জিম্বাবুয়েকে এবারও দাঁড়াতে দেয়নি পাকিস্তান

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬: ৩৪
Thumbnail image
৫৭ রানের দারুণ জয় পেয়েছে পাকিস্তান। ছবি: এএফপি

দ্রুত দুটি উইকেট হারিয়েও পাওয়ার প্লেতে ৬০ রান তোলে জিম্বাবুয়ে। ইঙ্গিত দিচ্ছিল ১৬৬ রানের লক্ষ্য তাড়া করার। কিন্তু মাঝে আবরার আহমেদ ও সুফিয়ান মুকিমের ঘূর্ণি জাদুতে খেই হারায় তারা। গুটিয়ে যায় ১০৮ রানে। ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচের মতো আজ প্রথম টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়েকে দাঁড়াতে দেয়নি পাকিস্তান। ৫৭ রানের দারুণ জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

বুলাওয়েতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। ভালো শুরুর আভাস দিয়ে ইনিংসের তৃতীয় ওভারেই ফেরেন ওপেনার ওমায়ের ইউসুফ। একটি করে ছক্কা ও চারে ১৩ বলে ১৬ রান করেন তিনি। সায়েম আইয়ুব ও উসমান খানের দ্বিতীয় উইকেট জুটিতে মোটামুটি শুরুর ধাক্কা সামলে ওঠে পাকিস্তান। দেখেশুনে ব্যাটিং করে ৩১ বলে ৩৯ রান যোগ করেন দুজনে।

থিতু হয়েও ইনিংস বড় করতে ব্যর্থ হন সায়েম। অষ্টম ওভারে ফেরেন ১৮ বলে ২৪ রান করে। তৃতীয় উইকেটে সালমান ও উসমান ৩৪ রানের আরেকটি জুটি গড়েন। ৩০ বলে ৩৯ রানে আউট হন উসমান। তারপরই ফেরেন সালমান। অধিনায়কত্বের অভিষেকে ১৮ বলে করেছেন ১৩ রান।

পঞ্চম উইকেটে মূলত ৩৪ বলে ৬৫ রানে দুর্দান্ত এক জুটি গড়ে দলে স্কোর দেড় শ পার করে দেন মোহাম্মদ ইরফান খান ও তায়্যেব তাহির। তায়্যেব ১৫ বলে ৩৯ ও ইরফান ১৫ বলে ২৭ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা, হ্যামিল্টন মাসাকাদজা, সিকান্দার রাজা ও রায়ান বার্ল একটি করে উইকেট নিয়েছেন।

১৬৬ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরুতে আবরারের ঘূর্ণি জাদুতে ১৮ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। ওপেনার ব্রায়ান বেনেট ও ডিওন মায়ার্স ফেরেন সমান ৬ রান করে। দুজনকেই বোল্ড করেন আবরার। চাপেরমুখে পাল্টা আক্রমণ চালান রাজা ও তাদিওয়ানাশে মারুমানি। ৩৩ বলে ৫৯ রান যোগ করেন তাঁরা তৃতীয় উইকেটে।

রাজা ও মারুমানি আউট হলেই জয়ের আশা শেষ হয়ে যায় জিম্বাবুয়ের। ২০ বলে ৩৩ রান করেন মারুমানি। রাজার ব্যাট থেকে আসে ২৮ বলে ৩৯ রান। পরের ব্যাটাররা সুফিয়ানের ঘূর্ণি ও হারিস রউফের তোপেরমুখে দুই অঙ্কের ঘরেও পৌঁছাতে পারেননি। ১৫.৩ ওভারে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে ১০৮ রানে। সুফিয়ান ২০ রানে তিনটি, আবরার ২৮ রানে তিনটি ও হারিস ১৭ রানে দুটি উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত