ক্রীড়া ডেস্ক
অ্যাডিলেড ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের সুবাতাস অস্ট্রেলিয়া যে পাওয়া শুরু করে বেশ আগেভাগেই। স্বাগতিক বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ধুঁকতে থাকা উইন্ডিজ কত দূর যেতে পারে, সেটাই শুধু দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত তিন দিনও লাগেনি ম্যাচের ফল পেতে। ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে অজিরা।
৯৫ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছিল। সেখানে ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে গতকাল দ্বিতীয় দিনেই উইন্ডিজের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে তখনো ২২ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। এমন পরিস্থিতিতে আজ যখন তৃতীয় দিনের খেলা উইন্ডিজ শুরু করেছিল, তখন ইনিংস ব্যবধানে হারলেও অবাক হওয়ার কিছু থাকত না। কারণ ৯৪ রানেই তারা হারিয়ে বসে ৯ উইকেট। এমন পরিস্থিতিতে দলের ইনিংস হার এড়াতে অবদান রাখেন কেমার রোচ ও শামার জোসেফ। দশম উইকেটে তারা ২৩ বলে ২৬ রানের জুটি গড়লে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১২০ রানে। ইনিংসের সর্বোচ্চ ২৬ রান করেন কার্ক ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সেরা বোলিং করেন জশ হ্যাজলউড। ৩৫ রান খরচ করে নেন ৫ উইকেট। ২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.৪ ওভারেই জয়ের বন্দর পৌঁছে যায় অস্ট্রেলিয়া। যেখানে সপ্তম ওভারের দ্বিতীয় বলে শামার জোসেফের বাউন্সারে মারাত্মক আহত হয়ে মাঠ ছাড়েন উসমান খাজা। এরপর ব্যাটিংয়ে নেমে ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটের সহজ জয় এনে দেন মারনাস লাবুশেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৩৪ বলে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। ১২ চার ও ৩ ছক্কা মারেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। অজিদের আক্রমণাত্মক বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেছিলেন ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন কামিন্স ও হ্যাজলউড। এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয়েছে। হেডের ১১৯ রানের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন উসমান খাজা। উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নেন শামার জোসেফ।
অ্যাডিলেড ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে জয়ের সুবাতাস অস্ট্রেলিয়া যে পাওয়া শুরু করে বেশ আগেভাগেই। স্বাগতিক বোলারদের আক্রমণাত্মক বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ধুঁকতে থাকা উইন্ডিজ কত দূর যেতে পারে, সেটাই শুধু দেখার অপেক্ষা ছিল। শেষ পর্যন্ত তিন দিনও লাগেনি ম্যাচের ফল পেতে। ওয়েস্ট ইন্ডিজকে ১০ উইকেটে হারিয়েছে অজিরা।
৯৫ রানে পিছিয়ে থেকে ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করেছিল। সেখানে ৭৩ রানে ৬ উইকেট হারিয়ে গতকাল দ্বিতীয় দিনেই উইন্ডিজের হার অনেকটাই নিশ্চিত হয়ে যায়। দ্বিতীয় ইনিংসে তখনো ২২ রানে পিছিয়ে ক্যারিবীয়রা। এমন পরিস্থিতিতে আজ যখন তৃতীয় দিনের খেলা উইন্ডিজ শুরু করেছিল, তখন ইনিংস ব্যবধানে হারলেও অবাক হওয়ার কিছু থাকত না। কারণ ৯৪ রানেই তারা হারিয়ে বসে ৯ উইকেট। এমন পরিস্থিতিতে দলের ইনিংস হার এড়াতে অবদান রাখেন কেমার রোচ ও শামার জোসেফ। দশম উইকেটে তারা ২৩ বলে ২৬ রানের জুটি গড়লে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয় ১২০ রানে। ইনিংসের সর্বোচ্চ ২৬ রান করেন কার্ক ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে দ্বিতীয় ইনিংসে সেরা বোলিং করেন জশ হ্যাজলউড। ৩৫ রান খরচ করে নেন ৫ উইকেট। ২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৬.৪ ওভারেই জয়ের বন্দর পৌঁছে যায় অস্ট্রেলিয়া। যেখানে সপ্তম ওভারের দ্বিতীয় বলে শামার জোসেফের বাউন্সারে মারাত্মক আহত হয়ে মাঠ ছাড়েন উসমান খাজা। এরপর ব্যাটিংয়ে নেমে ওভারের চতুর্থ বলে সিঙ্গেল নিয়ে অস্ট্রেলিয়াকে ১০ উইকেটের সহজ জয় এনে দেন মারনাস লাবুশেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
ম্যাচসেরা হয়েছেন ট্রাভিস হেড। টেস্ট ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি তুলে নিয়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৩৪ বলে ১১৯ রানের ইনিংস খেলেন তিনি। ১২ চার ও ৩ ছক্কা মারেন তিনি।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। অজিদের আক্রমণাত্মক বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়েছে উইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৫৫ রান করেছিলেন ম্যাকেঞ্জি। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি করে উইকেট নেন কামিন্স ও হ্যাজলউড। এরপর অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৮৩ রানে অলআউট হয়েছে। হেডের ১১৯ রানের পাশাপাশি দ্বিতীয় সর্বোচ্চ ৪৫ রান করেন উসমান খাজা। উইন্ডিজ বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নেন শামার জোসেফ।
বাংলাদেশ ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেও একাদশ প্রকাশের ‘সাহস’ দেখায় না। তবে এখন বেশির ভাগ টেস্ট দল খেলা শুরুর একদিন আগেই টেস্ট একাদশ জানিয়ে দেয়। আজ ওয়েস্ট ইন্ডিজ জানিয়ে দিয়েছে কাল অ্যান্টিগা টেস্টে বাংলাদেশের বিপক্ষে একাদশটা কেমন হবে।
৮ ঘণ্টা আগেঅ্যাশেজ শুরুর আগে সিরিজের ফলাফল নিয়ে বরাবরই পূর্বানুমান করেন অস্ট্রেলিয়ার সাবেক তারকারা। সেই অভ্যাসের বশেই কিনা আজ থেকে শুরু হতে যাওয়া পাঁচ টেস্টের বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে রিকি পন্টিং বলে বসলেন—অস্ট্রেলিয়া সিরিজ জিতবে ৩-১ ব্যবধানে।
১০ ঘণ্টা আগেবিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী—চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান যা শুরু করেছে, তাতে এই কথাটা মনে পড়া স্বাভাবিক। কারণ দুই পক্ষই যার যার সিদ্ধান্তে অনড়। এমন পরিস্থিতিতে পাকিস্তানে যাওয়ার চিন্তাভাবনা করছে ক্রিকেটের অভিভাবক সংস্থা (আইসিসি)।
১০ ঘণ্টা আগেব্যাটিংয়ে নামার সুযোগ হয়নি সাকিব আল হাসানের। তবে বোলিং ও ফিল্ডিংয়ে ভেলকি দেখিয়েছেন তিনি। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে তাঁর দুর্দান্ত পারফরম্যান্সও জেতাতে পারল না বাংলা টাইগার্সকে।
১১ ঘণ্টা আগে