ক্রীড়া ডেস্ক
পাঁচ দিনের বিশ্রাম শেষে আজ লড়াইয়ে নামছে চেন্নাই সুপার কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনিদের প্রতিপক্ষ রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়াদের মুম্বাই ইন্ডিয়ানস। দিনের প্রথম ম্যাচে বিকেলে ইডেন গার্ডেনসে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল চেন্নাই ও মুম্বাই। দুই ফ্র্যাঞ্চাইজি শিরোপা জিতেছে সমান পাঁচবার। এমন হাইভোল্টেজ ম্যাচে খেলবেন তো মোস্তাফিজুর রহমান? অ্যাওয়ে ম্যাচ বলেই বাংলাদেশি পেসারের একাদশে থাকা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।
তবে এখন পর্যন্ত ফিজের যে পারফরম্যান্স, একাদশের বাইরে থাকাটা হবে নিঃসন্দেহে তাঁর জন্য দুর্ভাগ্যের। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এবারের আইপিএলে শীর্ষ উইকেটশিকারির তালিকায় তিনে তিনি। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে শীর্ষে আছেন রাজস্থান রয়্যালসের ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে দুইয়ে মুম্বাইয়ের পেসার জসপ্রীত বুমরা।
আজ যদি মোস্তাফিজ খেলার সুযোগ পান আর ৩ উইকেট নেন, তবে আবারও আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া ‘পার্পল ক্যাপ’ পুনরুদ্ধার করতে পারেন। কিন্তু সাবেক দলের বিপক্ষে তাঁর খেলা হবে কি না, সেটিই এখন দেখার। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো ম্যাচটির যে প্রিভিউ দিয়েছে, সেখানে সম্ভাব্য একাদশের তালিকায় মোস্তাফিজকে রেখেছে ১২তম স্থানে।
তাদের দাবি, চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং ডেথ ওভারের জন্য মাতিশা পাতিরানাকে একাদশে ফেরাতে চান। এর আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ছিলেন না লঙ্কান পেসার। চোটের কারণেও শুরুর দুটি ম্যাচ খেলেননি। আবারও সেই চোট নিয়ে সতর্কতার কারণে কলকাতার বিপক্ষে একাদশের বাইরে ছিলেন পাতিরানা।
ডেথ ওভারে কলকাতার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেন মোস্তাফিজ। নিজের প্রথম দুই স্পেলে কোনো উইকেট না পেলেও দেন ১২ রান। পরের দুই ওভারে দেন মাত্র ১০, যার মধ্যে ইনিংসের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে নেন ২ উইকেট। কলকাতার বিপক্ষে চিপুকে ফিজের বোলিং ফিগার ছিল এমন—৪-০-২২-২। সেই ম্যাচে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জেতেন রুতুরাজ গায়কোয়ার্ডরা।
চেন্নাই এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে। ৩ ম্যাচই তারা জিতেছে ঘরের মাঠ চিপুকে। অ্যাওয়ে ম্যাচে হেরেছে হায়দরাবাদ ও বিশাখাপত্তনমে। চেন্নাইকে ৩ ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখেন ফিজ। তবে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বেশ খরুচে ছিলেন তিনি। ১ উইকেট নেন ৪৭ রান দিয়ে। সেই ম্যাচে পাতিরানা ছিলেন চেন্নাইয়ের সফল বোলার। ডেথ ওভারে দারুণ বোলিংয়ে ৩১ রান দিয়ে নেন ৩ উইকেট।
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা করতে দেশে ফেরায় হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি মোস্তাফিজ। তবে কলকাতার বিপক্ষে ফিরেই দেখান ঝলক।
এবারই প্রথম চেন্নাইয়ে হয়ে খেলছেন মোস্তাফিজ। ২৮ বছর বয়সী তারকার আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৭ সালে। ২০১৮ সালের নিলামে তাঁকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই। ওয়াংখেড়েতে মাত্র এক মৌসুম ছিলেন তিনি। সেবার ৭ ম্যাচ খেলে ৭ উইকেট নেন মোস্তাফিজ।
আজও যদি ‘ডেথ ওভার’ বিশেষজ্ঞ হিসেবে পাতিরানা না থাকেন তবে ফিজকে দেখা যেতে পারে মুম্বাইয়ের বিপক্ষে। কিংবা লঙ্কান পেসারের জায়গায় তাঁর স্বদেশি স্পিনার মহীশ তিকশানাকে নিয়ে মাঠে নামতে পারে চেন্নাই। একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে ভারতীয় পেসার দীপক চাহারেরও। যার কারণে ফিজের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
সম্ভাব্য একাদশ: রুতুরাজ গাইকোয়ার্ড (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাতিশা পাতিরানা/মহীশ তিকশানা, মোস্তাফিজুর রহমান।
পাঁচ দিনের বিশ্রাম শেষে আজ লড়াইয়ে নামছে চেন্নাই সুপার কিংস। দিনের দ্বিতীয় ম্যাচে রাতে ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনিদের প্রতিপক্ষ রোহিত শর্মা-হার্দিক পান্ডিয়াদের মুম্বাই ইন্ডিয়ানস। দিনের প্রথম ম্যাচে বিকেলে ইডেন গার্ডেনসে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল দুই দল চেন্নাই ও মুম্বাই। দুই ফ্র্যাঞ্চাইজি শিরোপা জিতেছে সমান পাঁচবার। এমন হাইভোল্টেজ ম্যাচে খেলবেন তো মোস্তাফিজুর রহমান? অ্যাওয়ে ম্যাচ বলেই বাংলাদেশি পেসারের একাদশে থাকা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।
তবে এখন পর্যন্ত ফিজের যে পারফরম্যান্স, একাদশের বাইরে থাকাটা হবে নিঃসন্দেহে তাঁর জন্য দুর্ভাগ্যের। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এবারের আইপিএলে শীর্ষ উইকেটশিকারির তালিকায় তিনে তিনি। ৬ ম্যাচে ১১ উইকেট নিয়ে শীর্ষে আছেন রাজস্থান রয়্যালসের ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহাল। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে দুইয়ে মুম্বাইয়ের পেসার জসপ্রীত বুমরা।
আজ যদি মোস্তাফিজ খেলার সুযোগ পান আর ৩ উইকেট নেন, তবে আবারও আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারিকে দেওয়া ‘পার্পল ক্যাপ’ পুনরুদ্ধার করতে পারেন। কিন্তু সাবেক দলের বিপক্ষে তাঁর খেলা হবে কি না, সেটিই এখন দেখার। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো ম্যাচটির যে প্রিভিউ দিয়েছে, সেখানে সম্ভাব্য একাদশের তালিকায় মোস্তাফিজকে রেখেছে ১২তম স্থানে।
তাদের দাবি, চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং ডেথ ওভারের জন্য মাতিশা পাতিরানাকে একাদশে ফেরাতে চান। এর আগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ছিলেন না লঙ্কান পেসার। চোটের কারণেও শুরুর দুটি ম্যাচ খেলেননি। আবারও সেই চোট নিয়ে সতর্কতার কারণে কলকাতার বিপক্ষে একাদশের বাইরে ছিলেন পাতিরানা।
ডেথ ওভারে কলকাতার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করেন মোস্তাফিজ। নিজের প্রথম দুই স্পেলে কোনো উইকেট না পেলেও দেন ১২ রান। পরের দুই ওভারে দেন মাত্র ১০, যার মধ্যে ইনিংসের শেষ ওভারে মাত্র ২ রান দিয়ে নেন ২ উইকেট। কলকাতার বিপক্ষে চিপুকে ফিজের বোলিং ফিগার ছিল এমন—৪-০-২২-২। সেই ম্যাচে ১৪ বল ও ৭ উইকেট হাতে রেখে জেতেন রুতুরাজ গায়কোয়ার্ডরা।
চেন্নাই এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে ৩ জয় ও ২ হারে ৬ পয়েন্ট নিয়ে আছে তালিকার তিনে। ৩ ম্যাচই তারা জিতেছে ঘরের মাঠ চিপুকে। অ্যাওয়ে ম্যাচে হেরেছে হায়দরাবাদ ও বিশাখাপত্তনমে। চেন্নাইকে ৩ ম্যাচ জেতাতে বড় ভূমিকা রাখেন ফিজ। তবে বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে বেশ খরুচে ছিলেন তিনি। ১ উইকেট নেন ৪৭ রান দিয়ে। সেই ম্যাচে পাতিরানা ছিলেন চেন্নাইয়ের সফল বোলার। ডেথ ওভারে দারুণ বোলিংয়ে ৩১ রান দিয়ে নেন ৩ উইকেট।
আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভিসা করতে দেশে ফেরায় হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলতে পারেননি মোস্তাফিজ। তবে কলকাতার বিপক্ষে ফিরেই দেখান ঝলক।
এবারই প্রথম চেন্নাইয়ে হয়ে খেলছেন মোস্তাফিজ। ২৮ বছর বয়সী তারকার আইপিএল ক্যারিয়ার শুরু হয়েছিল ২০১৭ সালে। ২০১৮ সালের নিলামে তাঁকে ২ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় মুম্বাই। ওয়াংখেড়েতে মাত্র এক মৌসুম ছিলেন তিনি। সেবার ৭ ম্যাচ খেলে ৭ উইকেট নেন মোস্তাফিজ।
আজও যদি ‘ডেথ ওভার’ বিশেষজ্ঞ হিসেবে পাতিরানা না থাকেন তবে ফিজকে দেখা যেতে পারে মুম্বাইয়ের বিপক্ষে। কিংবা লঙ্কান পেসারের জায়গায় তাঁর স্বদেশি স্পিনার মহীশ তিকশানাকে নিয়ে মাঠে নামতে পারে চেন্নাই। একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে ভারতীয় পেসার দীপক চাহারেরও। যার কারণে ফিজের খেলা নিয়ে রয়েছে শঙ্কা।
সম্ভাব্য একাদশ: রুতুরাজ গাইকোয়ার্ড (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, শিবম দুবে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভি, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), দীপক চাহার, তুষার দেশপাণ্ডে, মাতিশা পাতিরানা/মহীশ তিকশানা, মোস্তাফিজুর রহমান।
দুবাইয়ে গত রাতে প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে ভারত। লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে আজ কে জিতবে তা সময়ই বলবে, তবে লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ফুরফুরে মেজাজে নিউজিল্যান্ড। অধিনায়ক টম ল্যাথাম তো পারলে বলেই ফেলেন—‘গত মাসেই তো ওদের লাহোরে হারালাম।’
১৬ মিনিট আগেচ্যাম্পিয়নস ট্রফির ভারত-অস্ট্রেলিয়া সেমিফাইনালের আগে বারবার ঘুরেফিরে এসেছিল আহমেদাবাদের কথা। কারণ, সবশেষ ওয়ানডেতে এই দুই দল মুখোমুখি হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে। ১ লাখেরও বেশি দর্শককে কাঁদিয়ে ভারতের শিরোপার উৎসব পণ্ড করে দিয়েছিল অস্ট্রেলিয়া।
১১ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়া সফরে ব্যর্থতার পর বেশ ভালোভাবেই নড়েচড়ে বসে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। জাতীয় দল নিয়ে বেশ কিছু কঠোর নিয়ম আরোপ করে তারা। এর প্রতিফলন ঘটছে আইপিএলেও। সম্প্রতি আইপিএলের সব দলকে একটি ই-মেইল বার্তায় বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে ক্যাম্প করার জন্য আগামীকাল সৌদি আরবে যাবে বাংলাদেশ ফুটবল দল। চারদিন বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে তারা। যা নিয়ে বেশ সন্তুষ্ট কোচ হাভিয়ের কাবরেরা।
১২ ঘণ্টা আগে