ক্রীড়া ডেস্ক
বৃষ্টির আশঙ্কা যে ২০২৩ বিশ্বকাপে ছিল না, তা কিন্তু নয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হানাও দিয়েছে, কিন্তু পরিত্যক্ত হয়নি কোনো ম্যাচ। তবে বেঙ্গালুরুতে আজ শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ঠিকমতো হয় কি না, তা নিয়ে রয়েছে অনেক শঙ্কা। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ্যও।
বেঙ্গালুরুর চিন্নস্বামীতে বাংলাদেশ সময় আজ বেলা আড়াইটায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলার সময় প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বাংলাদেশ সময় বেলা ২টায় বজ্রপাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। ৬৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে তুমুল বৃষ্টি হতে পারে। রাত ৮টা পর্যন্ত বৃষ্টি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বেলা সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে শ্রীলঙ্কার হবে ৫ পয়েন্ট ও আর নিউজিল্যান্ডের হবে ৯ পয়েন্ট। সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। পুনেতে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
অন্যদিকে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জাগবে পাকিস্তানের। ১১ নভেম্বর কলকাতায় ইংল্যান্ডকে হারালেই সেমিফাইনালের টিকিট কাটবে পাকিস্তান। ১৬, ১২ ও ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল এই মুহূর্তে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর ৭, ৮, ৯ ও ১০ নম্বরে থাকা ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড প্রত্যেকেরই সমান ৪ পয়েন্ট।
তা ছাড়া এ সপ্তাহের সোমবার থেকে বেঙ্গালুরুতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। সাধারণত দিনে গড়ে ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়। এর আগে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ও বেঙ্গালুরুতে পাকিস্তান-নিউজিল্যান্ড এ দুই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল। ধর্মশালায় ৪৩ ওভারে হওয়া ম্যাচে নেদারল্যান্ডস ৩৮ রানে জিতে চমকে দিয়েছিল। অন্যদিকে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে দুবার বৃষ্টি হানা দিয়েছিল পাকিস্তানের ইনিংসে। বৃষ্টি আইনে ২১ রানে পাকিস্তান জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রান করেছিল কিউইরা। আর পাকিস্তান ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান করার পরই খেলা থেমে যায় বৃষ্টিতে।
বৃষ্টির আশঙ্কা যে ২০২৩ বিশ্বকাপে ছিল না, তা কিন্তু নয়। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টি হানাও দিয়েছে, কিন্তু পরিত্যক্ত হয়নি কোনো ম্যাচ। তবে বেঙ্গালুরুতে আজ শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ঠিকমতো হয় কি না, তা নিয়ে রয়েছে অনেক শঙ্কা। এই ম্যাচের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশ ও পাকিস্তানের ভাগ্যও।
বেঙ্গালুরুর চিন্নস্বামীতে বাংলাদেশ সময় আজ বেলা আড়াইটায় শুরু হবে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচ চলার সময় প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বাংলাদেশ সময় বেলা ২টায় বজ্রপাতের প্রচুর সম্ভাবনা রয়েছে। ৬৬ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে বেলা আড়াইটা থেকে সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে তুমুল বৃষ্টি হতে পারে। রাত ৮টা পর্যন্ত বৃষ্টি স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বেলা সাড়ে তিনটা ও সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। যদি শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হয়, তাহলে শ্রীলঙ্কার হবে ৫ পয়েন্ট ও আর নিউজিল্যান্ডের হবে ৯ পয়েন্ট। সেক্ষেত্রে চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নিতে হলে বাংলাদেশকে শেষ ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই। পুনেতে ১১ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।
অন্যদিকে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত হলে সেমিফাইনালে খেলার সম্ভাবনা জাগবে পাকিস্তানের। ১১ নভেম্বর কলকাতায় ইংল্যান্ডকে হারালেই সেমিফাইনালের টিকিট কাটবে পাকিস্তান। ১৬, ১২ ও ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ তিন দল এই মুহূর্তে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর ৭, ৮, ৯ ও ১০ নম্বরে থাকা ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেদারল্যান্ড প্রত্যেকেরই সমান ৪ পয়েন্ট।
তা ছাড়া এ সপ্তাহের সোমবার থেকে বেঙ্গালুরুতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। সাধারণত দিনে গড়ে ৬৪.৫ মিলিমিটার থেকে ১১৫.৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হলে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়। এর আগে ধর্মশালায় দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ও বেঙ্গালুরুতে পাকিস্তান-নিউজিল্যান্ড এ দুই ম্যাচে বৃষ্টি বাগড়া দিয়েছিল। ধর্মশালায় ৪৩ ওভারে হওয়া ম্যাচে নেদারল্যান্ডস ৩৮ রানে জিতে চমকে দিয়েছিল। অন্যদিকে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে দুবার বৃষ্টি হানা দিয়েছিল পাকিস্তানের ইনিংসে। বৃষ্টি আইনে ২১ রানে পাকিস্তান জিতেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। প্রথমে ব্যাটিং করে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০১ রান করেছিল কিউইরা। আর পাকিস্তান ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান করার পরই খেলা থেমে যায় বৃষ্টিতে।
প্রথম দিন সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপে পুড়েছেন দুই ক্যারিবীয় ব্যাটার মিকাইল লুইস ও আলিক আথানেজ। আশা জাগিয়েও দুজনে আউট হয়েছেন নড়বড়ে নব্বইয়ে। তবে লুইস ও আথানেজের পথে হাঁটেননি জাস্টিন গ্রিভস। বাংলাদেশ বোলারদের হতাশ করে সেঞ্চুরি তুলে নিয়েছেন ক্যারিবীয় এই অলরাউন্ডার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০২ রানে ব্যাট
১৫ মিনিট আগেব্যাটিংয়ে পাঁচে নেমে ১২ বলে ১ চার ও ১ ছয়ে ১৯ রান। বোলিংয়ে ১ ওভারে ১ রান দিয়ে ২ উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সের পরও হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে সাকিব আল হাসানকে। আজ আবুধাবি টি-টেনে নিউইয়র্ক স্ট্রাইকার্সের বিপক্ষে ৭ উইকেটে হেরেছে তাঁর দল বাংলা টাইগার্স।
৩ ঘণ্টা আগেআফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় বাঁ হাতের আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যান বাংলাদেশ দলের অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। চিকিৎসকের পরামর্শে চলছে নিয়মিত ট্রেনিং। তবে তাঁর মাঠে ফেরার জন্য আরও সময় লাগবে—এমনটা জানিয়েছে বিসিবি।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক বিরতি থেকে ফেরার প্রথম ম্যাচেই জয় পেয়েছে চেলসি। আজ ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে তাদের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে ২-১ গোলে হারিয়েছে ব্লুজরা।
৪ ঘণ্টা আগে