Ajker Patrika

বেফাঁস মন্তব্য করে ভারতের প্রধান নির্বাচকের পদত্যাগ 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ১৫: ২২
বেফাঁস মন্তব্য করে ভারতের প্রধান নির্বাচকের পদত্যাগ 

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রধান নির্বাচক পদে থাকার একটা ফিরতি সুযোগ চেতন শর্মাকে দেওয়া হয়েছিল। তবে এই পদে দুই মাসও টেকেননি তিনি। ‘স্টিং অপারেশনে’র ফাঁদে পড়ে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছেন সরিয়ে চেতন।

গত মঙ্গলবার ভারতের জি নিউজে প্রচার করা একটি ভিডিও ফুটেজেই মূলত ফেঁসে যান চেতন। ফুটেজে দেখা যায়, ভারত ক্রিকেট দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন চেতন। যার মধ্যে আছে, বিরাট কোহলিকে সাবেক বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলীর অপছন্দ করা। এছাড়া রোহিত শর্মা ও কোহলির ব্যক্তিগত দ্বন্দ্ব, যশপ্রীত বুমরাসহ আরও অনেক ব্যাপার ছিল। আজ বিসিসিআইতে পদত্যাগ পত্র পাঠিয়েছেন চেতন। পিটিআইকে বিসিসিআইয়ের এক সূত্র বলেন, ‘বিসিসিআই সচিব জয় শাহকে চেতন তাঁর পদত্যাগ পত্র দিয়েছেন এবং তা গ্রহণ করা হয়েছে। স্টিং অপারেশনের পরই তার অবস্থান নড়বড়ে হয়ে যায়। তাঁকে পদত্যাগ করতে কেউ বলেননি। তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।’

এর আগে ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর নির্বাচক কমিটিকে বরখাস্ত করা হয়। সেই নির্বাচক কমিটিতে ছিলেন চেতন। এরপর আবার চলতি বছরের জানুয়ারিতে আবারও নির্বাচক কমিটিতে ফিরেছিলেন তিনি। চেতনের সঙ্গে নতুন কমিটিতে ছিলেন শিব সুন্দর দাস, সলিল আঙ্কোলা, শ্রীধরন শরৎ ও সুব্রত ব্যানার্জি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আমিনুল ইসলাম নন, শিক্ষা উপদেষ্টা হচ্ছেন অধ্যাপক আবরার

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোঁড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

বসুন্ধরায় ছিনতাইকারী সন্দেহে ২ বিদেশি নাগরিককে মারধর

উপদেষ্টা হচ্ছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত