নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আর কিছুক্ষণ পরই বাংলাদেশে পা রাখবেন হামজা চৌধুরী। তাঁকে বরণ করে নিতে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে যাচ্ছেন ভক্তরা। শুধু ঢাকা, সিলেট আর হবিগঞ্জই নয়, গিয়েছেন আরও অনেক জেলা থেকেই।
আজিজুল হক যেমন চার বন্ধু নিয়ে চলে এসেছেন সুনামগঞ্জ সদর থেকে। প্রত্যেকের গায়ে বাংলাদেশ ফুটবল দলের জার্সি। পেছনে লেখা হামজার নাম ও নম্বর। আজিজুল বলেন, ‘ইউরোপিয়ান একটা ক্লাবের প্লেয়ার পাচ্ছি আমরা। সে বাংলাদেশি বংশোদ্ভূত। আশা করি তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে। আমার এক ছোট ভাই পরিকল্পনা করে। সে বলল হামজা যেহেতু আসছে চলো আমরা গিয়ে দেখা করি। কারণ সে সিলেটের মাটির খেলোয়াড়।’
শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলে গতকালই বাংলাদেশের উড়ান ধরেন হামজা। সকাল ১১টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা তাঁর। আজ পুরো দিনটাই কাটাবেন হবিগঞ্জে নিজ গ্রাম স্নানঘাটে। বাফুফের পক্ষ থেকে চার সদস্য—ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল ইসলাম হিল্টন ও সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন আছেন বিমানবন্দরে হামজাকে বরণ করতে।
সিলেট পর্ব শেষ করে কাল টিম হোটেলে উঠবেন হামজা। তাঁকে নিয়েই ভারতকে হারানোর ছক কষছেন বাংলাদেশ কোচ। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচটি হবে ২৫ মার্চ।
আর কিছুক্ষণ পরই বাংলাদেশে পা রাখবেন হামজা চৌধুরী। তাঁকে বরণ করে নিতে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে যাচ্ছেন ভক্তরা। শুধু ঢাকা, সিলেট আর হবিগঞ্জই নয়, গিয়েছেন আরও অনেক জেলা থেকেই।
আজিজুল হক যেমন চার বন্ধু নিয়ে চলে এসেছেন সুনামগঞ্জ সদর থেকে। প্রত্যেকের গায়ে বাংলাদেশ ফুটবল দলের জার্সি। পেছনে লেখা হামজার নাম ও নম্বর। আজিজুল বলেন, ‘ইউরোপিয়ান একটা ক্লাবের প্লেয়ার পাচ্ছি আমরা। সে বাংলাদেশি বংশোদ্ভূত। আশা করি তাকে দেখে অনেকেই অনুপ্রাণিত হবে। আমার এক ছোট ভাই পরিকল্পনা করে। সে বলল হামজা যেহেতু আসছে চলো আমরা গিয়ে দেখা করি। কারণ সে সিলেটের মাটির খেলোয়াড়।’
শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ খেলে গতকালই বাংলাদেশের উড়ান ধরেন হামজা। সকাল ১১টা ৪০ মিনিটে পৌঁছানোর কথা তাঁর। আজ পুরো দিনটাই কাটাবেন হবিগঞ্জে নিজ গ্রাম স্নানঘাটে। বাফুফের পক্ষ থেকে চার সদস্য—ইকবাল হোসেন, গোলাম গাউস, কামরুল ইসলাম হিল্টন ও সাখওয়াত হোসেন ভূঁইয়া শাহীন আছেন বিমানবন্দরে হামজাকে বরণ করতে।
সিলেট পর্ব শেষ করে কাল টিম হোটেলে উঠবেন হামজা। তাঁকে নিয়েই ভারতকে হারানোর ছক কষছেন বাংলাদেশ কোচ। এএফসি এশিয়ান কাপের বাছাইয়ের ম্যাচটি হবে ২৫ মার্চ।
‘আমার ভালো লাগছে আপনারা সবাই এসেছেন, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ’—গ্রামের মানুষের অভিবাদনের জবাব এভাবেই দিলেন হামজা দেওয়ান চৌধুরী। তাঁকে একপলক দেখতে বাড়ির পাশে অস্থায়ী মঞ্চে হাজির হয়েছিল হাজারো মানুষ। হামজা তাদের নিরাশ করেননি। ওই দুই লাইনের কথাতেই মন ভরিয়ে দিয়েছেন।
৬ ঘণ্টা আগেএবারের চ্যাম্পিয়নস ট্রফিটা পাকিস্তানের জন্য ছিল ভুলে যাওযার মতোই। নিউজিল্যান্ড, ভারতের কাছে বাজেভাবে হেরে গ্রুপ পর্বেই বিদায় নেয় মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন পাকিস্তান। এমনকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্ষতি হয়েছে ৩৫০ কোটির বেশি টাকা।
৯ ঘণ্টা আগেনিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুটা পাকিস্তানের হয়েছে বেশ বাজে। ৯২ রানের লক্ষ্য তাড়া করে ক্রাইস্টচার্চে গতকাল প্রথম টি-টোয়েন্টি নিউজিল্যান্ড ৫৯ বল হাতে রেখে ৯ উইকেটে জিতেছে। বাজে হারের পর আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কড়া শাস্তি পেলেন পাকিস্তানি এক ক্রিকেটার।
১০ ঘণ্টা আগেসুদূর ইংল্যান্ড থেকে গত রাতেই বাংলাদেশের বিমান ধরেন হামজা চৌধুরী। আজ যখন তিনি সিলেটের ওসমানী বিমানবন্দরে নামলেন, তখন আনন্দ-উৎসব বহুগুণে বেড়ে গেল। সিলেটের বিমানবন্দরে হামজার জন্যই ফুটবলপ্রেমীরা অপেক্ষা করেন সকাল থেকে। বিমানবন্দরে নামা মাত্রই তাঁকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়েছে।
১০ ঘণ্টা আগে