ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে ভারত। হারটা ঠিক মেনে নিতে পারছেন না ভারত সমর্থকেরা। ম্যাচে ৪ ওভারে ৪৩ রান দেওয়ায় পেসার মোহাম্মদ শামি কাঠগড়ায় তুলেছেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হচ্ছেন শামি।
পাকিস্তানের বিপক্ষে খরুচে বোলিংয়ের কারণে তার ধর্ম নিয়ে কটূক্তিও করেছেন অনেক উগ্র সমর্থক। এই সমর্থকদের অনেকে তাঁকে বলছেন ‘পাকিস্তানি’। ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে বলা হচ্ছে তাঁকে। এই অবস্থায় নিজ দেশের বর্তমান-সাবেক ক্রিকেটারদের সমর্থন-ভালোবাসা পাচ্ছেন শামি। ভারতীয় পেসার এবার পাশে পাচ্ছেন সেই পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক মোহাম্মদ রিজওয়ানকেও।
রিজওয়ানের বিপক্ষেই ম্যাচে বেশি রান দিয়েছেন শামি। ঐতিহাসিক জয় পেতে শেষ তিন ওভারে পাকিস্তানের রান দরকার ছিল ১৭। শামির করা ১৮ তম ওভারের প্রথম তিন বলেই ১৪ রান নেন রিজওয়ান। ওই ওভারেই ১৭ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
তবে শামির এভাবে হেনস্তার শিকার হওয়াটা মানতে পারছেন না রিজওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পেসারের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ‘দেশ-দেশের মানুষের জন্য একজন খেলোয়াড়কে কী পরিমাণ চাপ নিতে হয়, সংগ্রাম করতে হয়, ত্যাগ শিকার করতে হয়, সেটা কখনোই পরিমাপ করা যাবে না। মোহাম্মদ শামি একজন তারকা ও বিশ্বের সেরা একজন বোলার। দয়া করে এমন ক্রিকেটারের মর্যাদা দিতে শিখুন। ভারত-পাকিস্তান ম্যাচ কাউকে দূরে ঠেলে দেয় না বরং কাছে আনে।’
বিশ্বকাপের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছে ভারত। হারটা ঠিক মেনে নিতে পারছেন না ভারত সমর্থকেরা। ম্যাচে ৪ ওভারে ৪৩ রান দেওয়ায় পেসার মোহাম্মদ শামি কাঠগড়ায় তুলেছেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে হেনস্তার শিকার হচ্ছেন শামি।
পাকিস্তানের বিপক্ষে খরুচে বোলিংয়ের কারণে তার ধর্ম নিয়ে কটূক্তিও করেছেন অনেক উগ্র সমর্থক। এই সমর্থকদের অনেকে তাঁকে বলছেন ‘পাকিস্তানি’। ভারত ছেড়ে পাকিস্তানে চলে যেতে বলা হচ্ছে তাঁকে। এই অবস্থায় নিজ দেশের বর্তমান-সাবেক ক্রিকেটারদের সমর্থন-ভালোবাসা পাচ্ছেন শামি। ভারতীয় পেসার এবার পাশে পাচ্ছেন সেই পাকিস্তানের জয়ের অন্যতম নায়ক মোহাম্মদ রিজওয়ানকেও।
রিজওয়ানের বিপক্ষেই ম্যাচে বেশি রান দিয়েছেন শামি। ঐতিহাসিক জয় পেতে শেষ তিন ওভারে পাকিস্তানের রান দরকার ছিল ১৭। শামির করা ১৮ তম ওভারের প্রথম তিন বলেই ১৪ রান নেন রিজওয়ান। ওই ওভারেই ১৭ রান তুলে ম্যাচ জিতে নেয় পাকিস্তান।
তবে শামির এভাবে হেনস্তার শিকার হওয়াটা মানতে পারছেন না রিজওয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতীয় পেসারের প্রতি সহানুভূতি জানিয়ে তিনি লিখেছেন, ‘দেশ-দেশের মানুষের জন্য একজন খেলোয়াড়কে কী পরিমাণ চাপ নিতে হয়, সংগ্রাম করতে হয়, ত্যাগ শিকার করতে হয়, সেটা কখনোই পরিমাপ করা যাবে না। মোহাম্মদ শামি একজন তারকা ও বিশ্বের সেরা একজন বোলার। দয়া করে এমন ক্রিকেটারের মর্যাদা দিতে শিখুন। ভারত-পাকিস্তান ম্যাচ কাউকে দূরে ঠেলে দেয় না বরং কাছে আনে।’
ভারতের জার্সি এখনো গায়ে পরতে পারেননি উর্বিল প্যাটেল। তাঁরই আগে হৈ চৈ ফেলে দিয়েছেন তিনি। ২৮ বলে সেঞ্চুরি করে রেকর্ড বই তছনছ করে দিয়েছেন উর্বিল।
১ ঘণ্টা আগেবুলাওয়েতে চলছে জিম্বাবুয়ে-পাকিস্তান সীমিত ওভারের ক্রিকেট সিরিজ। ছয় ম্যাচের মধ্যে কেবল হয়েছে দুই ম্যাচ। দ্বিপক্ষীয় এই সিরিজ চলার মাঝপথেই ধাক্কা খেল পাকিস্তান। জিম্বাবুয়ের বিপক্ষে সফরকারী দলের দুই ক্রিকেটারের সিরিজ শেষ হয়ে গেছে।
২ ঘণ্টা আগেহারের বৃত্তে ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ নারী ক্রিকেট দল আজ ছেলেখেলা করেছে আয়ারল্যান্ডকে নিয়ে। মিরপুরে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে আইরিশদের ১৫৪ রানে হারিয়েছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগেঅ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে ২০১ রানে। বাংলাদেশের বিশাল পরাজয়ের মাঝে তাসকিন আহমেদ করেছেন নজরকাড়া বোলিং। দুর্দান্ত বোলিংয়ের পর আইসিসি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাংলাদেশের এই পেসার।
৩ ঘণ্টা আগে