ক্রীড়া ডেস্ক
শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আজও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫০ পেরোনোর আগেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করেছেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্ক। ৯ রানে আউট হওয়ায় তানজিদের বিপরীতে ভালো শুরু করা লিটন এলবিডব্লু হয়েছেন ২৩ রানে। তবে শুরুতেই দুই উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে।
তৃতীয় উইকেট দুর্দান্ত এক জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। এখন পর্যন্ত দুজনের অপরাজিত ১২০ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এটি এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শত রানের জুটি। এ জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছেন দুজনে। এবারের বিশ্বকাপে শান্তর দ্বিতীয় ফিফটির বিপরীতে প্রথম পেয়েছেন সাকিব। প্রথম ফিফটি দিয়ে একটি কীর্তিও গড়েছেন বাংলাদেশের অধিনায়ক।
বিশ্বকাপের ইতিহাসে পঞ্চাশোর্ধ্ব ১৩তম ইনিংস খেললেন সাকিব। তাঁর ওপরে আছেন দুই ভারতীয় বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার। পঞ্চাশোর্ধ্ব ১৪ ইনিংস খেলা কোহলির বিপরীতে ২১ ইনিংস নিয়ে শীর্ষে আছেন কিংবদন্তি শচীন। ৫১ রানে ব্যাটিংয়ে থাকা সাকিবের আগে ফিফটি পাওয়া শান্ত অপরাজিত আছেন ৭১ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ২ উইকেটে ১৪১ রান।
শ্রীলঙ্কার দেওয়া ২৮০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে আজও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ৫০ পেরোনোর আগেই দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের দুই ওপেনারকেই আউট করেছেন শ্রীলঙ্কার পেসার দিলশান মাদুশঙ্ক। ৯ রানে আউট হওয়ায় তানজিদের বিপরীতে ভালো শুরু করা লিটন এলবিডব্লু হয়েছেন ২৩ রানে। তবে শুরুতেই দুই উইকেট হারালেও ম্যাচের নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের হাতে।
তৃতীয় উইকেট দুর্দান্ত এক জুটি গড়েছেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। এখন পর্যন্ত দুজনের অপরাজিত ১২০ রানের জুটিতে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এটি এবারের বিশ্বকাপে বাংলাদেশের প্রথম শত রানের জুটি। এ জুটি গড়ার পথে ফিফটিও তুলে নিয়েছেন দুজনে। এবারের বিশ্বকাপে শান্তর দ্বিতীয় ফিফটির বিপরীতে প্রথম পেয়েছেন সাকিব। প্রথম ফিফটি দিয়ে একটি কীর্তিও গড়েছেন বাংলাদেশের অধিনায়ক।
বিশ্বকাপের ইতিহাসে পঞ্চাশোর্ধ্ব ১৩তম ইনিংস খেললেন সাকিব। তাঁর ওপরে আছেন দুই ভারতীয় বিরাট কোহলি ও শচীন টেন্ডুলকার। পঞ্চাশোর্ধ্ব ১৪ ইনিংস খেলা কোহলির বিপরীতে ২১ ইনিংস নিয়ে শীর্ষে আছেন কিংবদন্তি শচীন। ৫১ রানে ব্যাটিংয়ে থাকা সাকিবের আগে ফিফটি পাওয়া শান্ত অপরাজিত আছেন ৭১ রানে। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভারে ২ উইকেটে ১৪১ রান।
হচ্ছে হচ্ছে করে এখনো হয়নি। কবে হবে, বলতে পারছে না বাফুফে। তারা বলছে, আজ-কালও হামজা চৌধুরীকে নিয়ে সবুজ সংকেত দিতে পারে ফিফা। আবার এক মাস পরও এমনটি হতে পারে। তবে সর্বশেষ খবর, এখনো ফিফার টেবিলে পড়ে আছে হামজার ফাইল।
১ ঘণ্টা আগেঅফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
১১ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
১৩ ঘণ্টা আগে