নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এই মাসের শেষ সপ্তাহে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। তবে দেশের করোনা পরিস্থিত সিরিজটাকে সংশয়ে ফেলে দিয়েছে। যদিও এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে অস্ট্রেলিয়া মহামারিতে সিরিজ খেলতে যথেষ্ট আগ্রহী এবং সেটি করতে বিপুল অর্থ ব্যয়ও করছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে কাল জানিয়েছেন, অস্ট্রেলিয়া এখনো বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক। আবার একই সময়ে শর্তও বাড়িয়েছে তারা। সবকিছু সমন্বয় হওয়ার আগে কিছু বলার সুযোগ নেই। যেহেতু সময়টা কঠিন, ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) যেকোনো দেশে সফরের আগে তাদের সঙ্গে যুক্ত স্টেক হোল্ডারের (সরকার) নির্দেশনা মানতে হবে।
বিসিবির চিন্তাটা এখানেই। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার যদি সবুজ সংকেত না দেয়, সিরিজটা ভেস্তেও যেতে পারে। তবে সূত্র জানিয়েছে, টি–টোয়েন্টি সিরিজ খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেশ ইতিবাচক। নিয়মিত বিসিবির সঙ্গে তারা যোগাযোগ করে যাচ্ছে। সিরিজটা হোক, এটি চাইছে বলেই সিএ আলোচনা চালিয়ে যাচ্ছে।
আরও একটি বিষয় বিসিবিকে আশাবাদী করে তুলছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল বিপুল খরচে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফর করছে ভাড়া করা বিমানে (ড্রিমলাইনার)। অস্ট্রেলিয়া সিডনি থেকে প্রথমে গেছে ক্যারিবীয় দ্বীপে। সেখান থেকে তারা আসবে ঢাকায়। প্রতিটি বিমানভ্রমণে অস্ট্রেলিয়ার খরচ হচ্ছে প্রায় ১ মিলিয়ন ডলার। মার্কিন ডলারের হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা। অস্ট্রেলিয়ান ডলার হিসেবে সেটি প্রায় সাড়ে ৬ কোটি ৩১ লাখ টাকা। এভাবে সিডনি–ক্যারিবীয় দ্বীপ–ঢাকা–সিডনি ভ্রমণে অস্ট্রেলিয়ার বিমান খরচ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
বিমান ভাড়ায় বিপুল অর্থ তারা খরচ করছে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে। বাংলাদেশ দল সেখানে জিম্বাবুয়ে থেকে ফিরবে বাণিজ্যিক ফ্লাইটে তিন বিমানবন্দর বদলে। সিএ অবশ্য বাংলাদেশ দলের কমার্শিয়াল ফ্লাইট ব্যবহারে ছাড় দিলেও কোয়ারেন্টিন ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয়।
টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফিঞ্চদের সফর এখন অনেক যদি–কিন্তুর ওপর নির্ভর করছে।
এই মাসের শেষ সপ্তাহে পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ আসার কথা রয়েছে অস্ট্রেলিয়া দলের। তবে দেশের করোনা পরিস্থিত সিরিজটাকে সংশয়ে ফেলে দিয়েছে। যদিও এটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি। তবে অস্ট্রেলিয়া মহামারিতে সিরিজ খেলতে যথেষ্ট আগ্রহী এবং সেটি করতে বিপুল অর্থ ব্যয়ও করছে।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী আজকের পত্রিকাকে কাল জানিয়েছেন, অস্ট্রেলিয়া এখনো বাংলাদেশ সফর নিয়ে ইতিবাচক। আবার একই সময়ে শর্তও বাড়িয়েছে তারা। সবকিছু সমন্বয় হওয়ার আগে কিছু বলার সুযোগ নেই। যেহেতু সময়টা কঠিন, ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) যেকোনো দেশে সফরের আগে তাদের সঙ্গে যুক্ত স্টেক হোল্ডারের (সরকার) নির্দেশনা মানতে হবে।
বিসিবির চিন্তাটা এখানেই। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া সরকার যদি সবুজ সংকেত না দেয়, সিরিজটা ভেস্তেও যেতে পারে। তবে সূত্র জানিয়েছে, টি–টোয়েন্টি সিরিজ খেলতে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বেশ ইতিবাচক। নিয়মিত বিসিবির সঙ্গে তারা যোগাযোগ করে যাচ্ছে। সিরিজটা হোক, এটি চাইছে বলেই সিএ আলোচনা চালিয়ে যাচ্ছে।
আরও একটি বিষয় বিসিবিকে আশাবাদী করে তুলছে। এই মুহূর্তে অস্ট্রেলিয়া দল বিপুল খরচে ওয়েস্ট ইন্ডিজ আর বাংলাদেশ সফর করছে ভাড়া করা বিমানে (ড্রিমলাইনার)। অস্ট্রেলিয়া সিডনি থেকে প্রথমে গেছে ক্যারিবীয় দ্বীপে। সেখান থেকে তারা আসবে ঢাকায়। প্রতিটি বিমানভ্রমণে অস্ট্রেলিয়ার খরচ হচ্ছে প্রায় ১ মিলিয়ন ডলার। মার্কিন ডলারের হিসেবে বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ৮ কোটি টাকা। অস্ট্রেলিয়ান ডলার হিসেবে সেটি প্রায় সাড়ে ৬ কোটি ৩১ লাখ টাকা। এভাবে সিডনি–ক্যারিবীয় দ্বীপ–ঢাকা–সিডনি ভ্রমণে অস্ট্রেলিয়ার বিমান খরচ ২০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।
বিমান ভাড়ায় বিপুল অর্থ তারা খরচ করছে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে। বাংলাদেশ দল সেখানে জিম্বাবুয়ে থেকে ফিরবে বাণিজ্যিক ফ্লাইটে তিন বিমানবন্দর বদলে। সিএ অবশ্য বাংলাদেশ দলের কমার্শিয়াল ফ্লাইট ব্যবহারে ছাড় দিলেও কোয়ারেন্টিন ইস্যুতে কোনো ছাড় দিতে রাজি নয়।
টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজটা যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের বর্তমান করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ফিঞ্চদের সফর এখন অনেক যদি–কিন্তুর ওপর নির্ভর করছে।
প্রথম দিনের ঠিক উল্টোটায় হলো পার্থে। সারাদিনে পড়ল মাত্র ৩ উইকেট! সব আবার অস্ট্রেলিয়ার। ৭ উইকেটে ৬৭ রানে দিন শুরু করে অজিরা স্কোরবোর্ডে ৩৭ রান জমা করতেই থামে প্রথম ইনিংসে।
১ ঘণ্টা আগে২০০২ সালে নিজেদের সবশেষ ফুটবল বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপর কেটে গেল ২২ বছর। আর কোনো বিশ্বকাপে সেভাবে সুবিধা করতে পারেনি তারা। সম্প্রতি বিশ্বকাপ বাছাই কিংবা আন্তর্জাতিক প্রীতি ম্যাচেও ভালো ছন্দে নেই তারা।
২ ঘণ্টা আগেএশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যে কাল সংযুক্ত আরব আমিরাতে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তার আগে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হয়ে গেল যুবাদের আনুষ্ঠানিক ফটোসেশন। উৎসাহ দিতে ক্রিকেটার-কোচদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদও।
৪ ঘণ্টা আগে