তাওহীদ-মোস্তাফিজদের বিদায়, শেষ চারে শরীফুলরা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ জুলাই ২০২৪, ১২: ৩৯
Thumbnail image

পাঁচ ম্যাচ পর ডাম্বুলা সিক্সার্সের একাদশে জায়গা পেয়েছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু ফেরাটা রাঙানো হলো না। ৩ বল খেলেও খুলতে পারেননি রানের খাতা। এই মিডল-অর্ডার ব্যাটার ফিরেছেন রানআউট হয়ে। তাওহীদের ব্যর্থতার দিনে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) থেকে সবার আগে বিদায় নিল তাঁর দল ডাম্বুলা সিক্সার্স। 

কলম্বোয় গতকাল কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ২৮ রানে জিতলেও বিদায়ের খড়্গ নেমে আসে ডাম্বুলার ঘাড়ে। তাওহীদরা বিদায় নিল নেট রানরেটে পিছিয়ে থাকায়। এলপিএলের পাঁচ দলের মধ্যে সবার শেষে তারা। নেট রানরেট-০.২২৬৯। সমান ৮ ম্যাচ খেলে ডাম্বুলার সমান তিন ম্যাচ জিতলেও শেষ চারের টিকিট পেয়েছে শরীফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনস। তাদের নেট রানরেট ০.০৩৩। ৮ ম্যাচে ৪ জয়ে ০.৫৮৩ নেট রানরেট নিয়ে তিনে আছে তাসকিন আহমেদের দল কলম্বো স্ট্রাইকার্স। 

কলম্বোর বিপক্ষে ম্যাচেও একাদশে জায়গা হয়নি মোস্তাফিজুর রহমানের। বাংলাদেশি পেসার ডাম্বুলার হয়ে শেষ ম্যাচ খেলেছেন গত ৭ জুলাই। ডাম্বুলায় সেই ম্যাচে কলম্বোর বিপক্ষে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ফিজ। কলম্বোর হয়ে এই ম্যাচে খেলেননি তাসকিনও। 

টসে জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক মোহাম্মদ নবীর ৩৩ রানের সুবাদে সব উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ১২৩ রানের সংগ্রহ পায় ডাম্বুলা। লক্ষ্য তাড়ায় কলম্বো থামে ১৮.১ ওভারে ৯৫ রানে। এই জয়েও বিদায় নিশ্চিত হয়ে যায় ডাম্বুলার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত