ক্রীড়া ডেস্ক
ওয়ানডের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়ার পর থেকেই উত্তপ্ত ভারতের ক্রিকেট।
সংবাদমাধ্যমগুলোর দাবি, নতুন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে কোহলির। দূরত্ব সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গেও।
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সৌরভকে ‘মিথ্যাবাদী’ প্রমাণ করেছিলেন কোহলি। এবার আগুনে ঘি ঢাললেন সৌরভ। বললেন, কোহলি ঝগড়া করেই সব আদায় করে নিতে চায়। সম্প্রতি গুরগাঁওয়ে একটি অনুষ্ঠানে টেস্ট অধিনায়ককে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন বিসিসিআই প্রধান।
অনুষ্ঠানে সৌরভের কাছে ক্রিকেটারদের আচার-আচরণ নিয়ে জানতে চান অনেকেই। সৌরভও সবার আগ্রহ মেটান। স্বাভাবিকভাবে কোহলির প্রসঙ্গও ওঠে। তাঁকে নিয়ে বলতে গিয়ে মানসিকতাকে পছন্দ করার কথা জানালেও নেতিবাচক মন্তব্যও করে ফেলেন সৌরভ। বলেন, ‘বিরাট কোহলির মানসিকতা আমার ভালো লাগে। তবে ও বড্ড বেশি ঝগড়া করে।’
অবশ্য সৌরভ যে অনুষ্ঠানে নিতান্ত আমুদে মেজাজে ছিলেন, সেটা বোঝা যায় তাঁর আরেকটি মন্তব্যে। কোহলির আগ্রাসী মনোভাবে চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নে ভারতের অন্যতম সফল অধিনায়কের জবাব, ‘জীবনে কোনো কিছুই চাপের মনে হয় না। শুধু বউ আর গার্লফ্রেন্ডরা জ্বালাতন করে।’
ওয়ানডের অধিনায়কত্ব থেকে বিরাট কোহলিকে সরিয়ে দেওয়ার পর থেকেই উত্তপ্ত ভারতের ক্রিকেট।
সংবাদমাধ্যমগুলোর দাবি, নতুন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলছে কোহলির। দূরত্ব সৃষ্টি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির সঙ্গেও।
দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে সৌরভকে ‘মিথ্যাবাদী’ প্রমাণ করেছিলেন কোহলি। এবার আগুনে ঘি ঢাললেন সৌরভ। বললেন, কোহলি ঝগড়া করেই সব আদায় করে নিতে চায়। সম্প্রতি গুরগাঁওয়ে একটি অনুষ্ঠানে টেস্ট অধিনায়ককে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন বিসিসিআই প্রধান।
অনুষ্ঠানে সৌরভের কাছে ক্রিকেটারদের আচার-আচরণ নিয়ে জানতে চান অনেকেই। সৌরভও সবার আগ্রহ মেটান। স্বাভাবিকভাবে কোহলির প্রসঙ্গও ওঠে। তাঁকে নিয়ে বলতে গিয়ে মানসিকতাকে পছন্দ করার কথা জানালেও নেতিবাচক মন্তব্যও করে ফেলেন সৌরভ। বলেন, ‘বিরাট কোহলির মানসিকতা আমার ভালো লাগে। তবে ও বড্ড বেশি ঝগড়া করে।’
অবশ্য সৌরভ যে অনুষ্ঠানে নিতান্ত আমুদে মেজাজে ছিলেন, সেটা বোঝা যায় তাঁর আরেকটি মন্তব্যে। কোহলির আগ্রাসী মনোভাবে চাপ অনুভব করছেন কি না—এমন প্রশ্নে ভারতের অন্যতম সফল অধিনায়কের জবাব, ‘জীবনে কোনো কিছুই চাপের মনে হয় না। শুধু বউ আর গার্লফ্রেন্ডরা জ্বালাতন করে।’
অফ স্টাম্পের কিছুটা বাইরে পিচ করেছিল বল। ভেতরে ঢুকে মুখে লাইনে না গিয়েই খেলতে গেলেন ক্রেইগ ব্র্যাথওয়েট। ব্যাটকে ফাঁকি দিয়ে তাসকিনের সেই বল লাগল ব্যাটারের প্যাডে।
৭ ঘণ্টা আগেপ্রথম সেশন বেশ ভালো কাটল বাংলাদেশের। মধ্যাহ্নভোজের আগে নিয়েছে ২ উইকেট। দুটি উইকেটই নিয়েছেন পেসার তাসকিন আহমেদ।
৯ ঘণ্টা আগেপেপ গার্দিওলাকে প্রধান কোচের দায়িত্ব দিতে চেয়েছিল ইংল্যান্ড। কদিন আগে রোনালদো নাজারিও জানিয়েছিলেন, ব্রাজিল ফুটবল ফেডারেশনের আগামী নির্বাচনে সভাপতি হলে সেলেসাওদের জন্য নিয়ে আসবেন স্প্যানিশ কোচকে। তবে আপাতত কোথাও যাচ্ছেন না গার্দিওলা। থাকছেন ইংলিশ প্রিমিয়ার লিগেই।
৯ ঘণ্টা আগেউয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে পেল গতবারের চ্যাম্পিয়ন স্পেন। মুখোমুখি হবে চারবারের দুই বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি-জার্মানি।
৯ ঘণ্টা আগে