ক্রীড়া ডেস্ক
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান আঙুলের চোটে পড়লে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দলে অন্তর্ভুক্ত করা হয় মাহমুদউল্লাহকে। যদিও তাঁর বদলে মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়।
বিশ্রাম দেওয়ার পরও কেন হঠাৎ করে ফেরানো হলো রিয়াদকে—এর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বোর্ড সভা শেষে তিনি বলেছেন, ‘ওকে অধিনায়কত্ব থেকে বিরতিতে রেখেছি, খেলা থেকে নয়। যেটা মুমিনুলের ক্ষেত্রে করেছি। তাই বলে ওরা কেউ বাদ পড়েনি। এটা সাময়িকও হতে পারে।’
হঠাৎ একাদশে ঢুকে পড়াই নয়; মাহমুদউল্লাহকে ফের নেতৃত্বে আনলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, টি-টোয়েন্টিতে এখনো পাপনের ভাবনায় আছেন তিনি, ‘অধিনায়ক হিসেবে ৩ জনের নাম আছে। রিয়াদ আছে, সাকিবের নাম অবশ্যই আছে, অস্বীকার করার কিছু নেই। এর আগে লিটন আমাদের ভাবনায় ছিল। এখন নতুন যোগ হয়েছে সোহান।’
অধিনায়কত্ব নিয়ে অবশ্য পরিষ্কার কিছু জানাননি পাপন। তবে যাঁকেই দায়িত্ব দেওয়া হোক, তাঁর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বোর্ড প্রধান, ‘অনেকে মনে করছে সোহান ভবিষ্যতের জন্য সেরা অধিনায়ক হবে। কিন্তু এখনই কিছু বলা যাবে না। কারণ, যাকেই অধিনায়ক বানানো হোক না কেন তার সঙ্গে আলোচনার বিষয় আছে। তার সঙ্গে শর্তসাপেক্ষে সবকিছু হবে। এসব নিয়ে আলোচনা করতে হবে, এগুলো খুব দ্রুতই হবে, কয়েক দিনের মধ্যেই সবাই জানতে পারবে।’
জিম্বাবুয়ে সফরের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে রাখা হয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদকে। কিন্তু দ্বিতীয় টি-টোয়েন্টিতে নুরুল হাসান সোহান আঙুলের চোটে পড়লে সিরিজ নির্ধারণী ম্যাচের আগে দলে অন্তর্ভুক্ত করা হয় মাহমুদউল্লাহকে। যদিও তাঁর বদলে মোসাদ্দেক হোসেন সৈকতকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়।
বিশ্রাম দেওয়ার পরও কেন হঠাৎ করে ফেরানো হলো রিয়াদকে—এর ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। আজ বোর্ড সভা শেষে তিনি বলেছেন, ‘ওকে অধিনায়কত্ব থেকে বিরতিতে রেখেছি, খেলা থেকে নয়। যেটা মুমিনুলের ক্ষেত্রে করেছি। তাই বলে ওরা কেউ বাদ পড়েনি। এটা সাময়িকও হতে পারে।’
হঠাৎ একাদশে ঢুকে পড়াই নয়; মাহমুদউল্লাহকে ফের নেতৃত্বে আনলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ, টি-টোয়েন্টিতে এখনো পাপনের ভাবনায় আছেন তিনি, ‘অধিনায়ক হিসেবে ৩ জনের নাম আছে। রিয়াদ আছে, সাকিবের নাম অবশ্যই আছে, অস্বীকার করার কিছু নেই। এর আগে লিটন আমাদের ভাবনায় ছিল। এখন নতুন যোগ হয়েছে সোহান।’
অধিনায়কত্ব নিয়ে অবশ্য পরিষ্কার কিছু জানাননি পাপন। তবে যাঁকেই দায়িত্ব দেওয়া হোক, তাঁর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেবেন বোর্ড প্রধান, ‘অনেকে মনে করছে সোহান ভবিষ্যতের জন্য সেরা অধিনায়ক হবে। কিন্তু এখনই কিছু বলা যাবে না। কারণ, যাকেই অধিনায়ক বানানো হোক না কেন তার সঙ্গে আলোচনার বিষয় আছে। তার সঙ্গে শর্তসাপেক্ষে সবকিছু হবে। এসব নিয়ে আলোচনা করতে হবে, এগুলো খুব দ্রুতই হবে, কয়েক দিনের মধ্যেই সবাই জানতে পারবে।’
২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
৪১ মিনিট আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
২ ঘণ্টা আগেঅ্যান্টিগা টেস্টে বাংলাদেশ দলের প্রথম দিন কাটল অম্ল-মধুর। আলোকস্বল্পতার কারণে খেলা হয়েছে ৮৪ ওভার। দিন শেষে ওয়েস্ট ইন্ডিজ তুলেছে ৫ উইকেটে ২৫০ রান।
৫ ঘণ্টা আগে