ক্রীড়া ডেস্ক
২০২৫ আইপিএল শুরু হতে না হতেই ফ্র্যাঞ্চাইজিগুলোতে দেখা যাচ্ছে পরিবর্তন। দলগুলোর কোচিং প্যানেলে রদবদল চলছে নিয়মিত। সেখানে ডেল স্টেইন নতুন মৌসুমের আগে আইপিএল ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা গতকাল মধ্যরাতে দিয়েছেন স্টেইন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদকে অসংখ্য ধন্যবাদ। আইপিএলে কয়েক বছর বোলিং কোচ হিসেবে কাজ করেছি। দুর্ভাগ্যজনকভাবে ২০২৫ আইপিএলে আর ফেরা হচ্ছে না। তবে দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে কাজ করব।’
সানরাইজার্স ইস্টার্ন কেপে কোন দায়িত্ব পালন করতে স্টেইন যাচ্ছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে এই দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম দুই আসরে দুটিতেই শিরোপা ঘরে তুলেছে ইস্টার্ন কেপ। টুর্নামেন্টে এবার দলটিকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করার লক্ষ্য স্টেইনের, ‘এসএ টোয়েন্টিতে দুই বার চ্যাম্পিয়ন। এখন টানা তিন বার চ্যাম্পিয়ন করার লক্ষ্য।’
২০২২ আইপিএলের আগে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং প্যানেলে পরিবর্তন আনা হয়েছিল। টম মুডি হায়দরাবাদের টিম ডিরেক্টর থেকে প্রধান কোচ হয়ে গিয়েছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। ব্রায়ান লারাকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর,ব্যাটিং কোচ-দুটি দায়িত্ব দেওয়া হয়েছিল। তখনই বোলিং কোচে নিয়োগ পেয়েছিলেন স্টেইন।
২০২৩ সালে টম মুডির পরিবর্তে হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব নেন লারা। ঠিক সেটার এক বছর পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে চলে যান স্টেইন। ২০২৪ আইপিএলে স্টেইনের পরিবর্তে বোলিং কোচের দায়িত্ব পালন করেন জেমস ফ্র্যাংকলিন। এই আইপিএলের ফাইনালে ওঠে হায়দরাবাদ। তবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এ বছরের ২৬ মে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে এটা কলকাতার তৃতীয় শিরোপা। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতার ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা।
২০২৫ আইপিএল শুরু হতে না হতেই ফ্র্যাঞ্চাইজিগুলোতে দেখা যাচ্ছে পরিবর্তন। দলগুলোর কোচিং প্যানেলে রদবদল চলছে নিয়মিত। সেখানে ডেল স্টেইন নতুন মৌসুমের আগে আইপিএল ছেড়ে দেওয়ার কথা জানিয়েছেন।
সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচের দায়িত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা গতকাল মধ্যরাতে দিয়েছেন স্টেইন। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসার বলেন, ‘সানরাইজার্স হায়দরাবাদকে অসংখ্য ধন্যবাদ। আইপিএলে কয়েক বছর বোলিং কোচ হিসেবে কাজ করেছি। দুর্ভাগ্যজনকভাবে ২০২৫ আইপিএলে আর ফেরা হচ্ছে না। তবে দক্ষিণ আফ্রিকায় এসএ টোয়েন্টিতে সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে কাজ করব।’
সানরাইজার্স ইস্টার্ন কেপে কোন দায়িত্ব পালন করতে স্টেইন যাচ্ছেন, সেটা অবশ্য জানা যায়নি। তবে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টিতে এই দলটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ২০২৩ সালে শুরু হওয়া এই টুর্নামেন্টের প্রথম দুই আসরে দুটিতেই শিরোপা ঘরে তুলেছে ইস্টার্ন কেপ। টুর্নামেন্টে এবার দলটিকে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন করার লক্ষ্য স্টেইনের, ‘এসএ টোয়েন্টিতে দুই বার চ্যাম্পিয়ন। এখন টানা তিন বার চ্যাম্পিয়ন করার লক্ষ্য।’
২০২২ আইপিএলের আগে সানরাইজার্স হায়দরাবাদের কোচিং প্যানেলে পরিবর্তন আনা হয়েছিল। টম মুডি হায়দরাবাদের টিম ডিরেক্টর থেকে প্রধান কোচ হয়ে গিয়েছিলেন ২০২১ সালের ডিসেম্বরে। ব্রায়ান লারাকে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর,ব্যাটিং কোচ-দুটি দায়িত্ব দেওয়া হয়েছিল। তখনই বোলিং কোচে নিয়োগ পেয়েছিলেন স্টেইন।
২০২৩ সালে টম মুডির পরিবর্তে হায়দরাবাদের প্রধান কোচের দায়িত্ব নেন লারা। ঠিক সেটার এক বছর পর ব্যক্তিগত কারণ দেখিয়ে আইপিএল ছেড়ে চলে যান স্টেইন। ২০২৪ আইপিএলে স্টেইনের পরিবর্তে বোলিং কোচের দায়িত্ব পালন করেন জেমস ফ্র্যাংকলিন। এই আইপিএলের ফাইনালে ওঠে হায়দরাবাদ। তবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে এ বছরের ২৬ মে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়ে শিরোপা জেতে কলকাতা নাইট রাইডার্স। আইপিএল ইতিহাসে এটা কলকাতার তৃতীয় শিরোপা। শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে কলকাতার ফুরিয়েছে ১০ বছরের অপেক্ষা।
ঝামেলা, জটিলতা, বিতর্ক থেকে যেন বেরই হতে পারছে না ফারুক আহমেদের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিপিএলের নানা বিতর্কের মধ্যে আরেক জটিলতা। প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন হওয়ার কথা ছিল আজ। সেটি স্থগিত করতে বাধ্য হয়েছে বিসিবির ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। পরশু থেকে শুর
১১ ঘণ্টা আগেবাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
১২ ঘণ্টা আগেসব সময় যে আক্রমণভাগের খেলোয়াড়েরা ম্যাচ জেতালেন তেমনটা নয়। দলের প্রয়োজনে ডিফেন্ডাররাও হতে পারেন ‘কান্ডারি’। আজ প্রিমিয়ার লিগে যেমন রহমতগঞ্জের বিপক্ষে সেই ভূমিকায় আবাহনীর শাকিল হোসেন। মুন্সিগঞ্জে তাঁর গোলেই গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠে ছেড়েছে মারুফুল হকের শিষ্যরা।
১৪ ঘণ্টা আগেএর চেয়ে ভালো একটা দিন আর কী হতে পারত মনফিলস-সভিতোলিনা দম্পতির জন্য! অস্ট্রেলিয়ান ওপেন আজ দুজনেই জিতেছেন। আর তাঁদের জেতাটা চলতি টুর্নামেন্টের বড় দুটি অঘটনও!
১৫ ঘণ্টা আগে