Ajker Patrika

আক্ষেপের নাম তবে রুবেল

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ১৮ মে ২০২১, ১৮: ৪৯
আক্ষেপের নাম তবে রুবেল

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজকে সামনে রেখে মাহমুদউল্লাহরা মিরপুরে অনুশীলন শুরু করেছেন ২ মে থেকে। অবশ্য এই সময়ে ভারত থেকে ফেরায় কোয়ারেন্টিনে থাকতে হওয়ায় অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ হয়নি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রাথমিক দলে থেকেও অনুশীলনে অনুপস্থিত ছিলেন আরও একজন–রুবেল হোসেন।

কোনো কোয়ারেন্টিন জটিলতার মারপ্যাঁচে পড়েননি, আছেন দেশেও–এর পরও রুবেলকে অনুশীলনে না দেখে তাই ফিসফিসানি–রুবেলের কী হয়েছে? জানা গেল অভিজ্ঞ এই পেসার পিঠের ব্যথায় ভুগছেন। ব্যথাটা এতই তীব্র যে সেরে উঠতে সময় লাগবে। ‘সময় লাগবে’ মানেই ২৩ মে শুরু লঙ্কানদের বিপক্ষে সিরিজ মিস! আপাতত চিকিৎসকের পরামর্শে চোট থেকে সেরে ওঠার চেষ্টায় আছেন রুবেল। হতাশ কণ্ঠে এই পেসার আজকের পত্রিকাকে বলেছেন, ‘চোটটা এমনই, যা সারতে সময় লাগবে। চিকিৎসক জানিয়েছেন এটা নিয়ে তাড়াহুড়ো করলে সমস্যা আরও বাড়বে। তাই ধীরেসুস্থেই এগোচ্ছি।’
তবে এখনই রুবেলকে ‘বাদ’ বলতে চাইছেন না বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী, ‘এখনই বলছি না যে সে (রুবেল) দলের বাইরে চলে গেছে। এটা একটা চলমান প্রক্রিয়া। দল নির্বাচনের আগে যখন নির্বাচকেরা আমাদের জিজ্ঞেস করবেন, সেদিন আমরা তার সর্বশেষ পরিস্থিতি জানাব।’

রুবেলদের পিঠের ব্যথা যেন বাংলাদেশের দলের পেস বোলিং আক্রমণের ‘পিঠ’ও দেয়ালে ঠেকিয়ে দিল! পিঠের চোট সেরে না ওঠায় লঙ্কানদের বিপক্ষে হাসান মাহমুদের খেলার সম্ভাবনাও নেই। দুই পেসার দলে না থাকলে ফর্মের চূড়ায় থাকা লঙ্কান ব্যাটিং লাইনআপের বিপক্ষে কঠিন পরীক্ষাই দিতে হবে দলে থাকা পেসারদের।

অভিজ্ঞ রুবেলের অনুপস্থিতি আরও বড় দীর্ঘশ্বাস হয়ে ধরা দেবে, যখন জানা যাবে লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশের সবচেয়ে সফল বোলার তিনিই। বাংলাদেশে খেলতে এসে লঙ্কানদের বেশি সমস্যায় পড়তে হয়েছে এই পেসারের বিপক্ষেই। এখন পর্যন্ত ১১ ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে নিজেদের মাঠে রুবেলের শিকার ১৮ উইকেট।

লঙ্কানদের বিপক্ষে ঘরের মাঠে সেরা চার বোলারের মধ্যে শুধু সাকিবই আছেন দলে। বাকি তিনজনের মধ্যে দ্বিতীয় সফল বোলার মাশরাফি। সাবেক ওয়ানডে অধিনায়ক ১০ ওয়ানডেতে ১২ উইকেট পেয়েছিলেন। বাকিদের মধ্যে ৪ ওয়ানডেতে ৮ উইকেট পেয়ে ৪ নম্বরে থাকা মোহাম্মদ রফিক অবসরেই গেছেন এক দশকেরও বেশি সময় আগে। দুই বছর আগে অবসরে যাওয়া নাজমুল হোসেন ৩ ওয়ানডেতে ৭ উইকেট নিয়ে আছেন তালিকার পাঁচে। লঙ্কানদের বিপক্ষে নিজেদের মাঠে তৃতীয় সফল বোলার (১১ ম্যাচে ১০ উইকেট) সাকিবের দায়িত্বটা তাই এবার একটু বেশিই।

রুবেলকে না পাওয়াটা যদি বাংলাদেশের কাছে আক্ষেপ হয়, নিজেকে নিয়েও কম আক্ষেপ হওয়ার কথা নয় তাঁর! ২০০৯ সালের জানুয়ারিতে ৩১ বছর বয়সী পেসারের অভিষেক এই শ্রীলঙ্কার বিপক্ষেই। স্লিংগিং অ্যাকশনের কারণে ক্যারিয়ারের শুরু থেকেই তকমা পেয়েছিলেন ‘বাংলার মালিঙ্গা’ হিসেবে! যদিও ক্যারিয়ারটা শ্রীলঙ্কার মালিঙ্গার মতো সাফল্যভাস্বর হয়নি তাঁর। এক যুগের ক্যারিয়ারে ২০০ উইকেটও পাননি। ১৭৩ ইনিংসে ৪১.৯৮ গড়ে উইকেট ১৯৩। কখনো ফর্ম, কখনো চোট, কখনোবা শৃঙ্খলার সমস্যায় বারবার হোঁচট না খেলে রুবেলও নিশ্চয়ই হতে পারতেন বাংলাদেশের একজন ‘মালিঙ্গা’!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত