ক্রীড়া ডেস্ক
ফের কেঁপে উঠল আফগানিস্তান। এবার আত্মঘাতী বোমা হামলা হয়েছে কাবুলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্পেগিজা ক্রিকেট টি-টোয়েন্টি লিগ চলাকালে এই ন্যক্কারজনক ঘটনা ঘটল।
মাঠে বন্দে-ই-আমির ড্রাগনস বনাম পামির জালমির ম্যাচ চলাকালে বোমার বিকট শব্দে কেঁপে ওঠে স্টেডিয়াম। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতিসংঘের প্রতিনিধিরা। তবে এই ঘটনায় ক্রিকেটারদের কোনো ক্ষতি হয়নি। তাদের নিরাপদে বাংকারে সরিয়ে নেওয়া হয়।
বোমা বিস্ফোরণের শব্দে নিরাপদ স্থানে সরে যেতে স্টেডিয়ামে আসা দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে ওঠেন তারা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান ঘটনার বিবরণে বলেন, ‘স্পেগিজা লিগে দুটি দলের খেলা চলছিল। ম্যাচের সময় বোমা বিস্ফোরণ ঘটে। ভিড়ের ভেতর থাকা চারজন আহত হয়েছেন।’
প্রতি বছর স্পেগিজা ক্রিকেট টি-টোয়েন্টি লিগ আয়োজন করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টে প্রতিযোগিতা করছে আটটি ফ্র্যাঞ্চাইজি। খেলছেন দেশটির জাতীয় দল ও বিদেশি ক্রিকেটাররা। আফগানিস্তানের ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরাও অংশ নিয়েছেন।
দুই দিন আগে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটেছিল কাবুলের গুরদুয়ারা কার্তেতে। তবে সেই ঘটনায় কেউ নিহত হয়েছে কিনা তা জানা যায়নি।
ফের কেঁপে উঠল আফগানিস্তান। এবার আত্মঘাতী বোমা হামলা হয়েছে কাবুলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। স্পেগিজা ক্রিকেট টি-টোয়েন্টি লিগ চলাকালে এই ন্যক্কারজনক ঘটনা ঘটল।
মাঠে বন্দে-ই-আমির ড্রাগনস বনাম পামির জালমির ম্যাচ চলাকালে বোমার বিকট শব্দে কেঁপে ওঠে স্টেডিয়াম। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতিসংঘের প্রতিনিধিরা। তবে এই ঘটনায় ক্রিকেটারদের কোনো ক্ষতি হয়নি। তাদের নিরাপদে বাংকারে সরিয়ে নেওয়া হয়।
বোমা বিস্ফোরণের শব্দে নিরাপদ স্থানে সরে যেতে স্টেডিয়ামে আসা দর্শকদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। আতঙ্কিত হয়ে ওঠেন তারা। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) প্রধান নির্বাহী নাসিব খান ঘটনার বিবরণে বলেন, ‘স্পেগিজা লিগে দুটি দলের খেলা চলছিল। ম্যাচের সময় বোমা বিস্ফোরণ ঘটে। ভিড়ের ভেতর থাকা চারজন আহত হয়েছেন।’
প্রতি বছর স্পেগিজা ক্রিকেট টি-টোয়েন্টি লিগ আয়োজন করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টে প্রতিযোগিতা করছে আটটি ফ্র্যাঞ্চাইজি। খেলছেন দেশটির জাতীয় দল ও বিদেশি ক্রিকেটাররা। আফগানিস্তানের ‘এ’ দল এবং অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়েরাও অংশ নিয়েছেন।
দুই দিন আগে আরেকটি বোমা বিস্ফোরণ ঘটেছিল কাবুলের গুরদুয়ারা কার্তেতে। তবে সেই ঘটনায় কেউ নিহত হয়েছে কিনা তা জানা যায়নি।
ডিসেম্বরে মধ্যে ফ্লাডলাইট বাদে বাকি কাজ শেষ হয়ে যাবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। তবে পরিপূর্ণভাবে পেতে আগামী জুন পর্যন্ত লেগে যেতে পারে। সে জন্য সাফ অনূর্ধ্ব-২০ আয়োজনে বিকল্প ভেন্যু হিসেবে কক্সবাজারকে পছন্দ বাফুফের।
৪ মিনিট আগেপার্থে সকালে শুরু হয়েছে অস্ট্রেলিয়া-ভারত প্রথম টেস্ট। রাতে সিরিজের প্রথম টেস্টে খেলতে নামছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট। ফুটবলে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসরের ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
২৪ মিনিট আগেখেলা, ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, টেস্ট ক্রিকেট
৪০ মিনিট আগেটি-টোয়েন্টিতে ২০২৪ সাল ভারতের কেটেছে অসাধারণ। ক্রিকেটের রাজকীয় সংস্করণ টেস্টেও তাদের শুরুটা ছিল দুর্দান্ত। তবে বছরের শেষভাগে এসে টেস্টে হোঁচট খাচ্ছে এশিয়ার দলটি। সুদূর অস্ট্রেলিয়াতে এসেও বেকায়দায় পড়েছে ভারত।
১ ঘণ্টা আগে