঈম হাসানেরও। এই অফ স্পিনার প্রথম ইনিংসে নেন ২ উইকেট। তবে দ্বিতীয় ইনিংসে ছিলেন উইকেটশূন্য।

তবে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন বাংলাদেশের মুশফিকুর রহিম, মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত। আজ হালনাগাদ করা আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন মিরাজ। পাঁচ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠে এসেছেন নাঈম।

মিরপুর টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৪ রন করেছেন মুশফিক। তার মধ্যে প্রথম ইনিংসে ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ড’ আউট হয়ে বিতর্কের মুখেও পড়েন এই অভিজ্ঞ ব্যাটার। মুশফিক টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২২ নম্বরে। ৪৬ নম্বরে আছেন শান্ত, পিছিয়েছেন চার ধাপ। কিউইদের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেক হয় এই বাঁহাতি ব্যাটার।

টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সূর্যকুমার যাদব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফিফটিতে বেড়েছে তাঁর রেটিং। সূর্যের রেটিং এখন ৮৬৫। দুইয়ে থাকা পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৭৮৭। টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। বোলারদের শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত