ক্রীড়া ডেস্ক
ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতেই পারছেন না মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। ভেন্যু বদলালেও তাঁদের ব্যাটে চলছে রানের খরা। তবে আইসিসির সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এই দুই বাংলাদেশি ব্যাটারের দেখা গেছে দুই রকম অবস্থা।
মিরপুরে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। ম্যাচের তৃতীয় দিনেই আইসিসি হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। হালনাগাদ করার পর টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন মুশফিক। বাংলাদেশের ব্যাটারের রেটিং পয়েন্ট ৬৪৮। মুশফিক এগোলেও শান্ত পিছিয়েছেন দুই ধাপ। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৪৮ নম্বরে অবস্থান করছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৫২৯।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে ১১ ও ৩১ রান করে আউট হয়েছেন মুশফিক। দুইবারই তিনি কাগিসো রাবাদার বলে মুশফিক বোল্ড হয়েছেন। শান্ত প্রোটিয়াদের বিপক্ষে চলমান টেস্টে করেছেন ৩০ রান। দ্বিতীয় ইনিংসে করেছেন ২৩ রান। টেস্টে টানা চার ইনিংসে ফিফটির আগেই আউট হয়েছেন শান্ত। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে মুশফিক টানা ৮ ইনিংসে ফিফটি করতে ব্যর্থ হয়েছেন। রাওয়ালপিন্ডিতে আগস্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে যে ১৯১ রানের ইনিংস খেলেছিলেন, সেটাই তাঁর টেস্টে সবশেষ কোনো ফিফটি পেরোনো ইনিংস।
৯১৭ রেটিং নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। মুলতানে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ২৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। পরবর্তীতে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্টে করেছেন ৫২ রান। কোনো ইনিংসেই ফিফটি করতে পারেননি। কেইন উ্ইলিয়ামসন ৮২১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে। কুঁচকির চোটে পড়ায় বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হয়নি তাঁর। সবশেষ টেস্ট তিনি খেলেন গত মাসে গলে শ্রীলঙ্কার বিপক্ষে।
আইসিসির আজ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবার আগে যশস্বী জয়সওয়াল। ৭৮০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই চতুর্থ স্থান ধরে রেখেছেন। তিন ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছেন ঋষভ পন্ত। ৭৮০ রেটিং পয়েন্ট এখন ভারতীয় এই ব্যাটারের। বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে ভারত যে দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান করেছিল, সেখানে ৯৯ রান করেছিলেন পন্ত। ৩৫৬ রানে পিছিয়ে থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তখন ব্যাটিং করতে হয়েছিল ভারতকে।
পন্তের এগোনোর দিনে পিছিয়েছেন বিরাট কোহলি। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে যাওয়া কোহলি এখন ৯ নম্বরে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম চার স্থান আগের মতোই অপরিবর্তিত। ৮৭১ ও ৮৪৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ও দুইয়ে জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন। যৌথভাবে চারে থাকা প্যাট কামিন্স ও কাগিসো রাবাদার রেটিং পয়েন্ট ৮২০।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন ম্যাট হেনরি। দুই ধাপ এগিয়ে এখন ৯ নম্বরে হেনরি। ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে প্রথম টেস্টে তিনি পেয়েছিলেন ৮ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে কিউই এই পেসার তুলে নিয়েছিলেন ৫ উইকেট। টেস্ট ইতিহাসে নিজেদের মাঠে ভারত সর্বনিম্ন ৪৬ রানে অলআউট হয় এই ইনিংসেই।
ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতেই পারছেন না মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্ত। ভেন্যু বদলালেও তাঁদের ব্যাটে চলছে রানের খরা। তবে আইসিসির সদ্য হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে এই দুই বাংলাদেশি ব্যাটারের দেখা গেছে দুই রকম অবস্থা।
মিরপুরে আজ বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে। ম্যাচের তৃতীয় দিনেই আইসিসি হালনাগাদ করেছে সাপ্তাহিক র্যাঙ্কিং। হালনাগাদ করার পর টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠে এসেছেন মুশফিক। বাংলাদেশের ব্যাটারের রেটিং পয়েন্ট ৬৪৮। মুশফিক এগোলেও শান্ত পিছিয়েছেন দুই ধাপ। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এখন ৪৮ নম্বরে অবস্থান করছেন শান্ত। বাংলাদেশ অধিনায়কের রেটিং পয়েন্ট ৫২৯।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দুই ইনিংসে ১১ ও ৩১ রান করে আউট হয়েছেন মুশফিক। দুইবারই তিনি কাগিসো রাবাদার বলে মুশফিক বোল্ড হয়েছেন। শান্ত প্রোটিয়াদের বিপক্ষে চলমান টেস্টে করেছেন ৩০ রান। দ্বিতীয় ইনিংসে করেছেন ২৩ রান। টেস্টে টানা চার ইনিংসে ফিফটির আগেই আউট হয়েছেন শান্ত। চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্টের দ্বিতীয় ইনিংসে ৮২ রান করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। অন্যদিকে মুশফিক টানা ৮ ইনিংসে ফিফটি করতে ব্যর্থ হয়েছেন। রাওয়ালপিন্ডিতে আগস্টে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে যে ১৯১ রানের ইনিংস খেলেছিলেন, সেটাই তাঁর টেস্টে সবশেষ কোনো ফিফটি পেরোনো ইনিংস।
৯১৭ রেটিং নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। মুলতানে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ২৬২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছিলেন। পরবর্তীতে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টেস্টে করেছেন ৫২ রান। কোনো ইনিংসেই ফিফটি করতে পারেননি। কেইন উ্ইলিয়ামসন ৮২১ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুইয়ে। কুঁচকির চোটে পড়ায় বেঙ্গালুরুতে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলা হয়নি তাঁর। সবশেষ টেস্ট তিনি খেলেন গত মাসে গলে শ্রীলঙ্কার বিপক্ষে।
আইসিসির আজ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবার আগে যশস্বী জয়সওয়াল। ৭৮০ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে আগের মতোই চতুর্থ স্থান ধরে রেখেছেন। তিন ধাপ এগিয়ে টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৬ নম্বরে উঠে এসেছেন ঋষভ পন্ত। ৭৮০ রেটিং পয়েন্ট এখন ভারতীয় এই ব্যাটারের। বেঙ্গালুরুতে সিরিজের প্রথম টেস্টে ভারত যে দ্বিতীয় ইনিংসে ৪৬২ রান করেছিল, সেখানে ৯৯ রান করেছিলেন পন্ত। ৩৫৬ রানে পিছিয়ে থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে তখন ব্যাটিং করতে হয়েছিল ভারতকে।
পন্তের এগোনোর দিনে পিছিয়েছেন বিরাট কোহলি। টেস্টে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে যাওয়া কোহলি এখন ৯ নম্বরে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে বোলারদের র্যাঙ্কিংয়ে প্রথম চার স্থান আগের মতোই অপরিবর্তিত। ৮৭১ ও ৮৪৯ রেটিং পয়েন্ট নিয়ে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে এক ও দুইয়ে জসপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন। যৌথভাবে চারে থাকা প্যাট কামিন্স ও কাগিসো রাবাদার রেটিং পয়েন্ট ৮২০।
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে উঠে এসেছেন ম্যাট হেনরি। দুই ধাপ এগিয়ে এখন ৯ নম্বরে হেনরি। ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে প্রথম টেস্টে তিনি পেয়েছিলেন ৮ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে কিউই এই পেসার তুলে নিয়েছিলেন ৫ উইকেট। টেস্ট ইতিহাসে নিজেদের মাঠে ভারত সর্বনিম্ন ৪৬ রানে অলআউট হয় এই ইনিংসেই।
জসপ্রীত বুমরা, মোহাম্মদ শামি ও হার্দিক পান্ডিয়াকে রেখেই আজ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে ভারত। এই তিন ক্রিকেটার একই সঙ্গে ভারতীয় ওয়ানডে দলে সবশেষ খেলেছিলেন ঘরের মাঠে ২০২৩ বিশ্বকাপে।
১ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই জাতীয় দলের বাইরে জামাল ভূঁইয়া। প্রিমিয়ার লিগে পাননি কোনো দলও। শেষ পর্যন্ত ডেনমার্কেই ফিরে যান। সেখানে লম্বা সময় ছুটির আমেজে থাকলেও অনুশীলন ছাড়েননি জামাল, ‘এত দিন আমি ডেনমার্কে ছিলাম, ওখানে স্থানীয় পর্যায়ে খেলেছি ক্লাবে অনুশীলন করেছি।’
১ ঘণ্টা আগেনেপালকে ৫ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ শুরু পেয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা নেপালের বিপক্ষে ব্যাটিংটা ততটা ভালো না হলেও বোলিং ও ফিল্ডিংয়ে অসাধারণ ছিল বাংলাদেশ। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার।
১ ঘণ্টা আগেওয়েস্ট ইন্ডিজ সফরে কিংসটাউনে সিরিজের দ্বিতীয় টোয়েন্টিতে চোটে পড়েন সৌম্য সরকার। ফিল্ডিং করার সময় ডান তর্জনী কেটে মারাত্মক চোট পেয়েছিলেন, লেগেছিল পাঁচটি সেলাইও। চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে, তখনই বিসিবির চিকিৎসা বিভাগ জানিয়েছিল। সৌম্য এখন সুস্থতার দিকে। চলছে পুনর্বাসন প্রক্রিয়া।
৪ ঘণ্টা আগে