ক্রীড়া ডেস্ক
২০১৮ সালে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডোয়াইন ব্রাভো। অবসর ভেঙে ফিরেছিলেন পরের বছরই। খেলছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এক ম্যাচ আগেই সুপার টুয়েলভ থেকে বাদ পড়ে যাওয়ার পর এবার মাথা উঁচু করেই অবসরের ঘোষণা এলো ক্যারিবীয় অলরাউন্ডারের কাছ থেকে।
গতকাল শ্রীলঙ্কা ম্যাচের আগ পর্যন্ত কাগজে কলমে টিকে ছিল ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। লঙ্কানদের কাছে ২০ রানে হারের পর আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা তাই ক্যারিবীয়দের কাছে শুধুই নিয়ম রক্ষার। ব্রাভো সেই ম্যাচে খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তবে সেই ম্যাচের পরই আরও একবার বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
শ্রীলঙ্কা ম্যাচের পর নিজের বিদায়ের আগাম ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী ব্রাভো। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উইন্ডিজের হয়ে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপসহ তিনটি বৈশ্বিক শিরোপা জয়কেই মানছেন নিজের সেরা সাফল্য হিসেবে, ‘আমার মনে হয়েছে সময়টা চলে এসেছে। দারুণ একটা ক্যারিয়ার পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছরের ক্যারিয়ারে উত্থান-পতন ছিলই। কিন্তু পেছনে ফিরে তাকালে এত দিন ধরে ক্যারিবিয়ান অঞ্চল ও মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৯০ টি-টোয়েন্টি ম্যাচে ১২৪৫ রান করেছেন ব্রাভো। নিয়েছেন ৭৮ উইকেট। দেশের হয়ে যা করতে পেরেছেন তা নিয়ে গর্বই মিশে থাকল গতকাল বিদায় বলার সময়, ‘তিনটি আইসিসি শিরোপা জিতেছি, দুটি আবার আমার বায়ে দাঁড়ানো অধিনায়ক ড্যারেন সামির নেতৃত্বে। একটা বিষয় নিয়ে গর্ব করে বলতে পারি, তা হলো আমরা শুধু নামই কামাইনি, ক্রিকেটের এই যুগে শিরোপাও জিতেছি।’
আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে অবসর ভেঙে ফিরেছিলেন ব্রাভো। তবে সেই বিশ্বকাপটা যে এভাবে শেষ হয়ে যাবে, সেটা ভাবেননি ডানহাতি এই অলরাউন্ডার, ‘বিশ্বকাপটা এমন হবে আমরা সেটা ভাবিনি। এমন বিশ্বকাপ আমরা চাইনি। তবে যা হয়েছে তা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, ভীষণ কঠিন একটা প্রতিযোগিতা ছিল। আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’
২০১৮ সালে অভিমানে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছিলেন ডোয়াইন ব্রাভো। অবসর ভেঙে ফিরেছিলেন পরের বছরই। খেলছেন এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। এক ম্যাচ আগেই সুপার টুয়েলভ থেকে বাদ পড়ে যাওয়ার পর এবার মাথা উঁচু করেই অবসরের ঘোষণা এলো ক্যারিবীয় অলরাউন্ডারের কাছ থেকে।
গতকাল শ্রীলঙ্কা ম্যাচের আগ পর্যন্ত কাগজে কলমে টিকে ছিল ওয়েস্ট ইন্ডিজের সেমিফাইনালে খেলার সম্ভাবনা। লঙ্কানদের কাছে ২০ রানে হারের পর আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা তাই ক্যারিবীয়দের কাছে শুধুই নিয়ম রক্ষার। ব্রাভো সেই ম্যাচে খেলতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। তবে সেই ম্যাচের পরই আরও একবার বিদায় বলবেন আন্তর্জাতিক ক্রিকেটকে।
শ্রীলঙ্কা ম্যাচের পর নিজের বিদায়ের আগাম ঘোষণা দিয়েছেন ৩৮ বছর বয়সী ব্রাভো। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে উইন্ডিজের হয়ে দুই টি-টোয়েন্টি বিশ্বকাপসহ তিনটি বৈশ্বিক শিরোপা জয়কেই মানছেন নিজের সেরা সাফল্য হিসেবে, ‘আমার মনে হয়েছে সময়টা চলে এসেছে। দারুণ একটা ক্যারিয়ার পেয়েছি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৮ বছরের ক্যারিয়ারে উত্থান-পতন ছিলই। কিন্তু পেছনে ফিরে তাকালে এত দিন ধরে ক্যারিবিয়ান অঞ্চল ও মানুষদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।’
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ৯০ টি-টোয়েন্টি ম্যাচে ১২৪৫ রান করেছেন ব্রাভো। নিয়েছেন ৭৮ উইকেট। দেশের হয়ে যা করতে পেরেছেন তা নিয়ে গর্বই মিশে থাকল গতকাল বিদায় বলার সময়, ‘তিনটি আইসিসি শিরোপা জিতেছি, দুটি আবার আমার বায়ে দাঁড়ানো অধিনায়ক ড্যারেন সামির নেতৃত্বে। একটা বিষয় নিয়ে গর্ব করে বলতে পারি, তা হলো আমরা শুধু নামই কামাইনি, ক্রিকেটের এই যুগে শিরোপাও জিতেছি।’
আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়ে অবসর ভেঙে ফিরেছিলেন ব্রাভো। তবে সেই বিশ্বকাপটা যে এভাবে শেষ হয়ে যাবে, সেটা ভাবেননি ডানহাতি এই অলরাউন্ডার, ‘বিশ্বকাপটা এমন হবে আমরা সেটা ভাবিনি। এমন বিশ্বকাপ আমরা চাইনি। তবে যা হয়েছে তা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নেই, ভীষণ কঠিন একটা প্রতিযোগিতা ছিল। আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি।’
প্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
২ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৩ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৩ ঘণ্টা আগে২০২৪ থেকে ২০৩১ সাল পর্যন্ত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সকল টুর্নামেন্টের একক মিডিয়া স্বত্ব কিনে নিয়েছে ভারতীয় টেলিভিশন মিডিয়া সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (এসপিএনআই)। আজ এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ ঘোষণা দিয়েছে।
৩ ঘণ্টা আগে