‘দল নিয়ে কখনোই সন্তুষ্ট হতে পারবেন না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ মে ২০২৩, ১৮: ৩৩

একদিনের বিশ্রাম শেষে মঙ্গলবার শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজ সামনে রেখে আজ অনুশীলনে ফিরেছে বাংলাদেশ দল। সিরিজ শুরুর দুদিন আগে এখনো মূল মাঠ চেমসফোর্ডে অনুশীলন করতে পারেনি সফরকারীরা। তবে এটা নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কারণ দেখেন না বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। 

বাংলাদেশ দলের অনুশীলনের ফাঁকে এ বলেছেন তামিম। একই সঙ্গে বিশ্বকাপের আগে দল নিয়ে নিজের ভাবনার কথাও জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক। এখন পর্যন্ত সবার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট তামিম। তবে সব মিলিয়ে দল নিয়ে সব সময় সন্তুষ্ট হওয়া যায় না জানিয়ে তামিম বলেছেন, ‘আমি সন্তুষ্ট (পারফরম্যান্স)। দল নিয়ে কখনই আপনি সন্তুষ্ট হতে পারবেন না। সব সময়ই এক দুটো জায়গা থাকবে যেখানে আপনি চাইবেন যে আরও ভালো খেলুক সবাই। আমি তরুণদের কথা বলছি, ওরা সুযোগ পেয়ে দারুণ ভাবে কাজে লাগিয়েছে। একটা জিনিস যেকোনো জায়গা নিশ্চিতভাবে বলা যাবে না (কে কোথায় খেলবে)। আমরা যখন এ সিরিজ খেলব, পরের সিরিজ ভিন্ন কন্ডিশন। এর মাঝে যে দলটা সেরা হবে সেটাই বিশ্বকাপে যাবে।’ 

এর মধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে না হলেও আয়ারল্যান্ড সিরিজ ক্রিকেটারদের দেখার জন্য গুরুত্বপূর্ণ ভাবা হচ্ছে। এই সিরিজে দলের সমন্বয় কেমন হতে পারে এক প্রশ্নে তামিম বলেছেন, ‘একটা জিনিস আমরা গত সিরিজ থেকে শুরু করেছি, ৬ ব্যাটার ও ৫ বোলার নিয়ে খেলব, অলরাউন্ডারসহ একটা অতিরিক্ত বোলার নিয়ে যাব। এগুলো নিয়ে কাজ করছি। কিন্তু কন্ডিশন গুরুত্বপূর্ণ। এর ওপর অনেক কিছু নির্ভর করে। এশিয়ার কন্ডিশনে আমরা একজন স্পিনার বেশি খেলাব, এখানে একজন পেসার হয়তো বেশি নিয়ে খেলতে হবে। তবে যেটাই হোক আমার কাছে একজন বেশি বোলার বা ব্যাটার নেওয়া কোনো অসুবিধা না। যেটা হবে সেটাই ভালো। আর মাঠ যেটা সেটা এখনো দেখিনি। মাঠও অনেক সময় একাদশ নির্বাচনে অনেক কাজে দেয়। যেহেতু এই সিরিজের মাঠ এখনো দেখা হয়নি তাই এখনো কিছু বলতে পারছি না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত