Ajker Patrika

রোহিত যেখানে সবার পেছনে 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৩: ৫৯
রোহিত যেখানে সবার পেছনে 

‘ক্যাপ্টেইন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’—দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে গতকাল রোহিত শর্মার পারফরম্যান্স ছিল এমনই। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মুম্বাই ইন্ডিয়ান্সের প্রথম জয় এনে দেওয়া ম্যাচে হয়েছেন ম্যাচ-সেরা। তবে একটা পরিসংখ্যানের দিকে তাকালে হয়তো মন খারাপ হবে রোহিতের, যে তালিকায় ভারতীয় এই ব্যাটার সবার পেছনে।

দিল্লির দেওয়া ১৭৩ রান তাড়া করতে নেমে গতকাল অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন রোহিত। ২৯ বলে ফিফটি করেন মুম্বাইয়ের অধিনায়ক। আইপিএলের ৪১তম ফিফটি তুলে নেন তিনি। ৪৫ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় ৬৫ রান করেন এই ওপেনার। ফিফটি করার এই তালিকায় সবচেয়ে পেছনে রোহিত। ২৪ ইনিংস পর ফিফটি পেয়েছেন আইপিএলে, যা ওপেনারদের মধ্যে টুর্নামেন্টে টানা লম্বা সময় ফিফটি না পাওয়ার রেকর্ড। ২০২১ এর এপ্রিলে পাঞ্জাব কিংসের বিপক্ষে সবশেষ ফিফটি পেয়েছিলেন তিনি।

রোহিতের পর আইপিএলে টানা ফিফটি না পাওয়া ওপেনারদের তালিকায় আছেন আরও দুই ভারতীয়। মায়াঙ্ক আগারওয়াল ও মুরলি বিজয়  ২১ ও ২০ ইনিংস টুর্নামেন্টে ফিফটির দেখা পাননি।

আইপিএলে টানা ফিফটি না করা ওপেনার: 
২৪ ইনিংস: রোহিত শর্মা (২০২১-২৩) 
২১ ইনিংস: মায়াঙ্ক আগারওয়াল (২০১১-১৫) 
২০ ইনিংস: মুরলি বিজয় (২০১৪-১৬)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত