Ajker Patrika

বৃষ্টিতে আইপিএল ফাইনাল পেছাল, হবে কাল

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৯ মে ২০২৩, ০১: ০১
বৃষ্টিতে আইপিএল ফাইনাল পেছাল, হবে কাল

২০২৩ আইপিএলের ফাইনালের দিন যে বৃষ্টি বাগড়া দেবে, তার ইঙ্গিত আগেই দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। শেষ পর্যন্ত এই আশঙ্কাটাই সত্যি হলো। বৃষ্টিবাধায় নির্ধারিত দিনে  আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়নি গুজরাট টাইটান্স-চেন্নাই সুপার কিংসের ফাইনাল।আগামীকাল রিজার্ভ ডে তে একই সময়ে শিরোপার লড়াইয়ে নামবেন মহেন্দ্র সিং ধোনি-হার্দিক পান্ডিয়ারা।

আজ ১৬তম আইপিএলের ফাইনাল খেলা তো দূরে থাক, টস পর্যন্ত হয়নি। টসের আগেই শুরু হয় মুষলধারে বৃষ্টি। ক্রিকবাজ,ক্রিকইনফো প্রতি মুহূর্তে মাঠের আবহাওয়ার আপডেট দিতে থাকে। বাংলাদেশ সময় রাত ১০টা ৫ মিনিটে শুরু হয়ে পুরো ৪০ ওভার ম্যাচ হওয়ার আশার কথাও শুনিয়েছিল। ১২টা ৩৬ পর্যন্ত সময় ছিল কমপক্ষে ৫ ওভারের ম্যাচ হওয়ার। সেই পর্যন্ত অপেক্ষা করেননি আম্পায়াররা।

শেষ পর্যন্ত আজকের জন্য ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। মাঠের বড় পর্দায় লেখা ওঠে:'২৯ মে রিজার্ভ ডে তে আইপিএল ফাইনাল হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় ৮টায়)।'

বৃষ্টি হলে আইপিএলের ফাইনালে কী হবে, তা নিয়ে আগেই চলছিল আলাপ আলোচনা। ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছিল, যদি আজ ১ বলেরও খেলা হতো, রিজার্ভ ডে তে সেখান থেকেই ম্যাচ শুরু হতো। আগামীকালের আবহাওয়া ভালো থাকার সম্ভাবনার কথা জানিয়েছে ক্রিকবাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

ধর্ষণের পর যৌনাঙ্গ ও স্তন কেটে হত্যা, চুরি করতে গিয়ে ধরা পড়ল আসামি

এনসিটিবিতে দুর্নীতির অভিযোগে এনসিপি নেতা তানভীরের নাম, সোশ্যাল মিডিয়া তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত