আফগানিস্তান-নিউজিল্যান্ড ঐতিহাসিক টেস্ট তাহলে কবে

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ২২: ৫০

ওয়ানডে, টি-টোয়েন্টিতে এরই মধ্যে আফগানিস্তান-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে। টেস্টেই শুধু একে অপরের বিপক্ষে খেলতে বাকি রয়েছে। এবার জানা গেল দুই দলের ঐতিহাসিক টেস্টের সম্ভাব্য সময়। 

ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্সে এ বছরের সেপ্টেম্বরে একমাত্র টেস্ট খেলবে আফগানিস্তান-নিউজিল্যান্ড। দিনক্ষণ স্পষ্ট জানা না গেলেও ৯ সেপ্টেম্বর শুরু হতে পারে দুই দলের ঐতিহাসিক টেস্ট। ক্রিকইনফো আজ এক প্রতিবেদনে  আফগানিস্তান-নিউজিল্যান্ড টেস্ট শুরুর সম্ভাব্য তারিখ উল্লেখ করেছে।  আফগানিস্তানের ইতিহাসের এটা দশম টেস্ট হতে যাচ্ছে। ২০২৪ সালে সেটা হচ্ছে আফগানদের তৃতীয় টেস্ট। যা এক বর্ষপঞ্জিকায় আফগানদের টেস্ট খেলার হিসেবে যৌথভাবে সর্বোচ্চ। ২০১৯ সালে ৩ টেস্ট খেলেছিল আফগানরা। 

২ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে—আফগানিস্তান-নিউজিল্যান্ড এখনো পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। একমাত্র জয় আফগানরা পেয়েছে এ বছরের জুনে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিউইদের ৭৫ রানে হারিয়েছিল আফগানরা।  আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের এক মাস পরই ভারতের বিপক্ষে ক্রিকেটের রাজকীয় সংস্করণে মুখোমুখি হবে কিউইরা।১৬ অক্টোবর বেঙ্গালুরুতে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।  ২৪ অক্টোবর ও ১ নভেম্বর দুই দলের  বাকি দু্ই টেস্ট শুরু হবে পুনে ও মুম্বাইতে।

২০১৮ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টেস্টে পথচলা শুরু হয় আফগানিস্তানের। বেঙ্গালুরুতে  ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্রথম ম্যাচে আফগানরা হেরে যায় ইনিংস ও ২৬২ রানে। ৯ টেস্ট খেলে আফগানরা জিতেছে ৩ ম্যাচ। ক্রিকেটের রাজকীয় সংস্করণে তারা ৬ ম্যাচ হেরেছে।  বাংলাদেশ, ভারত, জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ—ছয় দলের বিপক্ষে টেস্ট খেলেছে আফগানরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত