Ajker Patrika

পুরোনো প্রেম নিয়ে পন্ত-উর্বশীর কাদা ছোড়াছুড়ি

ক্রীড়া ডেস্ক
পুরোনো প্রেম নিয়ে পন্ত-উর্বশীর কাদা ছোড়াছুড়ি

দুই জগতের দুই তারকা ঋষভ পন্ত ও উর্বশী রাউটেলা। বিনোদন জগতের সঙ্গে ক্রীড়াঙ্গনের প্রেম হরহামেশাই দেখা যায়। তবে সুসময় শেষ হওয়ার পর পন্ত ও উর্বশীর সামাজিক মাধ্যমে একে অপরকে কাদা ছোড়াছুড়ি নতুন মাত্রা যোগ করেছে সামাজিক মাধ্যমে। তাঁরা পুরোনো কাসুন্দি ঘেঁটে একে অপরকে বিদ্ধ করছেন কথাতে।

দুজনের দ্বন্দ্বের শুরু রুপালি পর্দার অভিনেত্রী উর্বশীর এক সাক্ষাৎকার নিয়ে। সম্প্রতি তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মিস্টার আরপি দেখা করতে এসেছিলেন হোটেলের লবিতে। ফোনে ছিল ১৭-১৮টা মিসকল।

এটা দেখে গতকাল পন্ত সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন। ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার কোনো নাম উল্লেখ না করে লেখেন, ‘এটি সত্যি মজার। শিরোনামে আসার জন্য মানুষ সাক্ষাৎকারে কত মিথ্যা কথা বলে। খুবই দুঃখ লাগে নাম ও খ্যাতি পাওয়ার জন্য কিছু মানুষ কতটা ক্ষুধার্ত। সৃষ্টিকর্তা তাদের মঙ্গল করুক।’ এর সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে পন্ত লিখেছেন, ‘আমার পিছু ছাড়েন বোন, মিথ্যা বলারও সীমা থাকে।’

পন্তের শেয়ার করা পোস্ট নজরে আসা মাত্রই উত্তর দিতে দেরি করেননি উর্বশী। ভারতীয় উইকেটরক্ষকে খেলায় মনোযোগ দিতে বলেছেন এই অভিনেত্রী। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ‘ছোট ভাইয়া তোমার ব্যাট-বল খেলা উচিত। আমি কোনো মুন্নি নই যে শুধু শুধু বদনাম হব। সেটাও তোমার মতো একজন অল্পবয়সী বাচ্চার সঙ্গে। রাখীবন্ধন মোবারক হো। একজন মেয়ে চুপ করে আছে বলে তার সুযোগ নিয়ো না।’

তবে উর্বশী এই পোস্টের এখন পর্যন্ত কোনো জবাব দেননি পন্ত। আগের পোস্টটিও সরিয়ে নিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত