ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় দিনেই ভারত-পাকিস্তান মহারণ। আগামী ২৪ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই মর্যাদার লড়াইয়ে পাকিস্তান জিততে পারলে পাবে মোটা অঙ্কের অর্থ পুরস্কার।
বিনিয়োগকারীরা এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাকে জানিয়েছেন, ‘ব্ল্যাংক চেক’ প্রস্তুত আছে। শুধু ভারতকে হারানোর অপেক্ষা।
পিসিবির অর্থায়নের একটা বড় অংশ নির্ভর করে ভারতের ওপর। কারণ পাকিস্তান আইসিসি থেকে যে অর্থ পায়, তার সিংহভাগ আসে ভারত থেকে। তবে এবার বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান পিসিবিকে আশ্বস্ত করেছে বিশ্বকাপে বিরাট কোহলি-রোহিত শর্মাদের হারাতে পারলে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাবে বাবর আজমের দল।
এ বিষয়ে রমিজ রাজা বলেছেন, ‘পিসিবি পরিচালিত হয় আইসিসির ৫০ শতাংশ অর্থায়নে। আর আইসিসির ৯০ শতাংশ অর্থায়ন আসে ভারত থেকে। এ জন্য আমি কিছুটা শঙ্কিত। যদি ভারত আইসিসিকে টাকা না দেয়, তাহলে পিসিবি মুখ থুবড়ে পড়বে। কারণ তখন পিসিবি আইসিসি থেকে কোনো টাকা পাবে না। তবে আমিও প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তান ক্রিকেটকে আরও শক্তিশালী রূপ দেব। বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমাকে বলেছে ‘ব্ল্যাংক চেক’ প্রস্তুত আছে পিসিবির জন্য। শুধু বিশ্বকাপে ভারতকে হারাতে হবে।’
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট নিয়েও নতুন করে ভাবছেন রমিজ। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিশ্চিত করতে পিসিবি পৃষ্ঠপোষক খুঁজছে বলেও জানিয়েছেন রমিজ, ‘আমরা ঘরোয়া ক্রিকেটারদের বেতন এক লাখ টাকা বাড়িয়েছি। কারণ আমরা নিশ্চিত করতে চাই তারা প্রতি বছর যেন কমপক্ষে ৪ মিলিয়ন রুপি (২০ লাখ টাকা) উপার্জন করতে পারে। পিসিবি এ অর্থ জোগাড়ে পৃষ্ঠপোষক খুঁজছে।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বের দ্বিতীয় দিনেই ভারত-পাকিস্তান মহারণ। আগামী ২৪ অক্টোবর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর সেই মর্যাদার লড়াইয়ে পাকিস্তান জিততে পারলে পাবে মোটা অঙ্কের অর্থ পুরস্কার।
বিনিয়োগকারীরা এরই মধ্যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজাকে জানিয়েছেন, ‘ব্ল্যাংক চেক’ প্রস্তুত আছে। শুধু ভারতকে হারানোর অপেক্ষা।
পিসিবির অর্থায়নের একটা বড় অংশ নির্ভর করে ভারতের ওপর। কারণ পাকিস্তান আইসিসি থেকে যে অর্থ পায়, তার সিংহভাগ আসে ভারত থেকে। তবে এবার বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান পিসিবিকে আশ্বস্ত করেছে বিশ্বকাপে বিরাট কোহলি-রোহিত শর্মাদের হারাতে পারলে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাবে বাবর আজমের দল।
এ বিষয়ে রমিজ রাজা বলেছেন, ‘পিসিবি পরিচালিত হয় আইসিসির ৫০ শতাংশ অর্থায়নে। আর আইসিসির ৯০ শতাংশ অর্থায়ন আসে ভারত থেকে। এ জন্য আমি কিছুটা শঙ্কিত। যদি ভারত আইসিসিকে টাকা না দেয়, তাহলে পিসিবি মুখ থুবড়ে পড়বে। কারণ তখন পিসিবি আইসিসি থেকে কোনো টাকা পাবে না। তবে আমিও প্রতিজ্ঞাবদ্ধ পাকিস্তান ক্রিকেটকে আরও শক্তিশালী রূপ দেব। বড় একটি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আমাকে বলেছে ‘ব্ল্যাংক চেক’ প্রস্তুত আছে পিসিবির জন্য। শুধু বিশ্বকাপে ভারতকে হারাতে হবে।’
পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট নিয়েও নতুন করে ভাবছেন রমিজ। ঘরোয়া ক্রিকেটারদের বেতন বৃদ্ধি নিশ্চিত করতে পিসিবি পৃষ্ঠপোষক খুঁজছে বলেও জানিয়েছেন রমিজ, ‘আমরা ঘরোয়া ক্রিকেটারদের বেতন এক লাখ টাকা বাড়িয়েছি। কারণ আমরা নিশ্চিত করতে চাই তারা প্রতি বছর যেন কমপক্ষে ৪ মিলিয়ন রুপি (২০ লাখ টাকা) উপার্জন করতে পারে। পিসিবি এ অর্থ জোগাড়ে পৃষ্ঠপোষক খুঁজছে।’
পাকিস্তান ক্রিকেটে অস্থিরতা নতুন কিছু নয়। এখনো অন্তর্বর্তী কোচ হিসেবেই দায়িত্ব পালন করে যাচ্ছেন আকিব জাভেদ। এবার তাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন পাকিস্তানের সাবেক কোচ জেসন গিলেস্পি। শুধু তা-ই নয়, আকিব তাঁর কাছে ভাঁড়ের মতন।
২৯ মিনিট আগেটানা দ্বিতীয়বার সাফ জেতার পর ফিফা র্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দল। কিন্তু এবার র্যাঙ্কিংয়ে অবনতি ঘটেছে তাদের। এমনটা অবশ্য অনুমিতই ছিল। কেননা সবশেষ ফিফা উইন্ডোতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলে জয়ের দেখা পায়নি তারা। দুই ম্যাচেই হেরেছে ৩-১ গোলের ব্যবধানে।
৩ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আজ মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের ম্যাচের মধ্যমণি মুশফিকুর রহিম। সামাজিক মাধ্যমে গত রাতে আচমকা এক ঘোষণায় ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। আজ মোহামেডান-রূপগঞ্জ টাইগার্স ম্যাচের আগে দেওয়া হয় ‘গার্ড অব অনার’।
৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তান ম্যাচের চেয়েও বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ গত কয়েক বছর দারুণ উত্তেজনা ছড়াচ্ছে। বিশেষ করে ২০১৮ নিদহাস ট্রফিতে মুশফিকুর রহিমের সেই ‘নাগিন ড্যান্স’-এর পর থেকেই দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক উত্তপ্ত। এবার শত্রুতা ভুলে মুশফিককে নিয়ে আবেগঘন পোস্ট দিলেন শ্রীলঙ্কান এক ক্রিকেটার।
৪ ঘণ্টা আগে