ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে যেন একটু চাপেই আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দিয়েছিল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ নামে একটি সংগঠন। তবে যত যা-ই হোক, ভেন্যু বদলাচ্ছে না বলে নিশ্চিত করেছে বিসিসিআইয়ের একটি সূত্র।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে কানপুর টেস্ট আয়োজন নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে ‘ইন্ডিয়া টুডে’ নামে ভারতের একটি সংবাদমাধ্যমে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট আয়োজনের ব্যাপারে আশ্বস্ত হওয়া গেছে। সংবাদমাধ্যমটিতে বিসিসিআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন যে কানপুরে সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। কানপুর থেকে ম্যাচ সরে যাবে কি না, সে প্রসঙ্গে ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের সূত্র বলেছেন, ‘হ্যাঁ, আমরা নিবিড়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সূচি অনুযায়ী ম্যাচ চালানোর জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছি। স্টেডিয়াম প্রস্তুত দুই দলের ম্যাচ আয়োজন করতে।’
এর আগে হিন্দু মহাসভা হামলার হুমকি দিয়েছিল বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায়।
কানপুরেও যে হিন্দু মহাসভা হামলার পরিকল্পনা করেছিল, সেটা প্রকাশ্যে আসে ৬ সেপ্টেম্বর ভারতের ‘এবিপি লাইভ’-এর প্রকাশিত এক সংবাদে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিংবা মন্দিরে হামলার অভিযোগেই এমন কিছু করার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।
বাংলাদেশ-ভারত সিরিজ আয়োজন নিয়ে যেন একটু চাপেই আছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। কারণ কানপুরে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্টে হামলার হুমকি দিয়েছিল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’ নামে একটি সংগঠন। তবে যত যা-ই হোক, ভেন্যু বদলাচ্ছে না বলে নিশ্চিত করেছে বিসিসিআইয়ের একটি সূত্র।
ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে কানপুর টেস্ট আয়োজন নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যেখানে ‘ইন্ডিয়া টুডে’ নামে ভারতের একটি সংবাদমাধ্যমে বাংলাদেশ-ভারত দ্বিতীয় টেস্ট আয়োজনের ব্যাপারে আশ্বস্ত হওয়া গেছে। সংবাদমাধ্যমটিতে বিসিসিআইয়ের একটি সূত্র নিশ্চিত করেছেন যে কানপুরে সূচি অনুযায়ী ২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে সিরিজের দ্বিতীয় টেস্ট। কানপুর থেকে ম্যাচ সরে যাবে কি না, সে প্রসঙ্গে ইন্ডিয়া টুডেকে বিসিসিআইয়ের সূত্র বলেছেন, ‘হ্যাঁ, আমরা নিবিড়ভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সূচি অনুযায়ী ম্যাচ চালানোর জন্য সব ধরনের পদক্ষেপ নিয়েছি। স্টেডিয়াম প্রস্তুত দুই দলের ম্যাচ আয়োজন করতে।’
এর আগে হিন্দু মহাসভা হামলার হুমকি দিয়েছিল বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে। সেই ম্যাচটি হওয়ার কথা ছিল ধর্মশালায়। হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাদের স্টেডিয়ামের ড্রেসিংরুমের সংস্কারকাজের জন্য ম্যাচটি সরিয়ে নেওয়ার অনুরোধ করে। বিসিসিআই তাদের অনুরোধে ম্যাচটি ধর্মশালা থেকে সরিয়ে পরে গোয়ালিয়রে নিয়ে যায়।
কানপুরেও যে হিন্দু মহাসভা হামলার পরিকল্পনা করেছিল, সেটা প্রকাশ্যে আসে ৬ সেপ্টেম্বর ভারতের ‘এবিপি লাইভ’-এর প্রকাশিত এক সংবাদে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের বাড়ি কিংবা মন্দিরে হামলার অভিযোগেই এমন কিছু করার সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন হিন্দু মহাসভার সহসভাপতি ডা. জয়বীর ভরদ্বাজ।
১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে দল দুটি। গোয়ালিয়র, দিল্লি ও হায়দরাবাদে ৬, ৯ ও ১২ অক্টোবর হবে সিরিজের তিন টি-টোয়েন্টি।
পাকিস্তান সুপার লিগসহ (পিএসএল) আন্তর্জাতিক ক্রিকেট পাকিস্তানে হচ্ছে হরহামেশাই। বাংলাদেশ, নিউজিল্যান্ড, ইংল্যান্ড নিয়মিত খেলছে পাকিস্তানের মাঠে। কিন্তু ভারতীয় ক্রিকেট দল সেখানে যাচ্ছে না ১৭ বছর ধরে। প্রতিবেশী দেশকে এবার কড়া হুঁশিয়ারি করলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি।
১০ মিনিট আগেরিয়াল মাদ্রিদে এসে নিজেকে হারিয়ে খুঁজছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগ হোক বা লা লিগা-মেজর টুর্নামেন্টে ধারাবাহিকভাবে পারফর্ম করতে ব্যর্থ তিনি। এমনকি পেনাল্টির মতো সহজ সুযোগ পেয়েও গোল করতে পারছেন না ফরাসি এই ফরোয়ার্ড।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার লড়াই প্রিমিয়ার লিগ। গত পাঁচ মৌসুমে যেখানে কিংসের একচ্ছত্র আধিপত্য। তা কি এবার ভাঙবে? ২৯ নভেম্বর শুরু হতে যাওয়া নতুন মৌসুমের প্রিমিয়ার লিগের আগে ১০ ক্লাবের আশা-নিরাশার গল্প নিয়ে তিন পর্বের এই ধারাবাহিক। শেষ পর্বে আজ থাকছে ফর্টিস, ব্রাদার্স...
১ ঘণ্টা আগেসমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, সেটাই হয়েছে আজ গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্স-হ্যাম্পশায়ার ম্যাচে। শেষ পর্যন্ত গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সুপার ওভারে রংপুর হেরে গেল হ্যাম্পশায়ারের কাছে...
২ ঘণ্টা আগে