গুরুতর অপরাধে পাঁচ বছর নিষিদ্ধ আফগান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১৩: ৪০
আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১৪: ৩৯

কড়া শাস্তি পেলেন আফগানিস্তানের ইহসানউল্লাহ জানাত। সব ধরনের ক্রিকেট থেকে পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে আফগান এই টপ অর্ডার ব্যাটারকে। 
 
জানাতের পাঁচ বছরের নিষেধাজ্ঞার কথা আজ নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। শাস্তি তৎক্ষণাৎ কার্যকর হবে। এ বছর কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে এসিবি ও আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ভঙ্গের অভিযোগ তুলেছে এসিবি। 

কোন আইনে জানাতকে দোষী সাব্যস্ত করা হয়েছে তা জানিয়েছে আফগান বোর্ড। এক বিবৃতিতে এসিবি বলেছে, ‘আইসিসির দুর্নীতিবিরোধী নীতিমালা ২.১. ১ ভঙ্গের কারণে দোষী সাব্যস্ত করা হয়েছে জানাতকে। এই আইন অনুসারে ম্যাচ পাতানোর জন্য অনৈতিক প্রভাব খাটানো, আচরণবিধি লঙ্ঘন—এসব কারণে শাস্তি পেয়েছেন তিনি। সব ধরনের ক্রিকেট থেকে তাই পাঁচ বছর নিষিদ্ধ করা হয়েছে তাঁকে। জানাত শাস্তি মাথা পেতে নিয়েছেন। দুর্নীতিতে জড়িত থাকার কথাও স্বীকার করেছেন।’ 

শুধু জানাতই নন, ম্যাচ পাতানোয় জড়িত সন্দেহে আরও তিন ক্রিকেটারের ওপর তদন্ত চালাচ্ছে এসিবির দুর্নীতিবিরোধী ইউনিট। তবে সেই তিন ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি। এসিবি বলেছে, ‘তাদের দোষ স্বীকারের ওপর নির্ভর করছে তারা জড়িত কি না। এর ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

এ বছরের ৪ থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে কাবুল প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসর। জানাত খেলেছেন শামসাদ ঈগলসের হয়ে। ৪ ম্যাচে ১৮ গড় ও ১৫০ স্ট্রাইকরেটে ৭২ রান করেন তিনি। ছয় দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে ষষ্ঠ হয়েই শেষ করেছে শামসাদ ঈগলস। 

২০১৭ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন জানাত। ৩ টেস্ট ও ১৬ ওয়ানডের সঙ্গে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচ খেলেন তিনি। ২০ ম্যাচে ২১.৮৫ গড়ে ৪৩৭ রান করেন আফগান এই টপ অর্ডার ব্যাটার। চার ফিফটি করেছেন তিনি। ২০২২-এর জুনে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচটাই আফগানিস্তানের জার্সিতে শেষ ম্যাচ জানাতের।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত